মুক্ত পাখি গুলো। (পেন্সিল স্কেচ)

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......

1000007780.jpg

বিগত দুটি পেন্সিল স্কেচে আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি। আপনারা আমার স্কেচ গুলো অনেক পছন্দ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কম মানুষই আছি যারা পাখি পছন্দ করে না। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাখি পোষে। এর মধ্যে আমিও একজন পাখি প্রেমী। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তার কয়েক মাস আগে একটা টিয়া পাখি কিনেছিলাম।

প্রথম প্রথম টিয়া পাখিটা খাঁচার ভেতরেই থাকতো। কিন্তু আমার এ ব্যাপারটা মোটেও ভালো লাগতো না। কারণ খাঁচার ভেতরে কেমন মনে হতো ওরা যেন জেলখানায় আছে। তাই কয়েকদিন পর আমি তাকে খাঁচা থেকে বের করে ঘরের ভিতরেই রাখতাম। ঘরের ভেতরে অনেক জায়গা থাকে সে সকল জায়গায় ঘুরে বেড়াতে। প্রথম প্রথম ঘরের জানালাগুলো আটকানো থাকলেও পরে যখন সে পোষ মানলো তখন জানলা গুলো খোলা থাকতো।

1000007781.jpg

জানলা খোলা থাকা সত্বেও সে বাইরে কথা বলে যেত না। পাখিটা কয়েক মাস পর কথা বলা শুরু করেছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে পাখিটা মারা যায়। আমি যখন দোকান থেকে পাখিটা কিনেছিলাম তখন ওরা বলেছিল, টিয়া পাখি বেশি দিন বাঁচে না আর অনেক টিয়া পাখি কথা বলা শুরু সময় মারা যায়। ওই সময় তাদের নাকি অনেক চাপ পড়ে। আমি যখন শোফার পরে বশে টিভি দেখতাম তখনই পাখিটা উড়ে এসে আমার পাশে এসে বসতো। বাসায় থাকলেই সে আমার কাছেই থাকতো বেশির ভাগ সময়।

এখন চলুন আমি কিভাবে স্কেচটা আঁকলাম প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে শেয়ার করি........

উপকরণ

1000007782.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।

১ম ধাপ

1000007765.jpg

আমার প্রতিটি আঁকার মতো প্রথমেই খাতা চারপাশে স্কেল ব্যবহার করে মার্জিন টানি। এটিও তার ব্যতিক্রম নয়। স্কেল ব্যবহার করে খাতার চারপাশে মার্জিন টেনে নিলাম।

২য় ধাপ

1000007767.png

তারপর স্কেল ব্যবহার করে বারান্দার একটি শেপ তৈরি করে নিলাম।

৩য় ধাপ

1000007768.png

আবারও স্কেল ব্যবহার করে পাখির খাঁচা রাখার জন্য একটি স্ট্যান্ড তৈরি করে নিলাম।

৪র্থ ধাপ

1000007769.png

স্ট্যান্ড আঁকানো শেষে পাখি রাখার খাঁচাটা পেন্সিল দিয়ে একটা বেজ তৈরি করে নিলাম। পাখির খাঁচা আঁকাতে খাঁচার চারপাশে বেড়া দেওয়ার জন্য স্কেলের সাহায্য নিলাম।

৫ম ধাপ

1000007770.png

পাখির খাঁচা আঁকানো শেষ হওয়ার পর এবার পাখি আঁকার পালা। তাই 2b পেন্সিল ব্যবহার করে পাখি আঁকায় নিলাম। প্রথমে একটি পাখি আঁকানোর চেষ্টা করেছিলাম। পরে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগার কারণে আরো দুটো পাখি আঁকায় নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000007771.png

পাখিগুলো আঁকানোর শেষে পাখি রাখার স্ট্যান্ডের পাশ দিয়ে লতাপাতা আকাই নিলাম যাতে দেখতে একটু ভালো লাগে।

৭ম ধাপ

1000007772.png

আমার আঁকানোর বেজ কমপ্লিট। এখন স্কেচ করার সময়। তাই প্রথমে বারান্দ থেকে স্কেচ শুরু করলাম। স্কেচ করার সময় পেন্সিলটা একটু বাঁকা অবস্থায় ধরতে হবে। এবং হাতটা নমনীয় করে স্কেচ করতে হয়।

৮ম ধাপ

1000007773.png

বারান্দার স্কেচ শেষে খাঁচার রাখার স্ট্যান্ড এবং লতা পাতার স্কেচটা করে নিলাম। সাথে পাতাগুলো ভালো ভাবে স্কেচ করে নিলাম।

৯ম ধাপ

1000007774.png

তারপর কাঁটা কম্পাস ব্যবহার করে ছোট্ট একটা গোল কাগজ কেটে নিলাম। কারণ এই গোল কাগজ ব্যবহার করে খাঁচার চারপাশে একটা আবরণ তৈরি করব। তারপর খাঁচার মাঝ বরাবর কাগজটা রেখে কাগজের চারপাশ দিয়ে স্কেচ করে নিলাম।

১০ম ধাপ

1000007775.png

পরবর্তীতে খাঁচাটা 6b পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম।

১১ম ধাপ

1000007776.png

তারপর আগের আঁকানো পাখিগুলো ভালো স্কেচ করে নিলাম। এবং পাখির ডানাগুলো পেন্সিল দিয়ে আঁকিয়ে নিলাম।

১২ম ধাপ

1000007777.png

স্কেচ শেষ করার পর পেন্সিল এর কালি সব জায়গায় ভালো ভাবে মিশানোর জন্য একটা কাঠির মাথায় তুলা লাগিয়ে কালি গুলো মিশিয়ে নিলাম

১৩ম ধাপ

1000007778.png

আঁকানোর চারপাশ পেন্সিল দিয়ে আবারও আঁকায় নিলাম। যার ফলে প্রতিটা লাইন স্পষ্ট হয়।

ফাইনাল লুক

1000007779.jpg

আবশেষে আমার সব কিছু করার পর দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার স্কেচটা শেষ হলো।

আশা করি আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

TEAM 4

Your content has been successfully curated by our team via @kouba01.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

 23 hours ago 

Thank you so much for supporting me.......

Loading...
 12 hours ago 

আপনার স্কেচটি নিঃসন্দেহে অসাধারণ হয়েছে!
আপনার আঁকা পাখিগুলো যেন মুক্তির পক্ষে এক শক্তিশালী বার্তা দেয়। স্কেচে যে অনুভূতি ফুটে উঠেছে তা খুবই গভীর এবং সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশায় আছি আরো সুন্দর সুন্দর পোস্ট আপনাদেরকে উপহার দিবেন।