Cleanliness and beautification || Community Based Activity

in Incredible India13 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন ।আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম আমার বিএড কোর্সের থার্ড সেমিস্টারের অ্যাক্টিভিটির কথা। স্কুল বেসড একটিভিটি নিয়ে অলরেডি তিনটে পোস্ট করেছি। সেখানে মিড ডে মিল, অ্যাটেনডেন্স রেজিস্টার, মর্নিং অ্যাসেম্বলি নিয়ে আমি যে তিনটি অ্যাক্টিভিটি করেছিলাম সে সম্পর্কে আমি ডিটেইলস এ জানিয়েছিলাম।

স্কুল বেস্ড অ্যাক্টিভিটির সাথেই আমাদের আর একটা অ্যাক্টিভিটি করতে হয়েছিল সেটা হল কমিউনিটি বেসড এক্টিভিটি। আজকে সেই একটিভিটির প্রথম একটি প্রজেক্ট শেয়ার করছি।

Community based activity এর টোটাল তিনটে পার্ট আমি করেছি। তার মধ্যে প্রথম Cleanliness and beautification আজ আমি শেয়ার করতে চলেছি।

Cleanliness and beautification

প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দেওয়া যাক। বিদ্যালয় হল জ্ঞান ভান্ডারের পূর্ণ সংস্করণ। মানুষের সার্বিক বিকাশের লক্ষ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান কাজ করে, তাদের মধ্যে শিক্ষা ,জ্ঞান ,চেতনা, বৃদ্ধি ,শৃঙ্খলা ,দায়িত্ব-কর্তব্য প্রভৃতি সবগুলোই এক্ষেত্রে একসাথে যে জায়গায় বিরাজ করে ,যে বিশেষ আলয় হলো আমাদের কাছে বিদ্যালয়। বিদ্যালয় পবিত্রতার ,পূর্ণতার ,শ্রদ্ধার কেন্দ্রস্থল। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যায়ন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ।আমাদের জীবনের সঙ্গেই এর সম্পর্ক। কারণ আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের অর্থাৎ শৈশবের বেশিরভাগটাই আমরা বিদ্যালয় কাটিয়ে থাকি।

পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হয় এবং কিভাবে সৌন্দর্যতা বজায় রাখতে হয়। সেটার শিক্ষা আমরা প্রথম বিদ্যালয় থেকে গ্রহন করে থাকি। তাই শুধুমাত্র বিদ্যালয় এর অন্তর বাহির নয়, আমাদের চারিপাশটা পরিষ্কার এবং সুন্দর করে তোলা কর্তব্য আমাদের নিজেদের।
এই এক্টিভিটি দ্বারা বাচ্চাদের শেখানো হয় তারাও কিভাবে বিদ্যালয়েকে পরিষ্কার এবং সুন্দর করে তুলবে।

20250416_144720.jpg

বিদ্যালয় এর চারদিকে পরিচ্ছন্নতা বিদ্যালয়ের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রকার সৌন্দর্য বৃদ্ধির সহায়ক। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা দূষণ রোধ করে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবশ্যই জরুরী। এর সাথেই বিদ্যালয় এ আগত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী শিক্ষার্থী ,অভিভাবক বা অন্য কোন ব্যক্তির মানসিক সৌন্দর্য বিকাশে পরিচ্ছন্নতা অবশ্যই জরুরী। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সবকিছু সুন্দর করে রাখা এটা একটা সু অভ্যাস গড়ে তোলে। বিদ্যালয়ের মনোরম সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়ন।

20250416_144659.jpg

কিভাবে আমি সম্পূর্ণ কাজ করলাম

20250319_133658.jpg

সর্ব প্রথমে এই কাজটি সম্পাদন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। তারপরে একটি নির্দিষ্ট দিন বেছে নিয়েছিলাম, যেদিন শিক্ষার্থীদের সাথে আমি বিদ্যালয় এর একটি অংশ পরিষ্কার করব,এর সাথে ক্লাস রুম সুন্দর করে তুলব। সেই মতো একদিন বেছে নিয়ে আমি দুটো ক্লাসকে জানিয়ে দিয়েছিলাম ।আমি পরিষ্কার পরিচ্ছন্নতা র জন্য ক্লাস viii কে বেছে নিয়েছিলাম এবং বিউটিফিকেশনের জন্য বেছে নিয়েছিলাম ক্লাস সিক্সকে।

যদিও পরবর্তীতে ক্লাস সিক্স দুটো কাজই করেছে। ছোট বাচ্চাদের সব অ্যাক্টিভিটিতে আগ্রহ বেশি থাকে, সেটা সেদিন কি বুঝতে পেরেছি।

যাই হোক প্রথম দিন ক্লাস এইটকে এক জায়গায় জড়ো করে, তাদের দ্বারা আমাদের স্কুলের তেতুলতলার প্লট টা পরিষ্কার করেছি। ছাত্র-ছাত্রীরা টিফিনের সময় যে সমস্ত প্যাকেট ডাস্টবিনে না ফেলে ,চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল, তাদেরকে দিয়েই সেটাকে সরিয়েছি।

20250322_121448.jpg

তার পরের ক্লাসে, ক্লাস সিক্সে ঢুকে সকল বাচ্চাদের দিয়ে সিক্সের ক্লাসরুম পরিষ্কার এবং বিউটিফিকেশন এর কাজ করিয়েছি। ক্লাসের মধ্যে পড়ে থাকা কাগজের টুকরো কোনরকম প্লাস্টিকের প্যাকেট নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ডাস্টবিনে গিয়ে তারা ফেলে এসেছে। এর সাথেই, ক্লাসে ব্যবহৃত প্রয়োজনীয় চার্ট এবং পোস্টার তারা দেওয়ালে সাজিয়ে ক্লাসরুম ডেকোরেশন করেছে।

প্রত্যেকটা বাচ্চা এতটা উৎসাহ নিয়ে কাজগুলো সম্পূর্ণ করেছে দেখে আমারও ভালো লাগছিল। দুটো ক্লাসের মধ্যে সবথেকে বেশি এনার্জেটিক ক্লাস আমার মনে হয়েছে ক্লাস সিক্স কে। আমি না বলতেই তারা নিজেদের মতো ক্লাসকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং আমি না বলতেই তারা নোংরা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলেছে।। এগুলো সত্যিই আমাকে অবাক করেছে।

সবশেষে তারা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়েছে এবং তারপর ক্লাসের মধ্যে এসে সবাই খুবই শান্তভাবে বসেছে। আমি যখন জিজ্ঞেস করেছি কাজটি করে তারা কি শিখল , তাদের মধ্যে অনেকেই খুব সুন্দর করে সকলের সামনে এসে নিজের অনুভূতির কথা জানিয়েছে।

তাদের কথা অনুযায়ী তারা দলগতভাবে কাজ করতে শিখেছে। ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারা ক্লাসরুমের শোভা বাড়িয়েছে। এর সাথেই কোনরকম দূষিত কিছু ক্লাসের মধ্যে যেন না থাকে, সেটা তারা লক্ষ্য করেছে। তাদের প্রয়োজনীয় চার্টগুলিকে আলমারির মধ্যে না রেখে দেওয়ালে সাজিয়ে রাখার কারণে তাদের ক্লাস কে যেমন দেখতে ভালো লাগছে, ঠিক তেমনি তাদের পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে।। ওইটুকু বাচ্চাদের মুখে তাদের কাজের মাহাত্ম্যের কথা শুনে আমি সত্যিই অবাক হয়েছি।

20250322_121412.jpg

আমার মনে হয় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উচিত একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা। পরিবেশ সুন্দর গড়ে তুলতে অবশ্যই খেয়াল রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার এবং সৌন্দর্যায়নের ।তাই এই একটিভিটি শুধুমাত্র আমাকে নয় , বাচ্চাদেরকেও অনেক কিছু শিখিয়েছে। গোটা পৃথিবী আমাদের কার্যকলাপেই আজ দূষিত। দূষণ প্রতিরোধ করার জন্য আমরা একা একা কেউ এগোতে পারবো না।। সকলে মিলে দূষণ প্রতিরোধ করতে হবে। এটাই হয়তো এই এক্টিভিটির অন্যতম বার্তা।

আপনাদের সাথে এক্টিভিটির একটি পার্ট শেয়ার করতে পেরে সত্যিই অনেক ভালো লাগলো ।সকলে ভালো থাকবেন ।পরবর্তীতে অন্য আরেকটি এক্টিভিটি নিয়ে অবশ্যই আসবো।

Sort:  
Loading...

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...