শৈশব জীবনে মেহেদী পাতার কথা কি মনে পড়ে,,, আমার তো কালকে মনে পড়েছে অনেক বেশি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,,, আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন,,, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,,, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি,,, আজ আবারো আপনাদের মাঝে চলে আসলাম কিছু মুহূর্ত নিয়ে,,, গত দুই দিন আগে আমি আমার ভাইয়ের এখানে এসেছি,,, সেখান থেকে কিছু ভালো সময়ের মুহূর্ত শেয়ার করব আপনাদের মাঝে।
মনে কি পড়ে ছোট্ট বেলার সেই গাছের মেহেদী হাতে দেওয়ার মুহূর্ত,,, মনে কি পড়ে সবাই এক সাথে আগে গাছের মেহেদী পাতা নিতে যাওয়ার মুহূর্ত,,, আমার কিন্তু গতকাল অনেক বেশি মনে পড়ে গিয়েছে,,, আমরা কালকে মেহেদির পাতা নিতে গিয়েছিলাম,,, সেই সময় কিছু ছবি ধারণ করা ছিলো যে ছবি গুলো শেয়ার করছি।
গাছের মেহেদী সবাই কম বেশি পছন্দ করি,,, এবং একটি সময় ছিলো গাছের মেহেদী আমরা সবাই ব্যবহার করেছি,,, যতো দিন যাচ্ছে ততই উন্নতি আমরা দেখতে পাচ্ছি,,, ছোট্ট বেলাতে গাছের মেহেদী পেড়ে নিয়ে এসে নিজেদের জন্য ব্যবহার অনেক হয়েছে,,, কিন্তু যতো দিন যাচ্ছে সেই জিনিস গুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে।
আগে বেশির ভাগ বছরের দিনে ঈদের সময় গাছের মেহেদী গ্রাম গঞ্জে প্রত্যেকটি বাড়ি ব্যবহার করত,,, আমি নিজেও ব্যবহার করেছি অনেক,,, পাড়ার সব ভাই বোন এক হয়ে এই মেহেদী পাতা বাটার পরিকল্পনা করেছি,,, কিন্তু বর্তমান সময়ে এসে এখন এই জিনিসটা দেখা যায় না,,, মেহেদী পাতা গাছে তো আছে অনেক,,, কিন্তু মানুষের সময় নেই গাছের মেহেদি ব্যবহার করার মতো।
এখন টাকা দিয়ে দোকান থেকে রেডিমেড মেহেদী নিয়ে এসে সবাই ব্যবহার করে,,, কিন্তু একটি সময় এই রেডিমেড মেহেদী গুলো ব্যবহার হতো না,,, এবং সত্য কথা বলতে গাছের মেহেদী যতটা সুন্দর লাগে,,, ততটা সুন্দর রেডিমেড মেহেদীতে লাগে না,,, এটা আমার কাছে তো পছন্দ হয় না তো আপনাদের কেমন লাগে সেটা জানা নেই।
কালকে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই কাজে চলে এসেছিলাম,,, এবং গাছের মেহেদী এখানে আছে এটা আমার জানা ছিলো না,,, তবে আমার বড় ভাই মাঝে মধ্যেও নাকি,,, এখান থেকে গাছের মেহেদি নিয়ে ব্যবহার করে,,, এবং কালকে আমার বলছিল গাছের মেহেদি পাড়ার কথা,,, কিন্তু আমি গাছ খুঁজছিলাম কারণ গাছটি কোথায় আছে আমার জানা ছিলো না।
এবং আমার ভাই বলল আমি সাথে যাচ্ছি সাথে আরো কিছু ভাই চলে আসে,,, এক কথা বলতে আমরা যে সকল মানুষ কাজ করি সবাই চলে আসে আমাদের সাথে,,, এবং সেখানে গিয়ে একটি গাছ আমাকে দেখিয়ে দিলো,,, এবং আমি অনেকটা অবাক হয়েছিলাম এখানে গাছের মেহেদী ও আছে,,, আসলে হয়তো বা আমাদের মতো বাংলাদেশের মানুষেরা এই গাছটি রোপন করেছিল,,, অবশ্যই সেটি আমার জানা নেই,,, যাই হোক কোনো এক জন মানুষ তো রোপন করছে এই গাছটি।
এবং আমি গাছটি ধরে নিচের দিকে নিয়ে এসেছিলাম এক হাত দিয়ে গাছটি ধরে রেখে ছিলাম,,, এবং আমাদের সাথে যে ভাইয়েরা ছিলো সবাই গাছের পাতা গুলো পাড় ছিলো,,, বিষয়টি আমার কাছে একটি আনন্দের মুহূর্ত হয়ে ওঠ,,, কারণ বিদেশের মাটিতে গাছের মেহেদী পেয়েছি এটা সত্যি একটি আনন্দের মুহূর্ত,,, এবং মেহেদী পাতা নিতে নিতে আমরা সবাই গল্প করছিলাম।
আমার ভাই বলছিল আমাকে এই গুলো ব্যবহার করতে হবে না,,, কারণ সে তার মাথায় দিতে চেয়েছে কারণ মেহেদী পাতা চুলের জন্য অনেক উপকারী,,, আমি তাকে বলেছিলাম অল্প একটু দিতে কারণ আমি একটু হাতে দেবো,,, কিন্তু রুমে যাওয়ার পরে আমাদের ব্যস্ততার কারণে সে গুলো এখনো পড়ে আছে,,, এবং আজকে একটু সময় বের করে অবশ্যই পাতা গুলো ব্যবহার করব আমরা।
যাইহোক বন্ধুরা গাছের মেহেদি পাতা নেওয়ার সময় কিছু ছবি ধারণ করা হয়েছিল,,, যে ছবি গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি,,, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না,,, কারা কারা গাছের মেহেদী ব্যবহার করেছেন,,, আমি কিন্তু আমার শৈশব জীবনে অনেক বার ব্যবহার করেছি মেহেদী পাতা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
আমি তো প্রথমে ভেবেছিলাম মেহেদি পাতার মাথায় লাগিয়েছেন যেমনটা আপনার চুল দেখে বোঝা যাচ্ছিল কিন্তু পরবর্তীতে পোস্ট পড়ে বুঝতে পারলাম অন্য কিছু,, ভাইয়ের কাছে গিয়েছিলেন বেশ কিছুদিন পরে আজ সবাই অনেক বেশি মজা করেছেন আনন্দ করেছেন আর ফিরে গিয়েছিলেন শৈশবে মেহেদী পাতাগুলো দেখে,
আপনার লেখা পড়ে তো আমি আমার সেই পুরনো দিনে ফিরে গেলাম একটা সময় ছিল যখন নক থেকে কখনো মেহেদি পাতার রং উঠতেই পারতো না সব সময় লাগিয়ে রাখতাম,।
আর এখন সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা আর সংসারের যত্ন নিতে নিতেই সময় ফুরিয়ে যায় আর মেহেদি পাতা তো দূরের কথা।।। তবে ভালো লাগে যখন দেখি এরকম কিছু,,
https://x.com/MDbayez29442036/status/1892127186938704287?t=wF_L4qJhsH29GZyuSXH6iA&s=19
মেহেদি পাতা নামটা শুনলেই তো ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন ঈদ আসবে কখনো অনুষ্ঠান আগে থেকেই কখন মেহেদী হাতে দেব এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতাম কোথায় মেহেদী গাছ আছে সেখান থেকে পাতা নিয়ে আসতাম সেই স্মৃতিগুলো কখনো ভুলে থাকা সম্ভব নয়।
আর বর্তমান সময়ে দাঁড়িয়ে আনন্দ বা কোন অনুষ্ঠান বা ঈদ সবকিছুতেই যেন অন্যরকম একটা অলৌকিক ছায়া ঘুরে বেড়ায় এখন আর কোন কিছু করতে ইচ্ছে করে না ছোটবেলার মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ নিজের আপন মানুষগুলোর সাথে মেহেদী পাতা তুলতে যাওয়ার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।