যে মানুষটি চলে যেতে চাই তাকে যেতে দিতে হয়।
যে মানুষটি চলে যেতে চাই তাকে যেতে দিতে হয়। যে মানুষটি আমাদের জীবনে থাকতে চায় না। তাকে জোর করে ধরে রাখা যায় না। কথায় আছে যে পাখি উড়ে বেড়ায় তাকে বন্দী করে লাভ নেই। কারন সে কখনো খাঁচায় বন্দি হয়ে থাকে না। পাখিটি উড়ে বেড়াতে জানে তাই সে বন্দি জীবন চায় না।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আসলে খুব বেশি ভালো নেই আজকে। রাত পার হলেই ১৪ ফেব্রুয়ারি যাকে সবাই ভালোবাসা দিবস বলে। আজকে রাত বারোটার পর থেকে হয়তোবা সবাই তার প্রিয় মানুষটির কাছে ফোন দেবে।
কিন্তু আমি প্রতি দিন আমার একটি প্রিয় মানুষ ছিলো তার সাথে কথা বলতাম। তার সাথে নিজের সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতাম। তার সাথে কথা বলতে বলতে আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ে ছিলাম। হয়তোবা আমার এই অতিরিক্ত ভালোবাসা। তার কাছে বিরক্তির কারণ হয়ে পড়েছিল।
আসলে আজ কয়েক দিন ধরে আমার নিজের ব্যক্তিগত সম্পর্কের মধ্য সমস্যা ঢুকেছে। ফাইনালি আজকে আমরা দুই জন আলাদা হয়ে গিয়েছি। আজকে লেখার প্রতি কোনো মন ছিলো না। আম্মা মারা যাওয়ার পর থেকে সেই মানুষটির সাথে কথা বলি। সেই মানুষটি প্রথম আমার জীবনে এসেছিল বন্ধু হয়ে। একটি সময় বন্ধ থেকে ভালোলাগা এবং ভালোবাসা হয়ে যায় আমাদের মধ্যে।
সে আমার পুরো অতীত জেনে আমার জীবনে এসেছিল। তার প্রতি আমি আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ি। তার সাথে নিজের সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতাম। হয়তো বা আজকে তার সাথেও আমার কথা হতো। কিন্তু আজ ২-৩ দিন ধরে তার মধ্য অনেক পরিবর্তন আমি দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে ও না বোঝার মতো করেছিলাম। কারণ তাকে হারানোর একটি ভয় ছিলো নিজের মনে।
সে চলে যেতে চাই আমার জীবন থেকে এটা আমি অনুভব করতে পারি। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে অনেক কিছু হয়ে গেলো আমার জীবনে। সে আজ আমার সাথে সম্পর্ক শেষ করেছে। অবশ্যই সাথে আমিও বলেছি প্রয়োজন নেই এমন ভালোবাসা। কারণ সেই মানুষটির কাছে মূল্য ছিলো না আস্তে আস্তে আমার। এবং সে যেহেতু এই সম্পর্ক রাখতে চায় না তাই আমিও রাখতে চাই না।
সেই কারণে আজকে মনটা একটু খারাপ আছে তবে এটা ভেবে ভালো লাগছে। সে জীবনে এসেছিল কিন্তু থাকতে পারলো না। হয়তো বা যোগ্যতাই ছিলো না আমার তার জীবনে থেকে যাওয়ার। সে হয়তো বা আমার চেয়ে বেটার কাউকে পেয়েছে বলে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তার জন্য ভালোবাসা একটুও কমে যায়নি আমার। আমি মন থেকে দোয়া করি সে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি।
আর সে উড়ে বেড়াতে চায় পাখির মতো উড়ে বেড়াক বাস্তব জীবনটা কতো কঠিন। আমার মতো ভালোবাসুক এমন একটি মানুষ সে খুঁজে পাক এই আশা করি। যাইহোক বন্ধুরা মনটা একটু খারাপ ছিলো তবে কিছুটা হলেও ভালো লাগছে সবাই ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আবেগ খুবই জঘন্য একটা জিনিস একটা মানুষের প্রতি যখন আমাদের আবেগ চলে আসে আমরা চাইলেও কিন্তু সেই মানুষটাকে সহজে ভুলে থাকতে পারে না তবে যে চলে যাতে চায় তাকে কখনোই ধরে রাখা ঠিক না যে আপনার সে আপনার কাছ থেকে কখনো যাবেনা তবে যে আপনার না তাকে হাজার চেষ্টা করেও আপনি ধরে রাখতে পারবেন না তাকে ছেড়ে দিন যদি সে আপনার হয় তাহলে সে অবশ্যই ফিরে আসবে আর যদি সে আপনার না হয় তাহলে আর কখনো ফিরবে না।