মানুষ অবহেলা পেতে পেতে একটি সময় অনেক শক্ত হয়ে যায়।

in Incredible India9 days ago

মানুষ অবহেলা পেতে পেতে অনেক কঠিন হয়ে যায়। একটি মানুষের কাছে যখন মূল্য থাকে না বা মূল্য পায় না। তখন আস্তে আস্তে সে অবহেলার পাত্র না হয়ে। ধীরে ধীরে সেই মানুষটির জীবন থেকে চলে আসে। যে কোনো সম্পর্কের মধ্যেও যদি অন্য মানুষ অবহেলা করে সেই সম্পর্কটা টিকে থাকে না।

1000059324.jpg

দুটি মানুষের মধ্যেও মনে মিল থাকলে একটি সম্পর্ক তৈরি হয়। এবং সেই সম্পর্কের মধ্যে যদি কোন এক জন মানুষ অবহেলা করতে থাকে। তাহলে সেই সম্পর্কটি বেশি দিন টিকে থাকে না। তাই যদি সম্পর্ক ধরে রাখতে হয় তাহলে অবহেলা করে ধরে রাখা যায় না। কোন বিষয় নিয়ে যদি ভুল বোঝা বুঝি হয়ে থাকে। তাহলে অবহেলা না করে বিষয়টি সংশোধন করাই উত্তম।

তাতে করে মানুষের মধ্য সম্পর্কটি টিকে থাকে বহু দিন। আসলে এই কথাটি আমরা সবাই জানি একতরফা কখনো ভালোবাসা হয় না। ভালোবাসার মধ্যে দুটি মানুষের বিশ্বাস এবং একে অপরের সমস্যা গুলো বুঝতে হবে। এবং ছোট ছোট বিষয় গুলো নিয়ে ঝগড়া না করে সংশোধন করার চেষ্টা করতে হবে।

তবে অনেক সম্পর্কের মধ্য আমরা এই জিনিসটা দেখতে পাই। ছেলেটি হয়তো বা মেয়েটির প্রতি অনেক দুর্বল আছে। হয়তোবা ছেলেটি অনেক ভালোবাসে সেই মেয়েটিকে। কিন্তু মেয়েটি হয়তোবা ছেলেটির কোন একটি বিষয় নিয়ে দূরে সরে যেতে চাই। এমনটা শুধু ছেলে দুর্বল থাকে তা কিন্তু নয়। অনেক মেয়েদের কেউ দেখা যায় ছেলেটিকে অনেক ভালোবাসে। কিন্তু ছেলেটি হয়তো বা অবহেলা করছে। এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হয়ে থাকে।

1000059376.jpg

যাহোক এই দুজন মানুষের মধ্যে একটি মানুষ যখন অবহেলা করতে থাকে। এবং অন্য মানুষটি চাই সম্পর্ক টিকে থাকুক। সেও একটি সময় অবহেলার পাত্র না হয়ে সেখান থেকে চলে আসতে চাই। তাতে করে সম্পর্কটি নষ্ট হয়ে যায়। অবহেলা বলতে হয়তো বা মেয়েটি অনেক বার ছেলেটির কাছে ফোন দিচ্ছে। কিন্তু ছেলেটি দেখে ও না দেখার মতো করে আছে।

আবার অনেক ছেলে অনেক মেয়ের কাছে পাগলের মতো ফোন দিয়ে যাচ্ছে কিন্তু মেয়েটি দেখেও বসে আছে। আসলে আমরা যখন কারোর উপরে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন এই সমস্যাটি বেশি দেখা দেয়। একটি সময় মানুষ অবহেলা পেতে পেতে সেই মানুষটির জীবন থেকে চলে যেতে চাই।

এমন ভাবে আমাদের সমাজে অনেক সম্পর্ক গুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু আমি মনে করি এই কাজ গুলো যে মানুষ জীবনে করে থাকে তারা অনেক বড় একটি ভুল করে যাচ্ছে। কারণ দিন শেষে তারা এমনও কিছু মানুষ পায় তাদের কাছ থেকেই তারা অবহেলা পেতে থাকে।

1000059375.jpg

এবং তখন মনে পড়ে সেই মানুষটির কথা যে মানুষটি তাকে পাগলের মতো ভালোবেসে ছিলো। কিন্তু সময়টা হয়তো বা অনেক দেরি হয়ে যায়। সে না পারে বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখতে। সে না পারে যে তাকে পাগলের মতো ভালোবেসে ছিলো তার কাছে ফিরে যেতে।

আসলে এই ছোট্ট একটি উদাহরণ হয়তোবা আমরা অনেক মানুষ শুনেছি। তুমি যাকে ভালোবাসো তার পেছনে তুমি সময় দিও না। যে তোমাকে বেশি ভালোবাসে তার সাথে তুমি সময় দিয়ে চলো। কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে নাও ভালবাসতে পারে। কিন্তু যে তোমাকে ভালোবাসে সে সারাটি জীবন তোমাকে ভালোবেসে যাবে।

আসলে যে সকল মানুষ গুলো একটু ভালোবাসা পাওয়ার জন্য কাছে আসতে চাই। তারা অতি সহজে আমাদের ছেড়ে জীবন থেকে চলে যায় না। কিন্তু যে সকল মানুষ গুলো ভালোবাসা নয় অবহেলা নিয়ে ঘরে। তারা কখনো সুখী হতে পারে না। তাই আপনাকে যে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন। দেখবেন আপনার জীবন অনেক সুখের হয়ে থাকবে। তাকে অবহেলা না করে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসুন। দেখবেন আপনার জীবনটা হেসে খেলে চলবে।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  
 9 days ago 

ভালোবাসা নিয়ে বেশ কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।। এটা একদম সঠিক বলেছেন ভালোবাসা কখনো একতরফা হয় না।। দুজন ব্যক্তির মধ্যে একজন অধিক পরিমাণে ভালোবাসলে আর একজন যদি না বাসায় তাহলে কখনো সেই ভালোবাসা টিকে থাকবে না।।।

আসলে ভালোবাসায় অবহেলা মানুষগুলো অনেক বেশি অসহায়।। কারণ একতরফা ভালোবাসা মানুষ কে অনেক বেশি কাঁদায়।।

 7 days ago 

আসলে আমাদের সমাজে বা আমাদের চোখে অনেক এমন ভালোবাসা দেখা যায় একটি মানুষ হয়তো বা তাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু অন্য মানুষ তাকে প্রশ্রয় দেয় না বা তার কাছ থেকে এড়িয়ে যেতে চাই এই ভালোবাসা কখনো টিকে থাকে না বা তাদের মধ্যেও ভালোবাসার সেই মধুর সম্পর্ক থাকে না সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Loading...
 2 days ago 

সম্পর্ক যতই গভীর হোক না কেন একে অন্যের সাথে যদি মনের মিল না থাকে তাহলে কেউ সেখানে টিকে থাকতে পারে না ভালবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষ সুন্দর হয়ে থাকে মানুষ বেঁচে থাকতে পারে পৃথিবীতে সুন্দর ভাবে যদি তার প্রিয় মানুষ তার মনের মত হয়।

অবহেলা খুবই জঘন্য একটা জিনিস একটা মানুষের কাছ থেকে যখন আমরা অবহেলা পাওয়া শুরু করি তখন আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগে আজকে আপনি ভালোবাসা নিয়ে অবহেলা নিয়ে আপনার মনের অনুভূতি শেয়ার করেছেন আসলে মনের মিল না থাকলে সেখানে ভালোবাসাটাও থাকবে আমি এটাই স্বাভাবিক ধন্যবাদ যারা থাকবেন।