My journey with Plum || Skin care
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা প্রিয় স্কিন কেয়ার কোম্পানির ব্যাপারে। যে কোম্পানির সাথে আমার জার্নি এক অদ্ভুতভাবে শুরু হয়েছে। আমি ভীষণ ভরসা করে এই কোম্পানির প্রোডাক্ট প্রথম ব্যবহার করেছিলাম। আজকে সেসব নিয়েই কথা বলব।
আজ থেকে প্রায় তিন চার বছর আগের কথা বলছি। মোটামুটি ২১ সালের দিকে , আমার সারা মুখে হঠাৎ করেই acne র সমস্যা হচ্ছিল। ওই সময় আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, কি করে ঠিক করব। বেসিকালি আমার মুখে কোন সময় acne এত পরিমানে হয়নি। এ কারণে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। অনলাইনে বিভিন্ন রকম ভিডিও এবং রেমেডি সার্চ করতাম acne ফ্রি স্কিন এর জন্য। যেহেতু এটার সাথে কিভাবে ডিল করতে হয় সেটা আমার জানা ছিল না, এ কারণে আমার আতঙ্কটা আরো বেশি ছিল। সব থেকে বড় কথা, আমার স্কিনে এর আগে পিম্পল হয়েছে শুধু। তাও বেশি পরিমাণে কখনোই নয়। একটা দুটো যেরকম হতে থাকে সেরকম।
স্কিনে যখন acne বাড়তে থাকল। আমার বারবার আমার কিছু বান্ধবীদের কথা মনে হচ্ছিল। তাদেরকে আমি দেখেছি তারা কতটা acne নিয়ে প্রবলেম ফেস করছে। স্বাভাবিকভাবে ন্যাচারাল কোন জিনিস যদি এবনরমাল হতে থাকে তাহলে সেটা নিয়ে আমরা খুব ঘাবড়ে যায়। সেটা যদি মুখের উপর হয় তাহলে আরো আমাদের ওপর প্রভাব পড়ে। এটা নিয়ে নানান রকম ইনসিকিউরিটি ফিল হয়। সাথে বিরক্ত লাগে।
সেই সময় মৌসুমী বৌদিরও স্কিনের অনেক সমস্যা হচ্ছিল। একদিন আমি আর বৌদি মিলে আমাদের কৃষ্ণনগরে একটি মার্কেটে গিয়েছিলাম। আমাদের কিছু কেনাকাটা ছিল। হঠাৎ আমার কি মনে হল আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এর দোকানে ঢুকে, ওখানকার স্টাফদের সাথে কথা বলছিলাম। আমি সাধারণত এরকম কখনোই করিনি। আর আমি তার আগে অনেক বছর যাবত dove কোম্পানির ফেসওয়াশ, ব্যবহার করতাম শুধু। এর সাথে শীতের দিনে জনসন বেবি ফেস ক্রিম ব্যবহার করতাম।
যেহেতু সমস্যাটা একেবারেই নতুন, তাই আমি ভেবেছিলাম এর জন্য যদি প্রোডাক্ট চেঞ্জ করতে হয় তাই করবো। কারণ ওই সময় আমি স্কিন কেয়ার বেশি করতাম না।
দোকানের স্টাফদের সাথে কথা বলতে বলতে ওখানকারই একজন স্টাফ দিদি আমাকে প্রথমবার এই কোম্পানির সম্পর্কে পরিচয় দেয়। এই কোম্পানির নাম হলো "Plum "।
এই কোম্পানি নিজস্ব অ্যাপস রয়েছে, যেখান থেকে আপনারা পারচেজ করতে পারেন।নিচে প্লে স্টোর এর লিংক দেওয়া হলো।
https://play.google.com/store/apps/details?id=com.esmagico.plum
আমি খুব বিশ্বাস করে উনাদের কাছ থেকে মাত্র এই কোম্পানির ফেসওয়াশ,ফেস টোনার এবং নাইটজেল কিনেছিলাম। উনারা এর সাথে আরও অনেক কিছু সাজেস্ট করছিলেন, কিন্তু আমি চাইছিলাম আগে পরীক্ষা করে দেখি প্রোডাক্টটা আমার স্কিনের সাথে শুট করছে কিনা। কারণ আমি মনে করি সব প্রোডাক্ট সবার স্কিনের সাথে শুট করে না। আর স্বাভাবিকভাবে এত টাকা পয়সা দিয়ে স্কিন কেয়ার আমার করার অভ্যাস ছিল না ওই সময়।
বাম দিকের প্রোডাক্টটি হলো ফেস মিস্ট, তার পরের মাঝখানের প্রোডাক্টটি হলো নাইট জেল, একদম ডান দিকের প্রোডাক্ট হলো ফেসওয়াশ। |
---|
তিন চার দিন ব্যবহার করার পর ,acne আরো বেড়ে গেল। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, সাথে সাথে ঐ স্টাফের নাম্বারে ফোন করলাম। আমি দোকান থেকে ফেরার সময় ওনার নাম্বার নিয়ে এসেছিলাম, বলেছিলাম যদি আমার অসুবিধা হয় ফোন করবো। উনি আমাকে গ্যারান্টি দিলেন যে, আর কিছুদিনের মধ্যেই এগুলো সমস্যা দূর হয়ে যাবে। এটা সারবে বলেই এতটা বেড়ে যাচ্ছে।
নিচে এই কোম্পানির ওয়েবসাইট এর লিংক দেওয়া থাকলো
https://plumgoodness.com/
সেদিনকেও আমি ওনার কথা বিশ্বাস করেছিলাম। আর কিছুদিনের মধ্যেই আমি খেয়াল করলাম আমার ফেস থেকে সমস্ত acne আস্তে আস্তে সরে গেল এবং যে দাগগুলো ছিল সেগুলোও চলে যেতে থাকলো। আমি সেই দোকানে গিয়ে ওই স্টাফ দিদিকে অনেক ধন্যবাদ জানিয়ে এসেছিলাম, সাথেই এই কোম্পানির প্রোডাক্ট আমি আস্তে আস্তে ব্যবহার করা শুরু করি। শীতকালের জন্য ময়েশ্চারাইজার, বডি লোশন, যাবতীয় আর যা যা আমার মনে হয়েছে, সেগুলো আমি কিনেছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই কোম্পানির বডি মিস্ট আর পারফিউম ভীষণ ভীষণ ফেমাস। স্মেল এত দুর্দান্ত হয়, পারফিউমের ফ্লেবারের অনেক ভ্যারাইটি রয়েছে। আমি অনেক ধরনের পারফিউম ব্যবহার করেছি, তবে এদের মত কখনো পাইনি।
যাইহোক তো এভাবেই এই স্কিন কেয়ার কোম্পানির সাথে আমার জার্নি শুরু। তারপর তো এই কোম্পানি ছাড়া আমি মুখে অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করি না। এখন যদি আমার কাছ থেকে কেউ সাজেশন চাই যে এই কোম্পানির কোন প্রোডাক্ট কেনা উচিত। আমার মনে হয় যেকোনো স্কিন টাইপ এ এই কোম্পানির গ্রিন টির ফেস মিস্ট , যেটা আমি ছবিতে মেনশন করেছি, সেটা যেতে পারে। এবং খুব ভালোভাবে কাজ করবে। এর সাথেই এই কোম্পানির পারফিউম গুলো যে কেউ ব্যবহার করতে পারে। বাকি স্কিন প্রবলেম এবং স্কিন টাইপ অনুযায়ী প্রয়োজনে আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আজকের মত এখানেই শেষ করছি। আগামীকাল এদের কিছু প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব।
সবশেষে একটা কথাই বলতে চাই, আমার স্কিনে শুট করেছে বলে এই কোম্পানির সমস্ত কিছু আপনাদের স্কিনে শুট করবে সেটা কিন্তু নয়। তাই যে কোন প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে এবং সাজেশন নিয়ে তবে কিনবেন।
এই পোস্টটা পড়তে অনেক ভালো লাগলো। প্লাম কোম্পানির সম্পর্কে এত কিছু জানলাম, এতটাই প্রাকৃতিক এবং স্কিনের জন্য উপকারী বলে মনে হচ্ছে। এত সুন্দর একটি বিষয় বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন। আপনার জন্য সবসময় শুভকামনা রইল দিদি।
বাঃ! দারুন সময়ে পোস্টটা করেছিস। আমার নিজেরও স্কিনের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। তাই আমিও কোন ভাল প্রোডাক্টের খোঁজ করছিলাম। কালকেও ইউটিউবে বিভিন্ন রকমের রিভিউ দেখছিলাম।
তাহলে এটাও একবার ব্যবহার করে দেখা যাক।