Better Life with Steem||The Diary Game||30th december 2023|| Today was a very busy day.

in Incredible Indialast year (edited)

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলোঃ আজকের দিনটা খুব ব্যস্ত সময়ের মধ্যে কেটেছিল।

আমি প্রতিদিনের ন্যায় আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। সকালবেলা উঠে প্রতিদিনের মতো ব্রাশ করি এবং ব্রাশ শেষে কিছু সময় পর সকালের নাস্তা সম্পূর্ণ করি আর সকাল বেলা নাস্তা হিসেবে ছিল ভাত এবং ভাতের সাথে ছিল মাছের তরকারি এবং শাক ভাজি। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা টা ভালই ছিল।

IMG_20231230_192354.jpg

সকালের নাস্তা সম্পূর্ণ করে প্রতিদিনের মতো আমার স্কুলে চলে যায় ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে। স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে সকাল ৯ টা হতে সাড়ে দশটা পর্যন্ত প্রাইভেট পড়ায়। যেহেতু ডিসেম্বর মাস তাই এখন স্কুল বন্ধ। তাই স্কুলে এখন ক্লাস নেই। কিন্তু প্রাইভেট পড়ায়। ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষ করে সরাসরি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার সময় সাইফুল মাস্টারের সাথে দেখা হয়।

সাইফুল মাস্টারের সাথে দেখা হলে সাইফুল মাস্টার আমাকে বলে আজকে নাকি নির্বাচনের মিটিং হবে। যেহেতু সামনে নির্বাচন এই উদ্দেশ্যে আমাদের কাজিপুরের এমপি তানভীর শাকিল জয় সাহেব রোজি আমাদের এলাকায় আসে। তাই বললাম ঠিক আছে চলেন তাহলে মিটিংয়ে যাওয়া হোক।

IMG_20231230_190838.jpg

তাই আমিও সাইফুল মাস্টার দুইজনে মিটিংয়ে চলে যায়। মিটিংয়ে চলে গিয়ে সেখানে গিয়ে কিছু ছবি তুলি। ছবিতে আমি এবং সাইফুল মাস্টার পাশাপাশি বসে রয়েছি। আমাদের ছবির পাশাপাশি আরো কিছু ছবি তুলে রেখেছি। আপনারা ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছবিতে অনেকগুলো মহিলা আর ছেলে মানুষ খুবই কম।

IMG_20231230_190857.jpg

কারণ মেয়েদের উদ্দেশ্যে এই মিটিং টা ডাকা হয়েছে। যাইহোক এ সময় আমি কিছু ছবি তুলে রেখেছিলাম ছবি তোলা শেষ করে আমিও সাইফুল মাস্টার প্রায় এক ঘন্টা যাবৎ জয় সাহেবের বক্তব্য শুনেছিলাম।জয় সাহেব ১ ঘণ্টা যাবৎ বিভিন্ন বিষয়ে অর্থাৎ নির্বাচন বিষয়ে এবং এলাকার উন্নতি বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলে। এক ঘন্টা পর মিটিং শেষ হয়।

তখন মিটিং শেষ করে আমিও মাস্টার সাহেব বাড়ির উদ্দেশ্যে চলে আসি। বাড়িতে চলে এসে দুপুরে গোসল করি এরপর দুপুরের খাবার কমপ্লিট করি। দুপুরের খাবার হিসাবে ছিল ভাত এবং ভাতের সাথে ছিল গরুর মাংস। আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটাও ভালো ছিল।

IMG_20231230_191241.jpg

দুপুরের খাবার কমপ্লিট করে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং বিশ্রাম নেওয়ার মাঝেই আমি শুনতে পারলাম ছোট ভাই জাকারিয়া নাকি সিলেট হতে বাড়িতে এসেছে। তাই সরাসরি জাকারিয়াকে মেসেঞ্জারে কল দিলাম। তখন ছোট ভাই জাকারিয়ার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললাম প্রায় ৪০ মিনিট। এবং কথা শেষে জাকারিয়াকে দুপুরে বিকালে দেখা করতে বললাম।

IMG_20231230_192450.jpg

কিন্তু জাকারিয়া দুপুরে দেখা না করে সন্ধ্যার দিকে দেখা করে। তখন সন্ধ্যার দিকে দেখা করে বাইনান্সে ট্রেডিং এর ব্যাপারে কথা চলে এবং মাইনিং সাইড এবং সাতোশি নিয়ে বিভিন্ন বিষয়ে অনেকক্ষণ কথাবার্তা চলে। কথা বলার সময় একটা পিক তুলে রাখি। যেহেতু সন্ধ্যার পর ছবিটা তুলেছি তাই ছবিটা বেশি ক্লিয়ার না । যাইহোক বিভিন্ন বিষয়ে কথা বলে আমরা যার যার মত বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে পরিবারের সাথে রাতের খাবার সম্পূর্ণ করি এবং রাতের নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ি।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন । ভালো থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ।

  10% beneficiaries to meraindia 

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে দিনলিপি শেয়ার করার জন্য। আপনি আজ সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রাইভেট পড়াতে গেলেন।সেখান থেকে নির্বাচনের মিটিংএ যোগদান করলেন।
এরপর দুপুরে খাবার খেলেন,এরপর সন্ধ্যায় মাইনিং সাইট ও বাইন্যান্স নিয়ে বন্ধুর সাথে আলোচনা করলেন।
ভাল লাগল আপনার পোস্টটি।ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট এত সুন্দর করে পড়ে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Loading...

নির্বাচনের সময় রাজনৈতিক দলের প্রার্থীরা প্রায় রোজই দেখা দেয়। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তাদের আর দেখা মেলে না। আমাদের দেশে তো এই হাল। আপনাদের দেশের রাজনৈতিক অবস্থা অবশ্য আমি অতটা জানিনা। জাকারিয়া যে আপনার ছোট ভাই এই প্রথমবার আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ভালো থাকবেন। আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

 last year 

এই অবস্থা প্রায় সব এলাকাতে দেখা যায়। বিশেষ করে নির্বাচনের সময় নেতা একটু ঘন ঘন আসে। কিন্তু তারপর আমাদের প্রিয় নেতা তানভির শাকিল জয় ভাই আমাদের এলাকায় ভালো উন্নতি করেছে। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

 last year 

আপনার পোস্ট পড়ে জানলাম আপনি জাকারিয়া ভাইয়ের বন্ধু। খুব ভালো লাগলো জেনে। সকালে আপনি নাস্তা শেষে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে স্কুলে চলে গেলেন। অতঃপর সেখান থেকে এক রাজনৈতিক বক্তৃতায়। বিকেলে আপনার বন্ধু জাকারিয়া ভাইয়ের সাথে বাইন্যান্স,সাতোসী ও মাইনিং নিয়ে অনেক
আলোচনা করলেন। বেশ ব্যস্ত দিন পার করলেন আপনি। এবং আমাদের সাথে শেয়ার করলেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য ভালো থাকবেন। আর পোস্ট টা ভালো করে পড়েন নাই। জাকারিয়া আমার ছোট ভাই হয়।