পুজোর আগের কেনাকাটা - আরও একটি পর্ব

in Incredible India4 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন।আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আবারও পুজোর আগের কেনাকাটার কথা । তবে এই পুজো কিন্তু দুর্গা পুজো নয় ।এই পুজো আসলে আমার বাড়ির বুদ্ধ পূর্ণিমা পুজো। যেটা ছিল মে মাসের ১২ তারিখে।

একটা বাড়িতে পুজো হলে কেনাকাটা ,বাজার ঘাট একটা বিশাল বড় ব্যাপার ।যার ওপর এই গুরু দায়িত্ব থাকে, সেই বোঝে এটা কত বড় দায়িত্ব ।কেনাকাটাতে ভুল হলে বিভিন্ন রকম সমস্যা, সে নিয়ে না হয় পরে কথা বলছি।

20250822_122805.jpg

তবে যেহেতু বুদ্ধ পূর্ণিমার পুজোর দিনকে আমাদের বাড়িতে আমাদের ওপরের ঘরগুলোতেও পুজো হয়েছিল, তাই পুজোর ধকলটা প্রচন্ড পরিমাণে ছিল।। ওপরের ঘরগুলোতে অনেকটা গৃহপ্রবেশের মতনই পূজো হবে, সাথে লোকজন কেউ বলা হবে। এ কারণে ওপরের লাইট ফ্যান আর রং দিয়ে শুধু কাজ চলবে না, সাথে লাগে আরো অনেক কিছু ,একটা ঘর সাজাতে যা যা দরকার পড়ে।।

ওদিকে আমার ঘরে বিছানাটাও সেট করে দেয়া হয়েছে। কিন্তু বাকি আছে আরো অনেক কিছু ।যেগুলো কেনা একান্ত জরুরী। ওই সময় হট করে কিনে ফেলা ওয়াশিং মেশিন, এসি আর মাইক্রোওভেনের কথাও আমি উল্লেখ করেছিলাম একটা কেনাকাটার পোস্টে।

সত্যি বলতে একতলার ঘরের থেকে দোতালায় গরম হয় খুব বেশি ।সে কারণে এসিটা অত্যন্ত জরুরী ছিল। তাই পুজোর আগে সেটাও কিনে নিতে হয়েছিল। যেহেতু মে মাসটা প্রচন্ড পরিমাণে গরম। মানুষজন আসলে কূলকিনারা পাবে না। তাই এসিটা আমার মনে হয় খুব প্রয়োজনীয় ছিল, তাই কিনে ফেলেছিলাম।

১২ই মে পূজো ছিল। এ কারণে বাড়িতে তার কিছুদিন আগে থেকেই একটা বিশাল হুটোপাটা শুরু হয়ে গিয়েছিল ।যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। আমি আগেই বলেছি পুজোর আগে অনেক কাজ হচ্ছিল একসাথে, তাই আমার মা-বাবা হিমশিম খেয়ে যাচ্ছিল। বাড়ির যাবতীয় সমস্ত কিছুর খেয়াল রাখতে হচ্ছিল আমাকে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা কেনাকাটা ,পুজোর বাজার সব আপনাদের সাথে শেয়ার করে আসছি। গত পরশুদিন যেমন পর্দা নিয়ে কথা বলেছিলাম।

20250507_140221.jpg

সেই সাথে সেদিন আরো কিছু জিনিস কিনতে হয়েছিল। খুব স্বাভাবিকভাবে ওপরে ফ্লোর এর জন্য ম্যাট কিনতে হবে। মানুষজন আসবে ঘর নোংরা হবে, ম্যাট থাকলে পা পরিষ্কার করে মানুষ ঘরে ঢুকতে পারবে।

তাই পর্দা হয়ে যাবার পর আমার চোখ পড়ল ম্যাটের দিকে। পর্দা যে দোকান থেকে কিনেছি সে দোকান এরই কথা বলছি । দোকানদারের সাথে পর্দা নিয়ে সমস্ত ডিসকাশন হয়ে গেলে, আমি ওদেরকে কিছু ম্যাট দেখাতে বললাম। ওরা অনেক সুন্দর সুন্দর ম্যাট আমাকে দেখালো ।

20250507_145132.jpg

কিন্তু আমার টার্গেট ছিল যে ম্যাটগুলো এমন হতে হবে যেন পিছলে না যায় । এরকম অনেক ম্যাট রয়েছে অনেকদিন ধরে ব্যবহার করতে করতে এমন হয়ে যায় যে, পা পড়লে স্লিপ কাটে ।আমি সেরকম একদম চাইছিলাম না । এটাতো একটা বড় এক্সিডেন্ট হতেই পারে। এমনকি আমি অনেকবার স্লিপ কেটেছি ।তো সেটা বুঝে আমার পছন্দ মতো আমি খুব সুন্দর ম্যাট কিনেছি। সেটা ঘরের মেঝের টাইলস এর সাথে পুরো স্টিক হয়ে লেগে থাকে। ম্যাটের নিচে রাবারের মতন অংশ রয়েছে।

20250507_145142.jpg

পর্দার কাজ হয়ে গেল ম্যাটের কাজ হয়ে গেল ।এবার হঠাৎ করে চোখে পড়ল বেক কভার। আমি ভীষণ পরিমাণে সাদা ধরনের বেড কভার পছন্দ করি ।সাদার উপর ছোট ছোট প্রিন্টেড বেড শিট আমার অত্যন্ত পছন্দের। এ কারণে নিজের পছন্দমত একটা বেড কভার বালিশের ওয়ার্ সহ এত পছন্দ হলো যে, আমি নিতে বাধ্য হলাম। মোটামুটি বেড কভার টা প্রাইস পড়েছে ৬৫০ টাকা ।প্রায় ৫০ স্টিম। আর ম্যাট কিনেছি ২০০ টাকা করে পাঁচ পিস।১৫ স্টিম মতো।

আজ এখানেই শেষ করছি। আবারো বাড়ির পুজোর আগের কেনাকাটা নিয়ে অন্য দিন আলোচনা করব।।

Sort:  
Loading...
Loading...