অতৃপ্ত স্পর্শ। 😰
"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই.......
![]() |
---|
আজকে আমি আপনাদের মাঝে আমার বন্ধুর সাথে ঘুরতে যাওয়া একটি ভূতুড়ে ঘটনা শেয়ার করব। আমি প্রথমে বিষয়টা বিশ্বাস করিনি। কারণ আমি এসব অলৌকিক বিষয় বিশ্বাস করিনা। কিন্তু তারপরও আমার কাহিনীটা শুনে কেমন একটা লাগলো। এজন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার না করে থাকতে পারলাম না।
আমার বন্ধুরা রাফিদ। সে একজন সাইকেলিস্ট। সে সাইকেলে করে সারা দেশে ভ্রমণ করতে চায়। এতিমধ্যে সে দেশের বিভিন্ন জেলায় ঘোরা শেষ করেছে শুধুমাত্র সাইকেল চালিয়ে। এমন একটি সময়ে সে যখন সাইকেলে ভ্রমন করতে গিয়েছিল তখন তার সাথে এই ঘটনাটা ঘটে। সিলেটে সেদিন তার শেষ দিন ছিল। এজন্য সে ভরপুর তার হোটেল থেকে বেরিয়ে পড়েছিল।
![]() |
---|
সময় তখন ঠিক ঘড়ির কাঁটায় ভোর চারটা। এতো সকালে তার হোটেলের পার্কিং ও খোলা ছিল না। এজন্য সে কেয়ারটেকার এর ঘরের সামনে গেল পার্কিং টা খোলার জন্য। কিছুক্ষণ দরজা ধাকান্নোর পর দরজা খুলে চাবি নিয়ে আসলো। তারপর লোকটা আমার বন্ধুকে নিয়ে পার্কিং খুলে সাইকেলটা বের করে দিলেন। তারপর রাফিদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো তার গন্তব্যে।
কিছুপথ যাওয়ার পর রাফিদের মনে হলো কোনো অদৃশ্য হাত তাকে স্পর্শ করছে। তার মনে হলো তার হাতের উপর কেউ হাত রাখছে। প্রথমে সে বিষয়টাকে খুব একটা পাত্তা দিলো না। কারণ তার মনে হচ্ছিলো যে এটা শীতের কারণে হচ্ছে। এতো ভোরে রাস্তাঘাটে একটা লোক ও ছিল না। সে আবারো সেই অদৃশ্য স্পর্শটা অনুভব করতে লাগলো। হঠাৎ স্পর্শটা আরো বেড়ে গেল।
![]() |
---|
শীতল রক্ত বর্ণের হাত তার গলাটা জড়িয়ে ধরলো এবং কানে ফিসফিস করে বলতে লাগলো, কেমন আছো? বন্ধু কিছুটা ঘাবড়ে গিয়ে সাইকেলের ব্রেক কষলো। তারপর চারিদিকে লাইট মেরে দেখল, কিন্তু কেউ ছিলনা আশেপাশে। হঠাৎই তার সামনে ভয়ংকর দেখতে কেউ এসে দাঁড়ালো! সে তাকে দেখে কিছুটা ঘাবড়ে যায়।
অদ্ভুত দেখতে লোকটা তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দেয় এবং কিছুক্ষণ পর অদ্ভুত জন্তুতে পরিণত হলো সেই ব্যক্তিটা। তারপর সেই জন্তুটা রাস্তার একপাশ থেকে একটা দীর্ঘ লাফ দিয়ে পাশের জঙ্গলে চলে গেল। ভয়ে তার গয়ের লোম কাটা দিতে লাগে। সে আশপাশে তাকিয়ে দেখলো হঠাৎই তার চোখের সামনের থেকে অদৃশ্য হয়ে গেলো সেই জন্তুটা।
![]() |
---|
শীতের সময়ও তার শরীর দিয়ে অঝরে ঘাম ঝরতে লাগলো। তারপর সে বুকে একটু সাহস নিয়ে লোকালয়ের ধারে গেল। লোকালয়ের ধারের একটা টং দোকান থেকে কিছুটা জল খেয়ে আবারও চলা শুরু করে।
তার চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা ঘটার পর নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। তারপর সে কোনো মতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর ভয়ে তার দু'তিন দিন বেশ জ্বর ছিল। তারপর সে আস্তে আস্তে কিছুটা সুস্থ হলে আমার সাথে দেখা করতে এসেছিল। তখন আমার সাথে এই অদ্ভুত ঘটনাটা শেয়ার করেছিল সে। তাই আমি ভাবলাম বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিলেট শহরের অনেক ধরনের এই বিষয় নিয়ে গল্প আমি রেডিও ফিল্ম এর মধ্যে শুনেছিলাম তবে আপনার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তোবা বাস্তব কারণ সিলেটের পাহাড়ী অঞ্চলে গাছের ভেরে অনেক ধরনের অনেক কিছুই দেখা যায় যতটুকু আমি কিছু মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলাম।
এই পৃথিবীতে অশরীরী কোন আত্মা ঘুরে বেড়ায় এটা আমি বিশ্বাস করিনা তবে আমার সাথেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে তখন থেকেই বিশ্বাস করেছিলাম যে কিছু তো আছে যেটা আমাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে আপনার বন্ধু তাকে দেখার পর ভয় পেয়ে যায় তার জ্বর চলে আসে এটা তাহলে সত্যিই কিছু ছিল।