Better life with steem. The dairy game. 18/02/2025. My work day.
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি আমার জমিতে চলে আসলাম। আমাদের এলাকার মধ্যে বেশ কিছু জমিতে ভুট্টার চাষ হয়েছে। আমরা আমাদের জমিতে ভুট্টা চাষ করেছি। এবং কিছু জমিতে ধান চাষ করেছি। কত কিছুদিন আগে জমিতে ধানের চারা রোপন করেছি। এইসব দেখে আমি আমার মরিচের জমিতে চলে আসলাম।
কিছু শ্রমিক নিয়েছি মরিচের জমি থেকে মরিচ উত্তোলন করার জন্য। তারা মরিচগুলো গাছ থেকে ছেড়ে একটা গামলা বা বালতির মধ্যে রাখে। সেই মরিচ গুলোকে একত্রিত করে বস্তার মধ্যে রাখতে হয়। বস্তার মধ্যে রেখে তারপর আবারও মরিচগুলো শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। এখন দিনের তাপমাত্রা খুব ভালো। দিনে অনেকটা গরম হলে তো হলেও রাতে মোটামুটি ঠান্ডা অনুভূত হয়। আমাদের এলাকায় মোটামুটি তিন চার ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। সব থেকে বেশি উৎপাদন হয় মরিচ এবং ধান। তারপর সরিষা ভুট্টা এবং কিছু জমিতে পাট চাষ করা হয়।
দুপুর ২:৩০ টার দিকে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার বাড়িতে নারিকেল গাছটার দিকে খেয়াল করি। নারিকেল গাছের পাতাতে কিছু উপকার আক্রমণ হয়েছে। এবং গাছের সাথেও বেশ কিছু আগাছা তৈরি হয়েছে। এজন্য গাছের সাথে কিছু পোকা মারা কীটনাশক প্রয়োগ করিতে হইবে। বেশ কিছুক্ষণ সময় এসব পর্যবেক্ষণ করে আমি গোসল করলাম। গোসল করে শরীরে ভালো করে রোদ লাগিয়ে নিলাম। তারপর শরীরে সরিষার তেল হালকা করে মেখে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ সময় বাড়িতে নিলাম। তারপর তারপর বিছানা থেকে আমি বাজারে দিকে রওনা শুরু করলাম। আমাদের বাড়ি থেকে বাজার একটু দূরে হওয়ার কারণে অটোরিক্সের মাধ্যমে যাতায়াত করতে হয়। তাই রিক্সার মাধ্যমে বাজারে চলে গেলাম।
বাজারে গিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও মরিচ ক্রয় করা শুরু করা হয়। প্রত্যেকদিন আমাদের বাজারে মরিচ ক্রয় করা হয়। আজকে আমাদের বাজারে প্রতি কেজি মরিচ ২০ টাকা ধরে ক্রয় করা হচ্ছে। একটা সময় মরিচ ক্রয় করা বাদে আমি কিছু খাবার খাওয়ার জন্য দূরে চলে গেলাম।
বাজারের এক পাশে গিয়ে আমি একটা হালিম খেলাম। আমাদের বাজারে মোট দুইটা দোকান আছে হালিম বিক্রি করার জন্য। আমি মাঝেমধ্যে হালিম খেয়ে থাকি। হালিম খেয়ে আবারো আমার কাজে লেগে পরলাম।
আমাদের মরিচগুলোতে বেশ কিছু পাতা এবং মোটা মরিচ ছিল। সেগুলো আমরা পরিষ্কার করে আলাদা করে দিচ্ছি। মরিচের গুণগত মান ঠিক রাখার জন্য এসব কাজ করতে হয়। অনেকেই মিলে এসব কাজ করা হচ্ছে।
মরিচগুলো পরিষ্কার করে বস্তার মধ্যে উঠানো হলো। তারপর বস্তা গুলো ওজন করে ওজন দাগ বস্তার গায়ে লেখা হলো। তারপর শ্রমিকেরা বস্তাগুলোকে টাকের মধ্যে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পর বস্তাগুলো ট্রাকের মধ্যে রশি দিয়ে বাধা হয়। তারপর ট্রাকটি তার গন্তব্যে বাজার থেকে রওনা দিল। আমি আমার খাতার হিসাব গুলো করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ সময় এসব গুলো করলাম। তারপর আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে হাতমুখ দিয়ে রাতের খাবার খেলাম। তারপর মোবাইলে বিভিন্ন রকমের খবর দেখলাম। ছিল আজকে আমার সারা দিন। সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।