আজকে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার কিছু মুহূর্ত।

in Incredible India4 months ago

আজ শুক্রবার আজ ছিলো জুম্মার দিন, তাই সবাইকে জানাই জুম্মা মোবারক। বাহিরে থাকতে থাকতে জুম্মার দিন নামাজ পড়তে যাও অনেক কম হয়। কিন্তু আজ কাজ না থাকার জন্য। জুম্মার নামাজ আদায় করতে পেরে অনেক আনন্দিত আমি। শুক্রবার জুম্মার দিন আমাদের মুসলমানদের জন্য একটি হজের দিন। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়া ফরজ। গরিব মানুষের জন্য জুম্মার দিন একটি হজের দিনের চেয়ে কম নয়।

1000046833.jpg

যাইহোক বাড়ি থাকতে জুম্মার নামাজ আদায় করার জন্য। যে কোন ভাবেই হোক শুক্র বারে সকাল সকাল চলে আসতাম বাড়ি। বাড়ি থাকতে যে সময়টি দিতে পারতাম এখন হয়তোবা সেই সময়টি দিতে পারি না। জানি না সৃষ্টিকর্তা কখনো আমাদের মাফ করবে কি‌ না। তবে আজকে জুম্মার নামাজ আদায় করতে পেরে মনে অনেক শান্তি পেলো। কারণ অনেক দিন পরে জুম্মার নামাজ আদায় করতে পেরেছে আমি।

1000046796.jpg

1000046797.jpg

কালকে রাতে আমাদের পরিকল্পনা ছিলো আজকে আমরা জুম্মার নামাজ আদায় করতে যাবো। কিন্তু সকাল বেলা মামুন ভাই ও আরেক টি বড় ভাই কে বলেছিলাম তারা বলল যাবে না। কারণ তাদের এখানে কিছু কাজ করতে হবে আমাদের যেতে বলেন। যাই হোক আমি ও আরেক টি ভাই দুই জনে ফ্রেশ হয়ে রওনা দিয়েছিলাম নামাজ আদায় করতে যাওয়ার জন্য।

1000046791.jpg

1000046792.jpg

এই প্রজেক্টে আরো অনেক মানুষ ছিলো তারা নামাজ আদায় করতে যাচ্ছিল আজ। তাদের সাথে সাথে আমরাও যাচ্ছিলাম নামাজ আদায় করতে যাওয়ার জন্য। যাইহোক অবশেষে আমরা ধীরে ধীরে মসজিদে চলে যাই। সেখানে গিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছিল সে গুলো আমরা শুনছিলাম মনোযোগ সহকারে। ইমাম সাহেবের খুতবা শুনলেও নিজের মনে একটি শান্তি আসে। মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি এখন আমার কাছে সব সুখ আমার কাছে।

1000046794.jpg

1000046795.jpg

মসজিদের ভেতরে আজকে শুক্রবার অনেক মানুষ ছিলো তারা সবাই নামাজ আদায় করতে গিয়েছিল। যাই হোক নামাজ শেষ করে আমরা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে একটি ছবি ধারণ করে দেখতে পেলাম সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। ঠান্ডা পানি অনেক মানুষ সেখানে গিয়ে খাচ্ছে । আমি আগে এসেছি এই মসজিদে কিন্তু আগে কখনো দেখিনি আমি। আমার সাথে যে ভাইটি ছিলো সে বলল তাই আজকে জানলাম আমি।

1000046793.jpg

1000046800.jpg

1000046799.jpg

1000046798.jpg

যাই হোক ঠান্ডা পানি খেতে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। ঠান্ডা পানি খাওয়া দাওয়া শেষ করে ধীরে ধীরে রুমের দিকে আসছিলাম। আসার সময় সুন্দর একটি লাল টুকটুকি ফুলের দেখা পরলো চোখে। এই ফলটির ফটোগ্রাফি ও ধারণ করে নিয়েছিলাম যে ফুলটি দেখতে অসম্ভব সুন্দর। ফুল সব সময় সুন্দর হয়ে থাকে তবে যখন যে ফুলটি চোখের সামনে পড়ে। তখন সেই ফুলটি দেখতে অনেক ভালো লাগে।

1000046790.jpg

1000046810.jpg

তার আরেকটু সামনে যেতে না যেতেই দেখা পরলো আরেকটি ফুল। এই ফুলটি ছিলো গোলাপি রঙের হয়তোবা বাংলাদেশে ফুলটি সবার কাছে পরিচিত আছে। এই ফুল বাংলাদেশ এবং পৃথিবীর যে কোন দেশে দেখা যায়। এই ফুলটি আমি এর আগেও অনেক বার দেখেছি এবং ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে দিয়েছি। যাইহোক অবশেষে চলে আসলাম নিজেদের জায়গায়। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এভাবেই কেটে গেলো আজকের দিনে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 4 months ago 

মানুষ যখন কর্মব্যস্ত থাকে তখন নিজের স্বাধীনতা বলতে একদমই থাকে না আরেকজনের কথামতোই চলতে হয়।

শুক্রবার দিন আসলে যারা নামাজ পড়তে ভালোবাসে তাদের শুক্রবারের দিন বা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মনটা অনেক খারাপ হয়ে যায়।

শুনে ভালো লাগলো তেমনটা আপনারও নামাজ পড়লে সকল মানুষেরই মনে শান্তি অনুভব হয়।

ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

 4 months ago 

একদমই তাই নামাজ পড়লে আমাদের মনে অন্যরকম একটি শান্তি আসে এবং দুশ্চিন্তা সবকিছু নিমেষে চলে যায়। আসলে এখন বাহিরে আছি এবং অন্য মানুষের এখানে কাজ করি নিজের মতো করে কোথাও যেতে পারি না ছুটি ছিলো তাই জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম এবং এটা আমার কাছে ভালো লাগার একটি বিষয় ছিলো এবং আমি জুম্মার নামাজ আদায় করতে পেরে আনন্দিত ছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 4 months ago 

মুসলিমদের জুম্মার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন আর এই দিনে হাজারো ব্যস্ততার মাঝে সমস্ত মুসলিম একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে অনেকটাই ঈদের মতো করে। যাইহোক জুম্মার নামাজে অংশগ্রহণ করছেন এবং সেই সম্পর্কে আলোকপাত করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

একদমই তাই জুম্মার নামাজ আদায় করা ঈদের দিনের তুলনায় কোন কম নয়। ঈদের নামাজ আদায় করতে গেলে যেমন সব মানুষের সাথে দেখা হয় ঠিক জুম্মার নামাজ আদায় করতে গেলে সবার সাথে দেখা এবং বাংলাদেশে থাকলে তো পরিচিত অপরিচিত মানুষ সবার সাথে দেখা হতো যাই হোক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 4 months ago 

হয়তোবা আমরা বিদেশের মাটিতে কাজের চাপ থাকার কারণে সব সময় মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না তবে এই জুম্মার দিন তাই অনেকটা স্পেশাল থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। কিন্তু এটি আমি ব্যক্তিগত হিসাবে পছন্দ করি না। এবং আপনি কমিউনিটিতে অনেক বার শুনেছেন আশা করি। কমেন্টের রিপ্লাই এর রিপ্লাই এটা কমেন্ট বলে গণ্য করে না। যাই হোক ভালো এবং সুস্থ থাকবে।

 4 months ago 

ভাই এটা আমিও জানি কমেন্টের কমেন্ট করলে সেটা গণ্য হবে না আপনি আমাকে ধন্যবাদ দিছেন ধন্যবাদের রিপ্লাই দিলাম কেননা আপনি আমার কমেন্ট মনোযোগ সহকারে পড়ছেন এবং তার রিপ্লাই দিছেন। অনেকেই আছে তাদের পোস্টের নিচে কমেন্ট করলে তারা রিপ্লাই দেয় না আপনি তো তাও দেন ।সবার তো সবকিছু ভালো লাগেনা।