আসলে সংসারে তো অনেক জিনিসেরই প্রয়োজন এটাই স্বাভাবিক সংসার মানেই তো প্রয়োজন আর প্রয়োজন তবে এ কথা একদম সত্য মানুষের বয়স হয়ে গেলে তার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে আসে এটা মনে রাখবেন না তবে এটা আপনারা দুইজন অনেক ভালো কাজ করেছেন রাতের বেলা বাহিরে গিয়ে নিজেদের প্রয়োজন জিনিস নিয়ে এসেছেন দিনের বেলা যদি এতই গরম থাকে রাতে যাওয়াই ভালো এবং সেটাই করেছেন।