Cover Song || Rabindra sangeet

in Incredible India13 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। কিছুদিন আগে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম আমার গাওয়া একটি রবীন্দ্র সংগীত ।আজকে আবারো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার গাওয়া আরো একটি রবীন্দ্র সংগীত।

যেদিনকে আগের গানটা রেকর্ড করেছিলাম ,সেইদিন বসেই আজকের এই গানটা রেকর্ড করা। তবে বেশ অনেকদিন পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় একঘেয়েমি পোস্ট লেখার থেকে মাঝেমধ্যে একটু চমক দেওয়া ভালো। প্রতিদিন এর সুন্দর সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, তার সাথে মাঝে মধ্যে যদি নিজের লেখা কবিতা, নিজের গাওয়া গান ,অথবা দুর্দান্ত কোন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরা যায় ,তাহলে কিন্তু আমারও মনে হয় আপনারা বোর হবেন না। এবং আমি নিজেও।

গত সপ্তাহে পর পর টানা কিছু বোরিং লেখা লিখে গেছি। এ নিয়ে আমি নিজেও সন্তুষ্ট নই। তবে কিছু কাজের চাপে ওরকম লেখা আমাকে লিখতে হয়েছে। তাই গত পরশু একটা রেসিপি পোস্ট করেছি আর আজকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এই রবীন্দ্র সংগীতটি।

এই রবীন্দ্রসঙ্গীতটা আমার অনেক পছন্দের । আমি দুর্নিবার এর কন্ঠে এই গান শুনতে ভীষণ পছন্দ করি। জি বাংলাতে সারেগামাপা হতো। সেই কনটেস্টের একজন পার্টিসিপেন্ট ছিল দুর্নিবার। রবীন্দ্র সংগীতে তার গলার তুলনা হয় না। এই কারণে আমি মাঝেমধ্যেই ওর গান খুব শুনে থাকি ইউটিউবে। ওর কন্ঠে সব থেকে বেশি রবীন্দ্র সংগীত শুনতেই আমার বেশ ভালো লাগে। এই গানটি বিশেষত ওর কন্ঠেই আমার পছন্দ।

ওর গান শুনতে শুনতেই তুলে নিয়েছিলাম এই গানটি ।তারপরে তো স্বরলিপি নিয়ে হারমোনিয়ামে তোলা ,তবে একেবারেই কাঁচা এই গানটি কারণ সদ্য তোলা হয়েছে। তাই হতে পারে অনেকটাই ভুল ত্রুটি রয়েছে। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

ভিডিও লিংক

গানের কথাগুলো এত অপূর্ব। যদিও রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি গানের প্রত্যেকটি কথা মন ছুঁয়ে যায়। কোন গানকে আলাদা করা যাবে না ।প্রত্যেকটা গানের আলাদা আলাদা মাধুর্য এবং আভিজাত্য রয়েছে। তারপরেও যেহেতু বিশেষত এই গান নিয়েই কথা বলছি।তাই একবার এই গানের লিরিক্স শেয়ার করা যাক।

লিরিক্স

কোলাহল তো বারণ হল,
এবার কথা কানে কানে।
এখন হবে প্রাণের আলাপ
কেবলমাত্র গানে গানে॥
রাজার পথে লোক ছুটেছে,
বেচাকেনার হাঁক উঠেছে,
আমার ছুটি অবেলাতেই দিনদুপুরে মধ্যখানে--
কাজের মাঝে ডাক পড়েছে
কেন যে তাই কেই বা জানে॥

মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া।
মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া।
মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে
গেছে তো দিন অনেক কেটে,
অলস-বেলায় খেলার সাথি
এবার আমার হৃদয় টানে--
বিনা-কাজের ডাক পড়েছে
কেন যে তাই কেই বা জানে॥



গানের লিরিক্স দেখেই আপনারা বুঝতে পারছেন গানের কথাগুলো কতটা সুন্দর। এই গানটি দাদরা তালের ওপর রয়েছে। আর গানের পর্যায় পূজা পর্যায়। যখন আমি গান রেকর্ড করি ,সত্যি কথা বলতে এতবার যে ভুল হয় ধারণার বাইরে। যেহেতু রেকর্ডটা একটা প্লাটফর্মে শেয়ার করছি তাই ভুল অবস্থায় সেটা কখনোই করা যায় না। তাই ১৪ বার ১৫ বার রেকর্ড অন অফ করতে হয়। এটা কি বিরক্তির কাজ। কোন রকম এডিটিং ছাড়াই আমি লাইভ ঠিকঠাকভাবে গান দেওয়ার চেষ্টা করি।

তার ওপর তো ডাকাডাকি রয়েছে, সবকিছুর মধ্যে দিয়েই একটা রেকর্ড করতে হয়। দুটো গান সেদিনকে রেকর্ড করতে পেরেছি, আবার যে কবে বসে ঠিক ঠাক ভাবে রেকর্ড করতে পারব জানিনা। আশা করছি আমার গানটা আপনাদের সকলের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে কোন একটা আধুনিক গান গাওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন।।

Sort:  
Loading...
Loading...
 12 days ago 

তোমার গান শুনতে আমার বরাবর খুব ভালো লাগে। মাঝে মাঝে গান নিয়ে চর্চা করতে থাকো সেটা শুনেও ভালো লাগে। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল ঘরে বসেই তোমার আর কাকুর গান শুনছিলাম। বেশ ভালো লাগছিল তোমার কন্ঠে গান শুনি। আজকে সেই গানটির ভিডিও লিংক সহ শেয়ার করেছ। যেকোনো কাজের ক্ষেত্রে ফোনে রেকর্ড করার ব্যাপারটা খুবই কঠিন।