এবারের ডিসেম্বর

in Incredible India23 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আমিও এখন সুস্থ আছি। মনের দিক দিয়েও চাপ একটু কম থাকায়, একটু শান্তি লাগছে।

ডিসেম্বর মাস আমার সব থেকে পছন্দের মাস। ছোটবেলা থেকে ডিসেম্বর মাস আমি খুবই পছন্দ করি। এর পিছনে অনেক কারণ আছে। তার প্রধান কারণ হলো আমার জন্মদিন থাকে। যদিও একদম মাসের শেষে গিয়ে জন্মদিন। তাও ডিসেম্বর আসলেই অর্থাৎ ১ তারিখ থেকে আমার লাফালাফি শুরু হয়ে যায়। আমি নিজের জন্মদিন নিয়ে প্রত্যেক বছর খুব এক্সাইটেড থাকি। ছোটবেলা থেকেই এই একটা রোগ আমার ভেতরে রয়েছে। বাড়ির লোকজন কি করল তা আমার মাথা ব্যাথা নেই, তবে নিজের জন্মদিন নিয়ে আমার প্রত্যেক বছরই বেশ উত্তেজনা থাকে।

1000180792.jpg

আর দ্বিতীয় কারণ হল এই মাসে আমার বাবারও জন্মদিন থাকে। তাই ডিসেম্বর আমার আরো বেশি ভালো লাগে। আর তৃতীয় কারণ হলো, আমি ছোটবেলা থেকেই মিশনারি স্কুলে পড়েছি। ক্রিশ্চিয়ান মিশনারী স্কুলে পড়ার কারণে আমি বোধহয় আধা ক্রিশ্চিয়ান হয়ে গিয়েছিলাম। ওদের সমস্ত কিছু নিয়ম রীতি আমাদেরও শিখতে পড়তে হয়েছে। আর এর পাশাপাশি আমাদের স্কুলে পুজোর ছুটি কম থাকলেও ছুটি থাকতো গোটা ডিসেম্বর মাস। সাথেই বড়দিন পালনের একটা আলাদাই ব্যাপার ছিল।

ছোটবেলা থেকে বাইবেল এবং বিভিন্ন ধরনের নীতি শিক্ষার বই পড়ে বড় হয়েছি। এ কথা ঠিক যে আমাদের স্কুল আমাদের ডিসিপ্লিন এবং নীতি শিক্ষা খুব সুন্দর ভাবে দিয়েছে। গোটা ডিসেম্বর মাস ছোটবেলা থেকেই ছুটি পেতাম বলে ডিসেম্বর মাসেই আমার যত ঘুরতে যাওয়া থাকতো। এ কারণেও ডিসেম্বর মাস আমার অত্যন্ত পছন্দের।

1000176750.jpg

কিন্তু এবারের ডিসেম্বর মাস আমার পরীক্ষা দিতে দিতেই চলে গেছে। পরীক্ষার আগে থেকে যেভাবে চাপে ছিলাম পরীক্ষা চলে আসার পর মনে হচ্ছিল মাথায় বাজ পড়ছে। অবশেষে যেদিনকে পরীক্ষার দিন আসলো। সেদিনকে তো ভয়ে আমি রীতিমতো কাঁপছি। কারণ সেভাবে সমস্ত কিছু তৈরি ছিল না।। কিন্তু পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে।

পরীক্ষার দিনগুলোতে কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সিট পড়েছিল আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তাই গাড়ি করেই যেতে হয়েছিল। আমি আর আমার বন্ধুরা মিলে বেশ মজা করতে করতে পরীক্ষা দিয়েছি। একদিনে দুটো করে পরীক্ষা থাক। বাড়ি থেকে বেরিয়ে যেতাম এগারোটার মধ্যে। আর বাড়ি ফিরতাম পাঁচটার সময়। পরীক্ষার মাঝে এক ঘন্টার ব্রেক থাকতো।

1000180793.jpg

আর ওই সময় জমিয়ে মাঠে বসা হত রোদের মধ্যে। এর সাথেই পরীক্ষা নিয়ে নানারকম কথাবার্তা হতো। আজকে প্রায় অনেকদিন হয়ে যাচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে।। কিন্তু পরীক্ষার দিন গুলো খুব মনে পড়ছে। সত্যিই পরীক্ষার চাপ থাকলেও খুব মজা হয়েছিল। আজকে শুধুমাত্র এটুকুই শেয়ার করলাম বাকি আরো অনেক কিছু, এ নিয়ে শেয়ার করব পরের দিন।

Sort:  
 23 days ago 

আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম ।
ডিসেম্বর মাসের শেষের দিক আপনার জন্মদিন । আরও একটা বিষয় আপনার পোস্টে আমি লক্ষ্য করলাম, এই ডিসেম্বর মাসে আপনার পিতার ও জন্মদিন, এটা কিছু মানুষের সাথে হয়ে থাকে। যেটা আপনার সাথে হয়েছে। সত্যি আপনি অনেক
সৌভাগ্যশালী একটা মানুষ। এই ডিসেম্বর মাস টা সর্বদাই আপনার জন্য সুখের হোক এই দোয়াই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাডভান্স হ্যাপি বার্থডে 🎉 🎈 🎉

Loading...
Loading...
 22 days ago 

আপু আপনার পোস্ট পড়ে সত্যিই খুব ভালো লাগলো। ডিসেম্বর মাসের প্রতি আপনার ভালোবাসা আর ছোটবেলার স্মৃতিগুলো এমন সুন্দরভাবে শেয়ার করেছেন যে, পড়তে গিয়ে আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল।

জন্মদিন নিয়ে আপনার উত্তেজনা আর ভালো লাগার অনুভূতি একদম হৃদয়গ্রাহী। প্রত্যেক বছরের এই বিশেষ দিনগুলো আমাদের জীবনে সত্যিই ভীষণ আনন্দের। আর বাবার জন্মদিনের মতো মধুর মুহূর্তগুলোও আপনার ডিসেম্বর মাসকে আরও বেশি বিশেষ করে তুলেছে।

মিশনারি স্কুলের স্মৃতি, বড়দিনের আনন্দ, আর ডিসিপ্লিনের শিক্ষা সব কিছু মিলিয়ে আপনার শৈশবের ডিসেম্বর সত্যিই অনন্য ছিল। আর এবারের পরীক্ষা দেওয়ার দিনগুলো, চাপের মধ্যেও বন্ধুদের সাথে মজা করে কাটানো সময়গুলো জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে।

পোস্টের ছবিগুলোও খুব সুন্দর।আপনার পরীক্ষার অভিজ্ঞতা এবং ছোটবেলার আনন্দময় স্মৃতিগুলো এত সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল জন্মদিনে অগ্রীম শুভেচ্ছাও জানিয়ে রাখছি।

আপু আপনার লেখাগুলো পড়ে সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে।