কাজের মধ্য থেকে কিছুটা ভালো সময় পার করার মুহূর্ত।

in Incredible India12 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিজের ব্যস্ত জীবন পার করতে হয় আমাদের। মাঝে মধ্যে নিজের মনে বিনোদন থাকাটা অনেক জরুরী। যাইহোক বাহিরে গিয়ে হয়তো বা বিনোদন খুব বেশি উপভোগ করতে পারি না। তবে চেষ্টা করি এই মাঝে মধ্যে একটু বিনোদন খুঁজে পাওয়ার জন্য।

1000054627.jpg

যাইহোক আমরা এখন বর্তমানে কাজ করছি জিম ঘরে, জিম করার জন্য অনেক গুলো মেশিন সেখানে রাখা আছে। অবশ্যই ভেবে ছিলাম সময় করে সেখানে কিছুটা ছবি আমি ধারণ করব। কিন্তু সকাল বেলা কাজ শুরু হয়ে যায়। এবং কাজ বাদ দিয়ে তো আর নিজের ছবি ধারণ করা নিয়ে ব্যস্ত থাকলে হবে না। তাই সময় বের করে ভেবে ছিলাম ছবি ধারণ করব।

1000054628.jpg

যে কথা সেই কাজ দুপুরে খাওয়ার পরে কিছুটা সময় পাই। সাথে ছিলো আরেকটি ভাই তাকে দ্রুত বললাম কয়েকটি ছবি ধারণ করে দাও। জিম করার মেশিন গুলো ঠিক ভাবে এখনো সেখানে লাগানো হয়নি। যতটুকু সেট করা হয়েছে তার উপরে বসে দিলাম কয়েকটি ছবি ধারণ করে। হয়তোবা বাহিরে গিয়ে জিম করার সময় আমি পাবো না। তবে কাজের মধ্য থেকে এই একটু সময় জিম ঘরে বসে আমি জিম করতে শুরু করে দিলাম।

1000054983.jpg

যাইহোক বন্ধুরা এটা ছিলো আমরা যে প্রজেক্ট এ কাজ করছি তার কিছু অংশ। আসলে এখানে এই জিম ঘর তৈরি করা হয়েছে তার পেছনে অবশ্যই কোনো কারন আছে। কারণটি আমরা বাংলাদেশে যেমন সকালে ব্যায়াম করতে যাই একটু হাটাহাটি করতে যায়। কিন্তু আমি এখানে সেই ভাবে রাস্তার মধ্য থেকে দৌড়াতে বা ব্যায়াম করতে কাউ কে দেখি না। প্রত্যেকটি প্রোজেক্টের মধ্যেও ঘোরাফেরার জায়গা আছে যেখানে মানুষ জন ঘোরাফেরা করেন।

1000054984.jpg

এবং আমরা যেহেতু এখন বর্তমানে বড় একটি বিল্ডিং এর মধ্য কাজ করছি। এবং ৮ তলার উপরে অনেক কিছু তৈরি করা হয়েছে। সেখানে ছোট বাচ্চাদের খেলা করা জায়গা তৈরি আছে। নিজের পরিবার নিয়ে কিছুটা সময় পার করার জন্য বসার জায়গা আছে। সেখানে গাছ সুইমিং পুল এবং আরো অনেক কিছু তৈরি করা আছে। হয়তোবা আমি আমার একটি পোষ্টের মাধ্যমে তার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।

1000054985.jpg

যাই হোক এই আট তলার ওপরে লাইব্রেরী মসজিদ এবং আরো অনেক কিছু আছে। এবং এই জিম ঘর তৈরি হচ্ছে যখন তৈরি হয়েছিল তখন আমরা বুঝে উঠতে পারি নাই। তবে এখন সেখানে বিভিন্ন ধরনের জিম করা মেশিন নিয়ে আসার জন্য বুঝতে পারছি। যাই হোক সেখানে আমাদের এখন অল্প কিছু কাজ বেরিয়ে গিয়েছে। যে গুলো আমরা আগে থেকে জানতাম না। তাই সেখানে সেই কাজ গুলো শেষ করার জন্য আমরা কাজ করছি।

1000054986.jpg

এবং সেখানে গিয়ে আমি কিছুটা সময় পার করেছি এবং কাটিয়েছি হাসি মজার মুহূর্ত। সেটা আমার কাছে সত্যিই একটি আনন্দের মুহূর্ত ছিলো। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে তার কিছু অংশ শেয়ার করি। অংশ বলতে নিজের আনন্দের অনুভাবের অংশ শেয়ার করছি। যাই হোক বন্ধুরা আমি আশা করব আমার আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

1000045708.png

1000046882.gif

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

আপনার পোস্টটা পড়ে অনেক আনন্দ পেয়েছি ঠিক তবে তার থেকেও বেশি আনন্দ পেয়েছে আপনার ছবিগুলো দেখে। আমরা কখনো কখনো পছন্দের জিনিস দেখলে ছবি করার জন্য ব্যস্ত হয়ে পড়ি।
জিম ঘরে আপনার কাজ ছিল আর সেখানে গিয়ে কয়েকটা ফটোগ্রাফি করেছেন। যেটা দেখে ভীষণ ভালো লাগলো আর আপনার জিম করার যে ধরন গুলো ছিল অসাধারণ দেখে আর হাসি আটকে রাখতে পারিনি।
যদি আপনার জিম করতে হবে না কারণ,আপনার বডি অলরেডি জিম করার মতই আছে। 😀
তবে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যখন এরকম একটু সময় কাটানো যায়।

 12 days ago 

ব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস আসলে আমরা বর্তমান সময়ে এতটাই অলস হয়ে পড়েছি ব্যায়াম করার সময়টাও পাই না একটা সময় মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই বিশেষ করে গ্রামের মানুষ কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তো।

বর্তমান সময়ে মানুষ ঘুমিয়ে থাকে সকাল দশটা এগারোটা পর্যন্ত এটা করা মোটেও ঠিক না। আপনি যেখানে কাজ করেন সেখানে বিভিন্ন ধরনের জিনিস বর্তমান সময়ে তৈরি হচ্ছে সেখানে একটা জিম ঘর তৈরি হয়েছে যেখানে আপনি ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন আসলে বিদেশের মাটিতে তারা একটা বিল্ডিং এর মধ্যেই অনেক কিছু তৈরি করার চেষ্টা করে যেটা আপনার ফটোগ্রাফি এবং আপনার লেখা পড়ে বুঝতে পারলাম ধন্যবাদ চমৎকার লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Loading...