আশা - স্বরচিত কবিতা

in Incredible India7 days ago

বড় অদ্ভুত এই জগতে হঠাৎ করেই হাওয়া দেয়, হঠাৎ করেই থমকে যায় সবকিছু ।আবার হঠাৎ করেই কখনো ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। মাঝেমধ্যে প্রকৃতিকে নিজের মতন লাগে ।নিজের মতন লাগে প্রকৃতির প্রত্যেকটা অংশ। বিশেষ করে গাছেদের। এই খোলা আকাশকে নিজের সব থেকে কাছের মনে হয়। বহু দূরের কোন মাঠ মনে হয় আমার মতনই অনেক অনেক দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকে ।

প্রকৃতির ছয়টি ঋতুকে অবাক ভাবে দেখি। সব থেকে ভালো লাগে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে, যখন মেঘ নিজের সমস্ত যন্ত্রণা হাহাকার করতে করতে ঝরিয়ে ফেলে পৃথিবীর মাটিতে, ঠিক যেন আমার মতন ।আমাদের মতন।

আমরা যারা হঠাৎই এভাবে থমকে থাকার পরে একদিন অজস্র কান্না করি আর তারপরের মুহূর্তটা সবথেকে শান্তির লাগে। আমাদের অনুভূতি সকলের থেকে আলাদা ।আমরা সকলেই আলাদা। কেউ রাগে প্রকাশ করে ,কেউ অজস্র কান্না করে, কেউ চুপ করে থাকে।

কিন্তু আমাদের সকলের অনুভূতির সাথে এই প্রকৃতির যেন এক অসম্ভব সম্পর্ক আমি লক্ষ্য করি। মানুষে মানুষে সেই মিল না থাকলেও, প্রকৃতির সাথে আমাদের অদ্ভুত মিল রয়েছে, কারণ আমরা প্রকৃতির অংশ।

শীতের সকালে যখন কুয়াশা ঢাকে ঘুম ভেঙ্গে গেলে বারান্দায় ছুটে যায় সোজা। মন ভরে তাকিয়ে দেখি প্রকৃতির এক অদ্ভুত রূপ। ওই সময় সব থেকে বেশি মনে হয়,প্রকৃতির কত গভীর! এর ভেতরে কত গভীরতা রয়েছে! কত না বলা কথা রয়েছে! কত অন্ধকার রয়েছে !কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে গেছে। তখনো নিজের সাথে ওই সময়টার অনেকটা মিল খুজে পাই।

বসন্তের শিমুল পলাশ, তারপরের আমের মুকুল, বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টির সাথে যখন জুঁই ফুল পড়ে, শরৎকালে পদ্মের অস্বাভাবিক সৌন্দর্য সবকিছুই মনে হয় আমার সাথে খুব ভাব জমাতে চায়। সবকিছুকে কাছের মনে হয়। ঝরে পড়া পাতার যে দুঃখ সেটাও আমি দেখতে পারি ।আবার দেখতে পারি মরা গাছটা কিভাবে ঠাই হয়ে ধৈর্য ধরে স্বপ্ন দেখে।

স্বপ্ন দেখে নতুন পাতা গজানোর। স্বপ্ন দেখে নতুন রংয়ের। সেও আমার মতন আশাবাদী। আমিও কখনো হাল ছাড়ি না। বৃষ্টির মতন ঝমঝম করে ঝরে পরি। আমিও নিজেকে স্বপ্ন দেখতে শেখাই ।আশা রাখতে শেখাই নিজেকে । বোঝাই যে ,একদিন সব হবে ,যা হবে সেটাও হয়তো কোন এক সময় আর থাকবে না এবং তারপরে আবার নতুন কিছু হবে।

20250313_171402.jpg

আশা

যা ছিল ,সব হারিয়ে গেছে
নিখোঁজের খোঁজে।
গুটি গুটি পায়ে হেঁটে চলে পিঁপড়ে।
বৃষ্টি নামার আগে খুঁজে নিতে চায়
মেহগনির ফল ,
ঝড়ে - পড়া ফুল গুলো।

শিমূল খামতি রেখে যায় এ বছরে।
শেষ কিছু ফুল ওই ভাবেই পড়ে থাকে
গাছের গোড়ায়।
সব হারিয়ে নতুনভাবে স্বপ্ন দেখে বসন্ত।

ভেঙে পড়ে থাকা গাছটাতেও
অদ্ভুত ভাবে নতুন পাতা গজায়।
কচি কচি পাতাগুলোয় ভরতে থাকে গাছের ডাল ।
কিছুটা জোর করে হলেও সে বেঁচে থাকতে চায়
বসন্তের লড়াইয়ে ।

ওদিকে, মরা গাছে চড় পড়ে যায়।
পিঁপড়ে খুঁজতে বের হয় জলের হদিস ,
খোলা আকাশের হাওয়া ,
কিছু কচি সবুজ পাতা।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

20250313_171245.jpg

পাগলের মতন অনেক অনেক কথা বলে গেলাম। আসলে আমি জানিনা শুধু আমারই মনে হয় নাকি, তবে সব সময় আমি এটা অনুভব করি যে, প্রকৃতি যে ভাবে প্রকাশ করছে, আমিও যেন ঠিক সেভাবেই প্রকাশ করি। প্রকৃতির প্রত্যেকটা অংশের সাথে আমার নিজের সামঞ্জস্য মনে হয়। সব থেকে শান্তি লাগে এরকম মিল খুঁজে পেলে। ঠিক যেমন অচেনা শহরে পরিচিত কোন মানুষের মুখ দেখলে শান্তি লাগে, সেই রকম শান্তি আমারও হয়, যখন প্রকৃতির কোন অংশে নিজের অনুভূতিটুকু অবিকল দেখতে পারি।

উপরের লেখা কবিতাটা যখন মামার বাড়ি গিয়েছিলাম তখন লিখেছিলাম ।কবিতাটা নিয়ে আর কিছু বিবরণ দিচ্ছি না। আমাকে যদি প্রত্যেকদিন প্রকৃতির কাছাকাছি অর্থাৎ যে জায়গায় প্রকৃতি বেশি দেখা যায় ,সেসব জায়গায় বেশি রাখা হয় ,আমি যে আরো কত কিছু লিখে ফেলবো তার নেই ঠিক। যাই হোক আজকে এখানেই শেষ করছি।

Sort:  
Loading...
Loading...

🤗 Hello @isha.ish! Your content is inspiring! 💫

image

Hey friend! cur8 has a new front end in the works! 🚀 It's still a work in progress, but I'd love to hear your thoughts! 😊 View your post here

 2 days ago 

মানুষের জীবনে আশা-আকাঙ্ক্ষা সবকিছুই থাকে মানুষ চাইলেই কিন্তু সবকিছু সঠিকভাবে পরিবর্তন করতে পারে না তবে অবশ্যই মানুষের জীবনে আশা থাকা ভালো আপনি চমৎকারভাবে দারুন একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।