ফুলের সৌন্দর্য যেমন চিরস্থায়ী নয়,, ঠিক তেমনি মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে না।

in Incredible India10 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে কিছু সাদা ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। যে ফটোগ্রাফি গুলা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে আছে। এই ফুল গুলো দেখলে নিজের মনটা ভরে যায়। ফুলের ফটোগ্রাফি আমার অনেক পছন্দ এবং আমি নতুন নতুন ফটোগ্রাফি শেয়ার করতে পছন্দ করি।

1000059297.jpg

1000059295.jpg

হয়তোবা ব্যস্ত জীবনে ফটোগ্রাফি ধারণ করা অনেক কঠিন হয়ে যায়। তবে যখনই কোন সুন্দর কিছু উপভোগ করতে পারি। তার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করতে আগ্রহ নিয়ে চলে আসি। ঠিক সেই আগ্রহ নিয়ে এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আজকেও উপস্থিত হয়েছি। জানি না ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগবে কি না। তবে আমি মনে করি এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগবে।

1000059298.jpg

1000059296.jpg

আপনারা ফটোগ্রাফিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন। এটি আমার কাছে একটি অজানা ফুল বললে ভুল হবে না। কারণ এই ফুলের নাম আমি জানি না এবং এর আগেও আমি দেখি নাই। যেহেতু এই ফুল টি আমার কাছে নতুন তাই এই ফুলটি আমার কাছে একটি অজানা ফুল। তবে এই ফুলটি সবুজ পাতার মধ্য ফুটে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।

1000059294.jpg

1000059293.jpg

এবং সবুজ পাতার মধ্যে এই ফুল গুলো এক অন্যরকম দৃশ্য তৈরি করেছে। ফুল গুলো আমি ক্যামেরায় বন্দি করার জন্য চেষ্টা করেছিলাম। তবে ফুল গুলো আমি হাতে পাচ্ছিলাম না তাই এক হাত দিয়ে ফুল গুলো নিচে নিয়ে আসি। এবং তখন অন্য হাত দিয়ে ফুল গুলো আমি আমার মোবাইলে ধারণ করেছিলাম।

1000059292.jpg

1000059291.jpg

এই ফুল গুলো আমাদের বাস্তবতার সাথে মিশে আছে ফুলের সৌন্দর্য চিরস্থায়ী থাকে না। এখানে আরও একটি ফুল দেখতে পেয়েছিলাম। তখন মনের মধ্যে অন্য ধরনের একটি কথা চলে এসেছে। অবশ্যই সেই ফুলটি আমি ছবি ধারণ করি নাই। কারণ সেখানে কিছু শুকনা ফুল ছিলো। সেই শুকনা ফুল গুলো দেখে আমার বাস্তবতার কথা কিছু মনে পড়ে।

1000059290.jpg

ফুলের সৌন্দর্য চিরস্থায়ী নয় এবং মানুষের সৌন্দর্য ও চিরস্থায়ী থাকে না। তবে আমরা কিছু মানুষ আছি আমাদের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করে চলি। আসলে বাস্তবতার সাথে যদি আমরা জীবন ভাগ করে নিতে পারি। তাহলে একটু ভেবে চিন্তে অহংকার করতে হবে আমাদের। আসলে এই ফুল গুলো এখন জীবিত ভাবে তাজা আছে। তাই কিন্তু মানুষ এই ফুল গুলো এখন আগ্রহের সাথে উপভোগ করছে।

1000059289.jpg

ঠিক মানুষের সৌন্দর্য কিছুটা সময় থাকে এবং একটি সময় চলে আসে সেই সৌন্দর্য চলে যায়। পাশে একটি শুকনা ফুল ছিলো তার ফটোগ্রাফি না করে। আমি কিন্তু তাজা ফুল গুলো ফটোগ্রাফি ধারণ করেছি। ঠিক তেমনই আমরা মানুষ অন্য মানুষ আমাদের সৌন্দর্য দেখবে। এবং যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু তাদের দিকে অতি সহজে কেউ তাকাবে না।

1000059288.jpg

তাই বলছি ফুলের সাথে বাস্তবতার অনেক মিল আছে। এতো অহংকার দেখিয়ে এই দুনিয়াতে চলা ঠিক নয়। কারণ অহংকার মানুষের জীবনে খুব বেশি দিন থাকে না। রূপের অহংকার তো আরো বেশি দিন থাকে না। একটি সময় রূপের অহংকার নষ্ট হয়ে যাবে এটাই বাস্তব। আপনার এখন সুন্দর রূপ আছে। আপনার পেছনে এখন অনেক মানুষ আছে। কিন্তু একটি সময় আপনার রূপ থাকবে না। আপনার রূপের অহংকার থাকবে না। তখন আপনার পেছনে কাউকে পাবেন না।

তাই এই লাইন টি কিছু মানুষের জন্য যারা রূপের অহংকার দেখিয়ে বেড়ান। যে এই কাজটি করবেন রূপের অহংকার দেখাবেন।একটু ভেবে চিন্তে রূপের অহংকার দেখাবেন। কারণ রূপের অহংকার বেশি দিন থাকে না। আমার কথা গুলো শুনে যদি কারোর খারাপ লাগে। তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ বাস্তবতার সাথে মানিয়ে চলতে হবে আমাদের। এবং এই ফুলের সাথে বাস্তবতার মিল আছে অনেক।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Hola amigo @baizid23 , un gusto saludarte me gusto mucho tu publicación esa flor muestra la realidad de la vida a veces nos fijamos mucho de la belleza de la persona , pero cuando esa belleza se acaba como la flor marchitada poco estas a tu lado , así es la realidad nos fijamos en las apariencias y no en lo que somos en el alma y lo que reflejamos como seres . Saludos .

 7 days ago 

আমার প্রিয় বন্ধু @jenniferm আমি আপনার মন্তব্য পেয়ে সত্যি অনেক বেশি আনন্দিত। এবং আপনার এই সুন্দর মন্তব্য আমার অনেক ভালো লেগেছে। এবং আমরা যদি এই কথাটি বুঝতাম তাহলে হয়তো বা সৌন্দর্যের অহংকার দেখাতাম না। ফুলের সৌন্দর্য যেমন সব সময় থাকে না ঠিক মানুষের সৌন্দর্য সব সময় থাকে না। তবে আমরা তো মানুষ তাই আমরা সব সময় সৌন্দর্যের অহংকার দেখিয়ে বেড়াই। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

Igualmente para ti mis mejores decesos en este día .

 9 days ago 

আপনার টাইটেলটি অসম্ভব সুন্দর হয়েছে সত্যি একটি ফুলের সৌন্দর্য যেমন আজীবন থাকেনা ঠিক তেমনি একজন মানুষের সুন্দর চেহারা আজীবন থাকে না।।

ফুলটি আমার কাছে পরিচিত হলো নামটা জানা নেই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর।। আর এরকম অসম্ভব সুন্দর ফুল আমাদের আশেপাশে অসংখ্য রয়েছে।। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।।

 7 days ago 

একদমই তাই ভাই এমন সুন্দর সুন্দর ফুল আমাদের আশে পাশে আমরা অনেক দেখতে পাই এবং যে ফুল গুলো সত্যি আমাদের মুগ্ধ করে। এবং এটা আমাদের সবার মেনে নিতে হবে মানুষের সৌন্দর্য সব সময় থাকে না যেমন ফুলের সৌন্দর্য সব সময় থাকে না। তবুও আমরা নিজেদের সৌন্দর্য নিয়ে অনেক লাফালাফি করি। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে শুভকামনা রইল।

 2 days ago 

ফুলের সৌন্দর্য যেমন সকালে ফোটে বিকেলে শেষ হয়ে যায় ঠিক তেমনি মানুষের সৌন্দর্য কিছু সময়ের জন্য মানুষ হয়তো বা নিজের রূপ নিয়ে অহংকার করে এটা করা মোটেও ঠিক না অহংকার পতনের মূল আমরা এটা ভুলে যাই।

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি এবং তার সাথে বাস্তব কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন অহংকার করা ঠিক নয় অহংকার আপনার জীবনে খুব খারাপ মুহূর্ত বয়ে নিয়ে আসবে তাই চলুন সবাই অহংকার ছেড়ে দিয়ে ভালো থাকার চেষ্টা করি।