কাঁকড়া খেতে অনেকেই ভালোবাসে তবে আমাদের বাড়িতে কাঁকড়া কেউ ভালো খায় না। তাই রান্না প্রায় হয় না বললেই চলে। একবার আমার জা রান্না করে দিয়েছিলো, তবে খুব একটা ভালো লাগেনি আমার। তবে আপনার রান্নাটা দেখতে লোভনীয় লাগছে, আশাকরি খেতেও বেশ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ রেসিপিটি ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন।
@baishakhi88আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ সেরকম একটা ভালো খায়না। তাই রান্না করলে আমি আর আমার যায়ের ছেলে দুজনে খাই।