Weekly Engagement Report as a Moderator - by @isha.ish

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা,

20250126_144845.jpg

আশা করছি আপনারা সকলে ভাল আছেন। প্রতি সপ্তাহের মত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার গত সপ্তাহের কার্যাবলী। অর্থাৎ এই কমিউনিটির একজন মডারেটর হিসেবে আমি গত ১২ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি যা যা কাজ করেছি, তার রিপোর্ট আজকে আমি পাবলিশ করছি।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

প্রথমে বলতে চাই কমিউনিটিতে গত দুই সপ্তাহে আমার এংগেজমেন্ট এ আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কনটেস্ট আয়োজন করা এবং তারপরে উইনার সিলেক্ট করে ,সেটা অ্যানাউন্স করা।

বেশ দু তিন বছর আগে আমার একটা অভ্যাস ছিল যখন আমি কনটেস্ট আয়োজন করে উইনার অ্যানাউন্স করতাম। কিন্তু এই অভ্যাসটা অনেকদিন ধরেই নেই। তাই এইবারে যখন আমি কনটেস্টের আয়োজন করি তখন যেমন আমার ভয় লাগছিল, ঠিক সেরকমই কনটেস্টের টাইম আউট হয়ে যাবার পর, উইনার সিলেক্ট করার সময় আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না।

উইনার অ্যানাউন্সমেন্ট পোস্টগুলো আমি এর আগেও দেখেছি।। আমাদের কমিউনিটিতে প্রত্যেকটা কনটেস্ট যেভাবে সুন্দর করে আয়োজন করা হয় এবং পোস্টের উপস্থাপনা গুলি এত সুন্দর হয়, আমার সেটা শেখার ইচ্ছা ছিল। এমনকি উইনার অ্যানাউন্সমেন্ট এর যে পোস্টগুলো কমিউনিটি কর্তৃক করা হয়। সেখানেও পোষ্টের উপস্থাপনা খুবই সুন্দর। তাই আমিও সেরকম চাইছিলাম। যেহেতু এই মাসে দ্বিতীয় সপ্তাহে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল কনটেস্ট এর আয়োজন করার, তাই আমি সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে চেয়েছিলাম।।

উইনার সিলেকশন থেকে শুরু করে এনাউন্সমেন্ট এর পোস্ট সমস্ত কিছুতে বেশ পরিশ্রম হয়েছিল। যেহেতু একেবারেই প্রথম। তাই যেমন ভয় কাজ করছিল ঠিক তেমনি জিনিসটাকে সুন্দর করার এক প্রচেষ্টা ছিল। এরকমও হয়েছে আমি মার্ক ডাউন বুঝতে না পেরে অনেক কিছু এপ্লাই করে করে মার্ক ডাউন গুলোকে ঠিক করেছি।।

এর সাথেই কনটেস্টে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এত সুন্দর লিখেছিলেন যে তাদের মধ্যে থেকে কিছু জনকে বাছাই করা খুবই অসুবিধার ছিল। আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের প্ল্যাটফর্মে এত সুন্দর সুন্দর লেখা রয়েছে। আমি সত্যিই সবার লেখা পড়ে খুবই উৎসাহ পেয়েছিলাম। সকলে যে আমার আয়োজিত কনটেস্ট টিকে এতটা সাপোর্ট করবে আমি ভাবতে পারিনি। তাই আমি সকলের কাছে খুবই কৃতজ্ঞ।

কনটেস্ট আয়োজন থেকে শুরু করে উইনার অ্যানাউন্সমেন্ট অব্দি আমাকে খুব পরিমাণে হেল্প করেছে আমাদের কমিউনিটির এডমিন ও ফাউন্ডার দিদি @sduttaskitchen এবং কো-এডমিন @sampabiswas দিদি। তাই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে শেখার শেষ নেই। এত এত কিছু জানার আছে, আর প্রতিনিয়ত আমাদের এডমিন দিদি সেটা সুযোগ করে দিচ্ছে। দিদি যে আমাদের প্রত্যেক মডারেটরকে এই মাসে সুযোগ করে দিয়েছে কনটেস্ট আয়োজন করার ,তার জন্য আমি সত্যিই অনেক ধন্যবাদ জানাই।। এই কারণেই আমরা সমস্ত কিছু শিখতে পারছি।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আমাদের @sduttaskitchen এডমিন দিদির আয়োজিত একটি মান্থলি বাজেটের কনটেস্ট চলছে।আমাদের এডমিন দিদির আয়োজিত কনটেস্ট ২২ শে ফেব্রুয়ারি অব্দি রয়েছে,সেই লিংক দিয়ে দেওয়া হলো।

@tanay123 দাদার কনটেস্টের সময়সীমা ২১ শে ফেব্রুয়ারী। আমি এখানে সমস্ত লিংক দিয়ে দিলাম। বর্তমানে এখন কমিউনিটিতে আমাদের মডারেটর দাদা আয়োজিত একটি ফটোগ্রাফি কনটেস্ট চলছে ।

এই দুটি অসম্ভব সুন্দর বিষয়ের উপর আমি সবাইকে রিকোয়েস্ট করব এই কনটেস্টগুলিতে অংশগ্রহণ করার জন্য।

এবার ব্যাপার হলো অনেকেই কনটেস্ট এর ক্ষেত্রে কনটেস্ট এ অংশগ্রহণ করার সময় টাইটেলটা ঠিক দিচ্ছেন না ।এটা আমি লক্ষ্য করলাম এই সপ্তাহে। তাই আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই সবাই টাইটেল এবং হ্যাশট্যাগগুলো ঠিকঠাক করে দেবেন। কনটেস্টের রুলসগুলো ফলো করবেন। নইলে এন্ট্রি ইনভেলিড হবে।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আপনারা দেখতেই পাচ্ছেন গত সপ্তাহে আমি কত তারিখে কতগুলো করে পোস্ট ভেরিফিকেশন করেছি ,সেটা নিচের চার্টে । ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে ১৮ তারিখ অব্দি চার্ট অনুসারে মোট ৫৫ টি পোস্ট আমি ভেরিফিকেশন করতে পেরেছি।

DateNumber of post verification
12/2/20259
13/2/20258
14/2/20258
15/2/20259
16/2/202510
17/2/20256
18/2/20255
Total55

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

এর পাশাপাশি আমি নিজস্ব আইডি থেকে আমার পোস্ট শেয়ার করে থাকি। এই সপ্তাহে আমি টোটাল ছটি পোস্ট শেয়ার করেছি। শুধুমাত্র একটি দিন গ্যাপ দিয়ে। সমস্ত পোস্টের লিংক নিচে তারিখসহ দিয়ে দেওয়া হলো। আপনারা লিংকে ক্লিক করে সেই পোস্টগুলি চেক করতে পারেন।

DateLinks of my postThumbnail
12/2/2025লিংক17399825989713147417580399501919.jpg
13/2/2025No postNo post
14/2/2025লিংক17399828843333048675300321917010.jpg
15/2/2025লিংক1739985850108160966557837020987.jpg
16/2/2025লিংক17399859566042503666373896570146.jpg
17/2/2025লিংক17399860205751335586275764328333.jpg
18/2/2025লিংক17399861146532993498286106695392.jpg

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

একজন মডারেটর হিসেবে নিজের পোস্ট শেয়ার করার পাশাপাশি কমিউনিটির অনেক রকম দায়িত্ব পালন করতে হয়। সব থেকে বড় দায়িত্ব থাকে পোস্ট ভেরিফিকেশন করা। অনেকে মনে করেন আমরা হয়তো মডারেটররা কোনরকম কিছু না দেখেই পোস্টে কমেন্ট করে পোস্ট ভেরিফিকেশন করি। কিন্তু একদম সেটা ভুল।

কারণ আপনারা জানবেন আমরা প্রত্যেকটা ধাপ ফলো করে থাকি। আপনার পোস্টটি এআই জিপিটি ফ্রী কিনা , plagiarism ফ্রি কিনা, স্টিম এক্সক্লুসিভ কিনা, আপনি কোন ক্লাবের আওতায় ভুক্ত আছেন ,সমস্ত কিছু আলাদা আলাদা করে দেখা হয়। সাথে দেখা হয় আপনার Voting CSI । তারপর আপনার পোষ্টের কোয়ালিটি অনুযায়ী আমরা কমেন্ট করে থাকি। তাই কমিউনিটিতে যেগুলো নিষিদ্ধ রয়েছে, সেগুলো খেয়াল রাখুন।

সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই, আমার সহযোগী মডারেটরদের , সাথে এডমিন এবং কো এডমিন দিদিকে অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য।

Sort:  
Loading...
Loading...
 2 days ago 

একজন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছেন সেই সাথে কমিউনিটির মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছেন এটা দেখেই ভালো লাগছে সবাই নিজের জায়গা থেকে কমিউনিটির মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে।

কমিউনিটির মধ্যে যখন প্রতিযোগিতা থাকে তখন বিভিন্ন জায়গা থেকে পোস্ট কমিউনিটির মধ্যে পড়ে যার কারণে কমিউনিটি এগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায় এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় অসংখ্য ধন্যবাদ আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।