পাহাড়ের উপর থেকে কয়েকটি ফটোগ্রাফি।

in Incredible Indialast month

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি তবে কিছুটা ব্যস্ততার মধ্যে পার হচ্ছে জীবন বিশেষ করে বাহিরের জীবন কিছুটা ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে।

1000063723.jpg

1000063722.jpg

যাই হোক পাহাড়ের উপর থেকে ধারণ করা কয়েকটি ফুলের ছবি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি ছবি গুলো ধারণ করা হয়েছিল অনেক দিন আগে সে দিন আমি পাহাড়ের উপরে হাটে হাটে গিয়ে ছিলাম তখন এই ছবি গুলো ধারণ করে ছিলাম।

আসলে আমি সব সময় বলেছি স্মৃতি আমাদের জীবনে পেছনের দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে পড়ে যায় সেই পেছনে ফেলে আসা দিনের কথা ছবি দেখলে ঠিক যেমন আজ সেই পাহাড় ঘোরার অনুভূতি মনে পড়ে গেলো এই ছবি গুলো দেখে।

1000063721.jpg

1000063720.jpg

অবশ্যই ফুলের নামটি আমার জানা নেই তবে দেখতে তার সৌন্দর্যের কোন দিক থেকে কম নেই সে তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে গাছের মধ্য কোনো পাতা ছিলো না তবে তার সৌন্দর্য একটুও কম ছিলো না সে ফুটিয়ে তুলেছে আশে পাশের সৌন্দর্য একই সাথে এবং তার পাশে অজানা কিছু গাছের পাতা আছে তবে সেই গাছে কোন ফুল ছিলো না তবে এই ফুলটি দেখতে আমার কাছে অনেকটা ভালো লেগেছিল।

1000063719.jpg

1000063718.jpg

আসলে পাহাড়ের উপরে অজানা ফুল এটা এক ধরনের অভিজ্ঞতা ভালোবাসা ছড়িয়ে আছে সে তার সৌন্দর্য অনুযায়ী ফুটে আছে সে আমাদের বুঝিয়ে দিয়েছে পাতা ছাড়াও সৌন্দর্য দেওয়া সম্ভব সবুজ গাছের আগাতে ফোটে আছে এই ফুল গুলো।

অবশ্যই যারা পাহাড়ে ঘোরাফেরা করেছে তারা এই ফুল গুলো দেখতে পারে নাম অজানা এই ফুলটি আশে পাশে আমাদের অনেক আছে প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন রূপে আমাদের মাঝে আছে যে গুলো আমরা উপভোগ করতে পছন্দ করি।

1000063726.jpg

1000063724.jpg

সে দিন আমাদের ছুটির দিন ছিলো বসে না থেকে ভেবে ছিলাম একটু ঘুরে আসি এবং আমরা কয়েক জন এক হয়ে গিয়ে ছিলাম পাহাড়ের উপরে আমার বড় ভাইয়ের পা কেটে যায় উপরে ওঠার সময় পা সরে গিয়ে তবুও আমরা হাঁটতে হাঁটতে চলেছিলাম ঘুরে ফিরে দেখার জন্য পাহাড়।

আসলে পা সরে কেটে যাওয়ার কারণ ছিলো সেখানে ঝর্ণার মতো ছিলো তার ছবিটি ধারণ করা হয়নি কারণ সেখানে দাঁড়ানোর মতো কোন পরিবেশ ছিলো না গাছ ধরে ধরে উপরে উঠেছিলাম আমরা সবাই তবে সেই জায়গা পার হয়ে উপরে গিয়ে অনেকটা ভালোই লেগেছিল।

1000063716.jpg

1000063715.jpg

কারণ সেখানে সবুজ গাছ এবং সব চেয়ে বড় কথা মনে হয়েছিল আকাশের খুব কাছে আছি আকাশ আমাদের মাথার উপরে আছে অল্প দূর আকাশ সব সময় আমাদের মাথার উপরে থাকে তবে পাহাড়ের উপরে ওঠে মনে হয়েছিল আরো অল্প একটু গেলে হয়তো বা আকাশ ধরতে পারবো।

এই যে অনুভূতি গুলো আবারও মনে পড়ে গেলো এই ছবি গুলো দেখে এমন স্মৃতি হয়ে আছে আমাদের জীবনে আমাদের মোবাইলের গ্যালারিতে কারণ বিভিন্ন স্থানে গিয়ে আমরা তো বিভিন্ন ছবি ধারণ করে থাকি যেগুলো আমাদের পরবর্তীতে মনে পড়ে যায়।

1000045708.png

1000046882.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

CURATOR 8
Congratulations!

The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @sduttaskitchen

 last month 

@sduttaskitchen ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।