কাছের মানুষ যদি কথা না বলে, তাহলে অনেক খারাপ লাগে।
কিছু কিছু সময় যে মানুষ টাকে অনেক বিশ্বাস করি । সেই মানুষটা যদি কথা না বলে তাহলে মনে অনেক আঘাত লাগে। কোন কারণ ছাড়াই যদি সেই মানুষটি কোন চিন্তিত থাকে। এবং সে যদি আমাদের সাথে কথা না বলে । তাহলে মনে অনেক কথা চলে আসে। যাই হোক বন্ধুরা আজ একটু অন্যরকম পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি আপনাদের মাঝে।
আপনারা সবাই কম বেশি জানেন আমি দীর্ঘ দুই মাসের বেশি হলো নিজের পরিবারের সাথে কথা বলি না। যে বিষয়টা এখানে অনেক মানুষ অবগত আছে। কিসের জন্য কথা বলি না। যাইহোক এখানে এই বাহিরে আমি আমার নিজের পরিবার তৈরি করে নিয়েছি। কারণ যারা আমার কাছে আছে। আমি তাদেরকে আমার পরিবার মনে করি। এবং বর্তমানে যে বড় ভাইটি আমাদের এখানে দায়িত্ব আছে। আমি তার সাথে কথা বলে অনেক কিছু ভুলে যাই।
বর্তমানে এই দুই মাস আমি বাংলাদেশে কোনো মানুষের সাথে কথা বলি না। যে ভাইটির সাথে সব সময় কথা বলি। যার কাছে সব সময় থাকি। সে আমার সাথে হেসে খেলে কথা বলে। এবং সব কথা শেয়ার করে। যার জন্য আমার মনে হয় না। যে আমি কারো সাথে কথা বলি না। কারণ তার সাথে কথা বলেই আমার সময়টা চলে যায়। আর কিছু সময় এই অনলাইনে লেখা লেখি করেই আমার দিন পার হয়ে যায়।
আপনারা সবাই জানেন যে আমার শরীরটা অনেক খারাপ। যার জন্য আমি দুই দিন কাজেও যায়নি। যেহেতু কাজে যায়নি তাই কাজের খবর ওই দুই দিনে কি হয়েছিল আমি জানতাম না খুব বেশি। যাই হোক গতকালকে কাজে গিয়েছিলাম। কিন্তু সেই বড় ভাইয়ের কথা আমি খুব বেশি শুনতে পেলাম না। প্রথম ভেবেছিলাম হয়তো বা সে ব্যস্ত আছে। বা কোনো দিকে মন মানসিকতা নিয়ে আছে তাই কথা বলছে না।
কিন্তু আজকেও কাজে গিয়ে তার কোন পরিবর্তন দেখতে পেলাম না। তাই আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ আজ দুই তিন দিন ধরে আমি কারো সাথে ঠিক ভাবে কথা বলতে পারিনি। আজকে কাজে গিয়ে কোনো একটি জায়গায় আমার মনে হয়েছিল সে হয়তোবা আমার উপরে রেগে আছে। তাই সন্ধ্যার পরে আজকে সেই বড় ভাই টিকে ডেকে একটি জায়গায় বসে কথা বলছিলাম। কারণ তার সাথে কথা না বললে এখন আমার ভালো লাগে না। সেই বড় ভাইটির সাথে কথা বলতে বলতে আমার একটি অভ্যাস হয়ে গিয়েছে।
যেহেতু আজ দুই দিন ধরে সেই বড় ভাই টি ঠিক ভাবে কথা বলছে না তাই তার কাছে জিজ্ঞাসা করছি। তাকে বললাম ভাই আমি কি কোন অপরাধ করেছি। সে আমাকে প্রথমেই বলল এমন কথা কেনো। আমি তাকে বললাম তাহলে আপনি আমার সাথে ভালো ভাবে কথা বলছেন না কেনো। সে বলল কথা বলছি না তো কি করছি।আমি তখন বলছি না আগের মতো আপনি কথা বলছেন না। সে বলল আজ কয়েক দিন ধরে আমি একটু সমস্যার মধ্যে আছি। নিজের ব্যক্তিগত সমস্যা। আমি তার কাছে আর কিছু জিজ্ঞাসা করতে চাইলাম না। কারণ যেহেতু তার নিজের ব্যক্তিগত সমস্যা সেখানে আমার কথা বলার কোন অধিকার নাই।
তবুও সেই বড় ভাইটি পরবর্তীতে আমার সাথে সব ঘটনা খুলে বলল। আসলে আমার খারাপ লাগার একটি কারণ ছিলো। মানুষের যেমন অভ্যাস হয়ে যায় কারোর মায়ায় পড়ে যায় ঠিক আমিও তেমন টাই তার কথার অভ্যাস হয়ে গিয়েছি। এবং একটি মানুষের সাথে থাকতে থাকতে তার প্রতি একটি টান চলে আসে। যেহেতু এই এক বছর হতে গেলো তার সাথে আমি আছি এবং তার সাথেই সব চেয়ে বেশি ভালো সময় পার করি। আজ দুই দিন ধরে তার এমন আচরণ দেখে একটু খারাপ লেগেছিল আমার। যাই হোক এখন সব কিছু জানার পরে আমার ভালো লাগছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
সত্যি দাদা নিজের মানুষ যদি কথা না বলে খুবই খারাপ লাগে। আপনি দুমাস নিজের পরিবারের সাথে কথা না বলে আছেন। দুমাস অনেকটাই সময়। এইভাবে পরিবার ছেড়ে বিদেশে কাজ করবার জন্য পড়ে থাকতে হয়। তাতে আবার পরিবারের সাথে যদি কথা না বলা যায় তাহলে খুবই দুঃখের বিষয়। তবে এটা ঠিক যেখানে কাজ করা হয় সেখানকার মানুষের সাথে থাকতে থাকতেই একটা পরিবার গড়ে ওঠে। হেসে খেলে একসাথে কাজ করতে করতে এমনি সময় কেটে যায়। তবুও সকলের মধ্যে খানেই একটা না পাওয়া কিছু থেকে যায়। একসাথে কাজ করতে করতে কেউ যদি খারাপ আচরণ করে সেটাতেও খারাপ লাগে। আপনার পোষ্টটি পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন ।সুস্থ থাকবেন।