ভ্যালেন্টাইন্স ডের সকাল

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার এই বছরের ভ্যালেন্টাইনস ডের সকাল কেমন ভাবে কাটলো।

সত্যি বলতে আমার কাছে valentines day বলে নির্দিষ্ট কোন দিন নেই। আমার মনে হয় ভালোবাসা প্রত্যেকদিন আমরা উদযাপন করতে পারি, যদি আমরা ভালো থাকতে পারি। এমনকি আমাদের ভালবাসার মানুষদের প্রতি আমাদের ভালোবাসা একদিনের জন্য হয় না। এ কারণে আমরা প্রত্যেকদিন ভালোবাসার দিন হিসাবে তাদের জন্য পালন করতে পারি।

Snapchat-1893470673.jpg

তাদেরকে ভালো রেখে, ছোট ছোট ব্যাপারে তাদের জন্য ভেবে, তাদের সুখ দুঃখের কথা মাথায় রেখে, তাদের সমস্যা তে পাশে থেকে, তাদেরকে খুশি রেখে আমরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ করতে পারি।
আর এটা একদিনের নয়। সারাবছর আমি একটা মানুষের সাথে দুর্ব্যবহার করলাম আর শুধুমাত্র ভ্যালেন্টাইন্সের দিন একটা গোলাপ আর কিছু চকলেট দিয়ে তার মন ভরিয়ে দিলাম। সেটা তো যুক্তির কথা নয়। আর আমার মনে হয় না এভাবে কারোর মন ভরে।

20250214_125550.jpg

নিজের ভালোবাসার মানুষকে ভাল রাখতে জানতে হয়।। এর থেকে বড় উপহার আর কিছু হয় না।। ভালো রাখা মানে শান্তিতে রাখা। আমার জন্য যদি আমার পার্টনারের মানসিক অশান্তি হয় তাহলে জানতে হবে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আর সেই সম্পর্কে কোথাও না কোথাও ভাঙ্গন ধরেই একটা টাইমে। এ কারণে valentines day আমার কাছে প্রত্যেকদিন। অন্তত আমি আমার নিজের ভালোবাসার মানুষদের প্রত্যেকদিন নানান রকম ভাবে ভালোবেসে থাকে।

20250214_124628.jpg

বেশ কিছু বছর হলো দেখে আসছি আমার বাবা আমার মাকে ভ্যালেন্টাইন্স ডের দিন রাতের বেলায় দুটো তিনটে গোলাপ নিয়ে এসে দেয়। মা রান্না ঘরে রান্না করতে করতে যখনই দেখতে পায় বাবা মায়ের জন্য গোলাপ নিয়ে এসেছে, মা খুব খুশি হয়।

এবার এই জায়গায় কথা হলো, কিছু কিছু ব্যাপারে এফোর্ট প্রয়োজন পড়ে। ভালোবাসা প্রকাশ না করলেও চলে। কিন্তু প্রকাশ করতেও হয়। আমার ভালবাসার মানুষকে স্পেশাল ফিল করতে যেমন ভালো লাগে। আমার মনে হয় আমাদের সবারই ভালো লাগে। তাই এই ছোটখাটো উপহার , আমরা এরকমভাবে দিয়ে থাকি।

20250207_133749.jpg



এ বছরে আমার কোনরকম প্ল্যান ছিল না। শুধু ওকে বলেছিলাম আমার সাথে যেন দেখা করে। ওর যেহেতু সকালবেলায় অফিস থাকে। ও কিছুতেই অফিস থেকে বার হতে পারে না।। বেরোলেও সেটা কয়েক মিনিটের জন্য। কিন্তু আমার কথা রেখে সেদিনকে ও আমাকে বেশ সময় দিয়েছে। এটুকুই আমার কাছে যথেষ্ট। ও আমাকে বলেছিল তোমার যা ফুল পছন্দ হবে তুমি নিয়ে নিও। কারন আমি ফুল চুজ করতে পারব না, আমি যেটা চুজ করব তোমার পছন্দ হবে না।

এ কথাটাও একদম সত্যি। আমার জন্মদিনের দিন, পাগলটা মেহেন্দি কিনেছিল। ও জানে আমি মেহেন্দি পড়তে কত ভালোবাসি। কিন্তু বেচারা চাইনিজ মেহেন্দি কিনেছে। যেটা একদম আমি পছন্দ করি না। আমি যখন মেহেন্দিগুলো হাতে পাই, ওকে রীতিমতো বকাবকি করেছিলাম। যে যেটা ও জানে না সেটা কেন কিনতে গিয়েছে। তাই ওর মাঝেমধ্যেই কেনাকাটা নিয়ে ভয় থাকে। অন্তত আমার জিনিস ও কিছুতেই নিজে থেকে কিনতে চায় না।

তবে দেখতে গেলে আমার বকার মধ্যেও ভালোবাসা ছিল। ওকে যখন বকছিলাম ভেতর ভেতর ফিল করতে পারছিলাম যে ও আমার কথা ভেবে কিনেছে। হঠাৎ করেই জন্মদিনের দিনকে মেহেন্দি কিনে আনা। অর্থাৎ ও চেয়েছে আমি একটু খুশি হই। আর আমি সত্যি খুশি হয়েছিলাম। ভেতরে ভেতরে ভাবছিলাম, কি পাগল ছেলে।

এই যে,এই ছোট্টখাট্টো ব্যাপার। এটুকুই তো যথেষ্ট। তবে সেটা একদিক থেকে নয়। দুই দিক থেকেই আমাদের করা উচিত। দুই দিক থেকেই আমাদের সেই এফোর্ট দেওয়া উচিত।

যাইহোক সেদিনকে ফুলের দাম এত পরিমানে বেশি ছিল যে, আমি কিন্তু ফুল কিনিনি। ও অনেকবার জেদ করছিল কিন্তু আমি ওকে বলেছিলাম ফুলের গাছ নেব। তাই সেদিন কি আর ফুল কিনতে যাইনি । ছবিতে যে ফুল গুলো দেখছেন সে ফুলগুলো ও আমাকে তার কিছুদিন আগেই দিয়েছিল।

যাইহোক ও আমার জন্য খাবার কিনে নিয়েছিল। আমি কি কি খেতে ভালবাসি ,ও জানে। আমার জন্য আমার পছন্দের চকলেট, মিও আমর থেকে পছন্দের পেস্ট্রি,তারপর আইসক্রিম পার্লারে এসে আমার পছন্দের আইসক্রিম। সবকিছু আমরা দুজন মিলে ভাগাভাগি করে খেলাম। আইসিম পার্লারে এত পরিমাণে যায় যে ওখানকার স্টাফ দিদির সাথে আমাদের বেশ ভালো এক সম্পর্ক গড়ে উঠেছে।। দিদিকেও আমাদের কাছ থেকে খাবার শেয়ার করলাম। এইতো এইভাবে গল্প আড্ডা তে সেদিন তার সকালবেলা টা সুন্দরভাবে কাটিয়েছি ওর সাথে।

আমার মনে হয় valentines day শুধু স্বামী স্ত্রী কিংবা কাপলদের জন্য নয়। Valentines day শেখায় ভালবাসতে। এ জগতে ভালোবাসা সবাই ভুলে গেছে। ওই দিনটা যেন মনে করিয়ে দেয় যে ,পৃথিবীতে এখনো ভালোবাসা বেঁচে আছে।

আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। Valentines day এর বিষয়ে আরো কিছু কথা পরের পোস্টে শেয়ার করব।

Sort:  
Loading...
Loading...
 2 days ago 

ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, প্রতিদিনই আমাদের কাছের মানুষের সাথে ভালোবাসা ভাগ করে নিতে হবে। আপনার অভিব্যক্তি সত্যিই মনের গভীরতা থেকে এসেছে!
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালোবাসা মানে শুধু ফুল আর চকলেট নয়, বরং প্রতিটি ছোট্ট আড্ডা, খুশির মুহূর্ত এবং সহানুভূতি নিয়ে একে অন্যকে প্রমাণ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভালোবাসা আসলে গোলাপ দিয়ে প্রকাশ করলেই সেটা প্রকৃত ভালেবাসা নয়। প্রকৃত ভালোবাসা, সেটা যেটা অন্তর দিয়ে ফিল করা যায়, গোলাপ না দিলেও ভালোবাসা কমে না। বছরে একদিম নয়, প্রত্যেকটা দিনই নিজের পছন্দের মানুষকে খুশি রাখা।

আপনাদের আগামি জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি৷ এভাবেই ভালো থাকুন, আনন্দে কাটান মুহূর্ত গুলো। অনেক সুন্দর ভাবে মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 yesterday 

ভালোবাসা দিবসে আপনি কিভাবে কাটিয়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করেছেন আসলে ভালোবাসার মানুষ বকা দেবে ঝগড়া করবে অহেতুক ঝামেলা করবে সবকিছু মিলিয়ে আমাদেরকে চলতে হবে আপনি যদি সব কিছুই মিলিয়ে চলতে পারেন তাহলেই আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে।

হয়তোবা আপনার পছন্দের মেহেন্দি কিনতে পারিনি তাই আপনি ওনাকে বকা দিয়েছেন কিন্তু উনি বুঝতে পেরেছেন আপনার যে কোন জিনিস আপনার পছন্দ অনুযায়ী হওয়া উচিত ভালোবাসার মানুষগুলো একটু পাগল হয়ে থাকে তাই তো উনি আপনাকে পাগলের মতোই ভালোবাসে।

নিজের পছন্দের জিনিস কিনে নিয়ে আবার পার্লারের মধ্যে দুজন ভাগাভাগি করে খেয়েছেন সেখানে থাকা দিদিকে দিয়েছেন বিষয়গুলো অনেক বেশি সুন্দর আপনি ঠিকই বলেছেন ভালোবাসার শুধুমাত্র কাপল কিংবা স্বামী স্ত্রী এদের মধ্যেই সীমাবদ্ধ নয় ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সাথে ভালোবাসা বিনিময় করার জন্যই ভালোবাসা দিবস তৈরি হয়েছে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিবসকে ঘিরে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।