ভালোবাসার পেন্সিল স্কেচ। ❤️🔥
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
![]() |
---|
সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি পৃথিবীর সবথেকে পবিত্র অনুভূতি হলো ভালোবাসা। ভালোবাসার মানুষটির সাথে কাটানো মূহুর্ত গুলো সবথেকে ভালো ও সুন্দর মূহুর্ত গুলোর মধ্যে একটি। একটা মানুষকে ভালোবাসি বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন ভালোবাসা মানুষটিকে সম্মান করা৷
ভালো তো সবাই বাসতে পারে কিন্তু কয়জন এই ভালোবাসার সম্মান রক্ষা করতে পারে। ভালোবাসা কখনো আমাদের ঘৃণা শেখায় না। ভালোবাসা নিজেকে বিনয়ী হতে শেখায়। আমাদের সকলের উচিত আমাদের ভালোবাসার মানুষটির খেয়াল রাখা এবং তার সকল কাজকে সমর্থন করা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো......
অনেক ভালোবাসার কথা হলো এখন চলুন স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে বর্ণনা করি।
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি লাল কমল ও ব্যবহার করেছি।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে প্রতিদিনের মতো খাতার চারপাশে স্কেল ব্যবহার করে দাগ টেনে নিলমা।
২য় ধাপ
![]() |
---|
স্কেল ব্যবহার করে ভালোবাসার দুটি মানুষ আঁকানোর জন্য দাগ টেনে নিলাম। তারপর মেয়েটার ফুল বডি ও জামা আঁকায় নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
তারপর মেয়েটার হাত দুটো আঁকায় নিলাম। হাত আঁকাতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ এক সময় হাত মোটা হয়ে যায় তো আবার চিকন হয়ে যায়।
৪র্থ ধাপ
![]() |
---|
তারপর ছেলেটা আঁকানো শুরু করলাম। প্রথমে ছেলেটার বডি ও মাথা আঁকায় নিলাম।
৫ম ধাপ
![]() |
---|
পরবর্তীতে তার হাত, পা আঁকায় নিলাম। ছেলের হাত, পা ও আঁকাতে আমার বেশ সমস্যা হয়েছিল।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
আমি মনে করি ভালোবাসা দিবসে ভালেবাসার মানুষটিকে গোলাপ ফুল না দিলে ভালোবাসা কেমন আমার কাছে অসম্পূর্ণ থেকে যায়। তাই ছোট একটা গোলাপ ফুল আঁকিয়ে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
তারপর একটা গাছ আঁকানোর প্রথমে গাছটা আঁকায় নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
গাছ আঁকানোর গাছের ডালপালা আঁকায় নিলাম।
৯ম ধাপ
![]() |
---|
তারপর কাটা কম্পাস ব্যবহার করে চাঁদ ও একটা সার্কেল আঁকায় নিলমা।
১০ম ধাপ
![]() |
---|
সবকিছু আঁকানোর পর এবার স্কেচ এর পালা। তাই প্রথমে আকাশটা স্কেচ করে নিলাম।
১১ম ধাপ
![]() |
---|
তারপর স্কেচটা তুলা দিয়ে মিশিয়ে নিলাম।
১২ম ধাপ
![]() |
---|
আকাশ স্কেচ করার সময় গাছটা একটু অদৃশ্য হয়ে গিয়েছিল তাই গাছের চারপাশ দিয়ে পেন্সিল দিয়ে আবারো আকে নিলাম। এবং গাছটি ও গাছের ডালপালা স্কেচ করে নিলাম।
১৩ম ধাপ
![]() |
---|
তারপর মেয়েটাকে স্কেচ করা শুরু করলাম। স্কেচ করার শেষে শাড়ির আসলটাও আঁকিয়ে নিলাম।
১৪ম ধাপ
![]() |
---|
মেয়েটির স্কেচ শেষ হওয়ার পর ছেলেটার স্কেচ করা শুরু করলাম।
১৫ম ধাপ
![]() |
---|
তারপর ভালোবাসার প্রতিক গোলাপ ফুলটি স্কেচ করে নিলাম এবং লাল কমল দিয়ে গোলাপ ফুলটি কালার করে নিলাম৷
১৬ম ধাপ
![]() |
---|
পরবর্তীতে গাছের পাতা দেওয়া যখন শুরু করবো তখন ভাবলাম ভালোবাসা দিবসে একটু অন্য রকম কিছু করি। তাই পাতার বদলে লাভ সাইন দিয়ে গাছের প্রতিটা ডালপালা ভরিয়ে দিলাম। পরে অবশ্য নিজের কাছেই দেখতে অনেক ভালো লাগছিল।
১৭ম ধাপ
![]() |
---|
চাঁদটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই চাঁদের ভিতর দিয়ে এক ঝাক পাখি আঁকায় নিলাম।
ফাইনাল লুক
![]() |
---|
অবশেষে দুই দিন আঁকানোর পর আমার স্কেচটা এরকম দেখতে লাগছে। দুই দিন লাগার কারণ হচ্ছে অনেক দিন পর মানুষ আঁকলাম তাই অনেক সময় লেগে গেছে।
আশা করি আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ড্রইং আমার একটা পছন্দের কাজ। সময় হলেই আমি বসে যায় রঙ পেন্সিল নিয়ে ছবি আকতে। হোক না সেটা কোনো আকাআকি।তারপরও ভালো লাগে।।আমার কাছে সময় কাটানোর একটা ভালো মাধ্যম হলো ড্রইং। আপনার ভালোবাসার পেন্সিল স্কেসটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আমি জেনে খুশি হয়েছি যে আপনিও আমার মতো ড্রইং করতে খুব ভালোবাসেন। আপনি ঠিক কথায় বলেছেন সময় কাটানোর একটা ভালো মাধ্যম হলো ড্রইং করা। ড্রইং করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আমি তো যখনই সময় পাই আঁকতে বসে পড়ি।
ভালো থাকবেন দাদা আপনি।
আপনার পেন্সিল স্কেচটি সত্যি প্রশংসনীয়। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে পড়তে পড়তে মনে হলো যেন নিজের চোখের সামনে ছবিটা আঁকা হচ্ছে। বিশেষ করে গাছের পাতার বদলে লাভ সাইন ব্যবহার করার ভাবনাটি একদম অনন্য লেগেছে। ভালবাসার প্রতীক হিসেবে গোলাপের লাল রং যুক্ত করাও দারুন একটি সংযোজন। আপনি যদি আরও এ ধরনের স্কেচ শেয়ার করেন তবে অবশ্যই তা দেখতে চাইবো। অনেক অনেক শুভকামনা রইল।
এত সুন্দর ভাবে মনের অনুভূতি প্রকাশ করার সুন্দর একটা স্কেচ আপনি তৈরি করেছেন যেটা দেখতেই তো অনেক বেশি সুন্দর লাগছে আপনি মনে হয় ছোটবেলা থেকে ছবি একটা অনেক বেশি পছন্দ করতেন তা না হলে এত নিখুঁতভাবে ছবি আঁকার হাত আপনার কিভাবে তৈরি হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু রিপ্লাই করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসার অনুভূতি প্রদান করার মুহূর্তটা এত সুন্দর ভাবে আমাদের সাথে ফুটিয়ে তোলার জন্য ভালো থাকবেন।