The March contest #1 by sduttaskitchen|Children are replicas of the almighty.

in Incredible India17 hours ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আবারও নতুন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি।এই প্রতিযোগিতাটি চলছে আমাদের এডমিন ম্যাম @sduttaskitchen আইডি দ্বারা। আমি আশা করি এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে এই উত্তর গুলো দেওয়ার চেষ্টা করেছি।

1000060630.jpg
Pexels:

এবং আমি আমার কিছু বন্ধুদের এখানে আমন্ত্রিত করতে চাই। তারা যেনো নিজেদের মতামত এখানে শেয়ার করে এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। @kouba01 @rmm31 @pennsif এই প্রতিযোগিতার আইডির লিংকটা আমি এখানে শেয়ার করে রেখেছে।

তাহলে বন্ধুরা দেরি না করে আমরা মূল কথাই এবং এই প্রতিযোগিতার প্রশ্নের উত্তর গুলো দেয়ার চেষ্টা করি।

1000059949.png

✅Do you believe children are replicas of the Almighty? Rationale

আসলে প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয় তাহলে আমার মতো করে আমি বলতে চাই। যেমন আমি এক জন মুসলিম এবং মুসলিম ঘরের মানুষেরা বিশ্বাস করে। শিশুদের মধ্যেও ফেরেশতা বসবাস করে।বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন ভাবে সেটা কে প্রকাশ করে।এবং আমি এটা বিশ্বাস করি শিশুদের মধ্য সর্বশক্তিমান শক্তি কিছু আছে।

শিশুদের মধ্য আন্তরিকতা ও সরলতা আমরা দেখতে পাই যেটা কে আমরা ফেরেশতার রূপে দেখি। শিশুরা মিথ্যা বলতে পারে না তারা যতো সময় সমাজের কাছ থেকে না শেখে ততো সময় তারা নিষ্পাপ থাকে। তাদের অনুভূতি ও সরলতা খাটি থাকে শিশুরা পবিত্রতা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তারা কোনো পাপ নিয়ে এই পৃথিবীতে আসে না এবং অতি সহজ সরল থাকে তাদের সামনে যা কিছু দেখানো হয় তাই শেখে।এই সরল সহজ নিষ্পাপ শিশুদের আমরা অনেক ভালোবাসি এবং শিশুরা নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে জানে। তাদের ভালোবাসার মধ্যে কোন স্বার্থ থাকে না তাই তাদেরকে আমরা ফেরেশতার রূপে দেখে থাকি।

1000059949.png

1000060634.jpg Pexels:

✅Lessons that elder must teach their children.

এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নির্ধারণ করা হয়েছে আসলে শিশুরা শিক্ষা গ্রহণ করে আমাদের দেখে। শিশুদের স্কুল জীবনের শিক্ষার পাশা পাশি নিজেদের পারিবারিক শিক্ষাটা অনেক বড় ভূমিকা পালন করে।

আমাদের সন্তানদের আমাদের শিক্ষা দিতে হবে সত্য এবং সৎ পথে চলার জন্য এবং ভুল হলে সেটাকে স্বীকার করা। এবং বড়দের সম্মান করার শিক্ষা দেওয়া অনেক প্রয়োজন নিজের কাজের প্রতি সততা থাকা। এবং অন্যকে সাহায্য করা বেশি টাকা অপচয় না করে কিছু টাকা সঞ্চয় করে রাখা।

নিজের কাজ গুলো নিজে গুছিয়ে রাখা এবং ঠিক ভাবে লেখাপড়া করা।যে কোনো সমস্যার সঠিক ভাবে পথ খুঁজে বের করা। নিজের পরিবেশ এবং অন্যর পরিবেশ ঠিক রাখা। নিজে ভুল করলে ভয় না পেয়ে অন্য মানুষের কাঁধে না দেওয়া,, জীবনের ছোট ছোট সুখের মুহূর্ত কে অন্য মানুষকে কৃতজ্ঞতা জানানো এবং অন্যদের প্রশংসা করা।

আমার মনে হয় এই শিক্ষা গুলো আমাদের সন্তানকে শেখানো অনেক গুরুত্বপূর্ণ।কারণ বর্তমান সময় আমরা আমাদের সন্তানকে স্কুলের শিক্ষাটা ধরে রাখতে বলি। কিন্তু নিজের পারিবারিক শিক্ষাটা দিতে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই।

1000059949.png

1000060631.jpgPexels:

✅Do you believe the home atmosphere is crucial for children's development?
Explain your perspective on how it influences them.

আমি বিশ্বাস করি যে ঘরের পরিবেশ শিশুদের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আসলে একটি শিশু সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে তার নিজের পরিবার থেকে।কিন্তু যখন সেই পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে তখন তারা মানসিক চাপ বেশি বেড়ে যায়।

শিশুদের সামনে যেটা করা হয় তারা তাই শিখে বড় হয় যদি পরিবারে সব সময় ঝগড়া লেগে থাকে। তাহলে শিশুরা মানসিক চাপে ভুগতে থাকে এবং সেটা কে তার মাথার মধ্যেও নিতে পারে। এবং যদি পরিবার থেকে ভালোবাসা ও যত্ন পেয়ে থাকে তাহলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক ভাবে শান্তিতে থাকে।

যে পরিবারে সম্মান ও ধৈর্য বেশি থাকে তার সন্তানও সে শিক্ষাটা গ্রহণ করে।পড়াশোনা ও একটি ভালো কাজে পরিবার উৎসাহ দিলে শিশুদের শেখার আগ্রহ আরো অনেক বেশি হয়ে থাকে।

1000059949.png

যাহোক বন্ধুরা আমি মনে করি যাদের যেমন পরিবেশে বড় করা যায় সে ঠিক সেই পরিবেশে বড় হয়। তাই সব সময় আমাদের তাদের সামনে ভালো ভাবে চলতে হবে। এবং তাদের কাজে উৎসাহিত করতে হবে। তাতে তারা আরো সুন্দর কিছু কাজ আমাদের মাঝে উপহার দেবে।

জানি না এই প্রতিযোগিতা আমি ঠিক ভাবে উত্তর দিতে পেরেছে কি না।তবে আমি চেষ্টা করেছি যদি ভুল-ত্রুটি হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

1000045708.png

1000046882.gif

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...