Weekly Engagement Report as a Moderator - by @isha.ish

in Incredible India10 days ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। সকলকেই ভ্যালেন্টাইন্স উইকের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য থাকলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা অনেক ভাল থাকুন ।ভালোবাসায় থাকুন। সকলকে ভালবাসুন। সকলকে নিয়ে চলতে শিখুন। মনের মধ্যে সমস্ত রকম হিংসে, অন্যের প্রতি রাগ, জেদ এই সমস্ত কিছু যেন নষ্ট হয়ে গিয়ে ভালোবাসার জন্ম হয় সবার মনে, এটাই কামনা করি।।

প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি আবারও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আমার এনগেজমেন্ট রিপোর্ট। গত সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে ১১ তারিখ অব্দি একজন মডারেটর হিসাবে এই কমিউনিটিতে আমি যা যা এক্টিভিটি করেছি , তার একটি রিপোর্ট আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি।।

1000203437.jpg

আগে আমি বুঝতে পারতাম না যে, এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করলে কি হয়। কেনই বা মডারেটররা এনগেজমেন্ট রিপোর্ট শেয়ার করে। কিন্তু বিগত কিছু সপ্তাহ নিজের এঙ্গেজমেন্ট রিপোর্ট শেয়ার করতে গিয়ে বুঝতে পারছি যে এই রিপোর্ট আমাদের কার্যাবলীর যেমন প্রমাণ ,ঠিক তেমনি আমি নিজেও বুঝতে পারি যে আমার প্রত্যেক সপ্তাহে আমি কি কি শিখতে পারছি এবং আমার কি কি কাজ থাকছে। নিজের কর্ম সম্পর্কে ঠিকঠাকভাবে অবগত হওয়া এবং সেটাকে রিভিজিট করাও একটা অনুশীলন এবং এই অনুশীলন থেকেও অনেক কিছু শেখা যায়।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

এখন কমিউনিটিতে যে কনটেস্টগুলি চলছে

এই মাসের প্রথম সপ্তাহ থেকেই কমিউনিটিতে আমরা মডারেটর যে কজন আছি ,পরপর নানান ধরনের কনটেস্টের আয়োজন করছি। প্রথম সপ্তাহে যেমন সম্পাদি @sampabiswas আয়োজন করেছিল এক অসাধারণ কনটেন্ট।

দ্বিতীয় সপ্তাহতে আমি একটি কনটেস্টের আয়োজন করেছি। আমাদের কমিউনিটিতে প্রত্যেক মাসে নানান ধরনের কনটেস্ট চলতে থাকে। এবারে যেহেতু দায়িত্ব আমাদের ওপর। তাই আমাদের এই গুরু দায়িত্ব রক্ষা করতেই হবে। আশা করছি আপনারা অনেকেই ইতিমধ্যেই কনটেস্ট সম্পর্কে অবগত এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি লিংকটি শেয়ার করলাম। কনটেস্ট খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। Valentines day অর্থাৎ 14 তারিখে এই কনটেস্ট শেষ হচ্ছে, তাই আপনারা অবশ্যই কনটেস্টে অংশগ্রহণ করুন।

যাই হোক ,এই সপ্তাহে আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এটাই ছিল যে, আমি একটি কনটেস্টের আয়োজন করব। আমি ভীষণ খুশি যে এই ভ্যালেন্টাইন্স উইকের সময়ই আমার দায়িত্ব পড়েছিল কনটেস্ট আয়োজন করার।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

গত দু সপ্তাহ জুড়ে ঠিকভাবে আমি এনগেজ থাকতে পারছিলাম না কমিউনিটির সাথে, যেহেতু আমি বাইরে ছিলাম ঘুরতে গিয়েছিলাম এবং এর সাথে আমার শরীরও খারাপ করে গিয়েছিল ফিরে আসার পরে। তাই আমার এনগেজমেন্টে অনেকটাই অসুবিধা হয়েছিল। এই সপ্তাহে আমি অনেক চেষ্টা করেছি আমার এনগেজমেন্ট বাড়ানোর। আমি পোস্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রেও চেষ্টা করেছি যাতে অনেকগুলো পোস্ট ভেরিফিকেশন করতে পারি।

প্রত্যেক সপ্তাহতেই খেয়াল করেছি পোস্ট ভেরিফিকেশন এর সময় অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। কিছু ক্ষেত্রে এমন হয় যে, আমি বোকার মতন ভুল করে বসি। সে সমস্ত কিছু আবার শুধরে নিই। এই সংশোধন করে নিতে কমিউনিটির মডারেটর এবং এডমিন দিদি আমাকে খুবই সাহায্য করে।

এই সপ্তাহে আমি যে কটি পোস্ট ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছি, তার নিচে লিস্ট দেওয়া হলো তারিখ সহ। লিস্ট অনুযায়ী আমি এই সপ্তাহে টোটাল ৪৬ টি পোস্ট ভেরিফিকেশন করেছি। আমি একটু হলেও শান্তি পেয়েছি যে আগের থেকে আমার এনগেজমেন্ট আমি একটু বাড়াতে পেরেছি।

DateNumber of post verification
5/2/20255
6/2/20256
7/2/202510
8/2/20257
9/2/20258
10/2/20255
11/2/20255
Total46

এই সপ্তাহে আমার ক্লাব সংক্রান্ত ব্যাপারে বেশ সমস্যা হয়েছে। ক্লাব নিয়ে আমি অনেকের ক্ষেত্রে দোটানাই ছিলাম। সে সমস্ত ডাউট ক্লিয়ার করতে আমাকে সাহায্য করেছে আমার খুব কাছের দিদি আমাদের এই প্ল্যাটফর্মের মডারেটর এবং কো এডমিন শম্পা দি @sampabiswas। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। এখনো অনেক কিছু শেখা বাকি আছে।। আশা করছি ভুল করতে করতেই এভাবে শিখতে থাকবো। আর নিজের অভিজ্ঞতার ভান্ডার আরো বেড়ে উঠবে।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

পোস্ট ভেরিফিকেশন ,মডারেশন করা, কমিউনিটিতে একটিভ থাকা ,এ সমস্ত কিছুর পাশাপাশি আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম পোস্ট শেয়ার করে থাকি এই প্লাটফর্মে। যেমনটা বলছিলাম গত দু সপ্তাহ জুড়ে আমার নিজের পোস্ট লেখার ক্ষেত্রেও খুব ঘাটতি হচ্ছিল। আমি এক একটি সপ্তাহে অনেকগুলো করে পোস্ট গ্যাপ দিয়েছিলাম। আর পোস্ট গ্যাপ দেওয়া মানে , সাপোর্ট কমে যাওয়া। এনগেজমেন্ট আপনারা যতটা বাড়াবেন এই প্লাটফর্মে, ঠিক ততটাই আপনারা সাপোর্ট পাবেন।

সেই মতো এই সপ্তাহে আমার এংগেজমেন্ট যেভাবে বেড়েছে ,তাতে আমার পোস্ট এর পরিমাণও বেড়েছে। আমি এই সপ্তাহে একটি দিন বাদে প্রত্যেকদিনই পোস্ট শেয়ার করেছি। আমার প্রত্যেকটি পোষ্টের লিংক তারিখ সহ নিচে দেওয়া হল।

DateLinks of my post
5/2/2025Weekly Engagement Report as a Moderator - by @isha.ish
6/2/2025ডিনারের মেনু
7/2/2025No post
8/2/2025Incredible India monthly contest of February #2 by @isha.ish, All about Love
9/2/2025শিব নিবাসে পুজো
10/2/2025নিজের আর্নিং থেকে ডায়মন্ড রিং
11/2/2025গোকুল পিঠে তৈরির রেসিপি

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

লেখার শেষে আমি এই কমিউনিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার দিদি কে @sduttaskitchen। যার তত্ত্বাবধানে আমি এবং এই কমিউনিটির প্রত্যেকটি ইউজার খুবই স্বাধীন ভাবে কাজ করে চলেছে। কোন কাজ ডিসিপ্লিন ছাড়া সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা কাজেই মানুষকে নিজস্ব স্বাধীনতা দেওয়া প্রয়োজন। এই প্লাটফর্মে আমি সেই লেখার স্বাধীনতাটা পাই। স্বাধীনতা পাই কথা বলার। স্বাভাবিকভাবে রাজা যদি সঠিক এবং সৎ হয় ,তাহলে প্রজাও সঠিক এবং সৎ পথ অবলম্বন করে। আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। প্রতিনিয়ত দিদির কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আরো শেখার ইচ্ছা বেড়ে চলেছে। তাই দিদিকে অনেক অনেক ভালোবাসা।

এর সাথেই আমার সহযোগী মডারেটর এবং এই প্লাটফর্মের কো এডমিন @sampabiswas দিদিকে ,সাথেই @tanay123 দাদা এবং @nishadi89 কে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সাহায্যতে আমি এই কমিউনিটির প্রতি আমার নিজের কার্যসম্পাদনে সক্ষম হতে পারছি।

Sort:  
Loading...
Loading...
 9 days ago 

আপনার এনগেজমেন্ট রিপোর্ট দেখে সত্যিই অনুপ্রাণিত হলাম। কমিউনিটির প্রতি আপনার দায়িত্ববোধ ও নিষ্ঠা প্রশংসার যোগ্য। বিশেষ করে কনটেস্ট আয়োজন এবং পোষ্ট ভেরিফিকেশন এর কাজে আপনার আন্তরিক প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়।

এছাড়া আপনার নিজের লেখালেখি ও এনগেজমেন্ট ধরে রাখার যে প্রচেষ্টা সেটিও দারুণ। আপনার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করলে সফলতা আসবেই।

আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনি এভাবে আরও এগিয়ে যাবেন এবং কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ অবদান থাকবেন।