মালেশিয়ার একটি মার্কেট থেকে জিনিসপত্রের দাম সম্পর্কে আপনাদের জানাবো।

in CCS6 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা শুভ বিকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সম্পর্কে হয়তোবা আপনারা কিছুটা হলেও মালেশিয়ার জিনিসপত্রের দাম সম্পর্কে ধারণা করতে পারবেন।

IMG_20250924_164002.jpg

  • আলুর দাম:-
    আলু আমাদের নৃত্য প্রয়োজনে একটি খাবার যেটা আমরা রান্না করে খেয়ে থাকি প্রতিটি সবজির তরকারিতে আমরা এই আলু ব্যবহার করে থাকি তবে অনেকেই হয়তোবা জানেন না মালয়েশিয়াতে এখন আলুর কেজি কত যদি আমরা এক কেজি আলু পাইকারি কিনতে যায় তাহলে এক রিঙ্গিত ২০ পয়সা পড়ে যাই তবে যদি আমরা কোন মার্কেট থেকে কিনি তাহলে সেটার কেজি এক রিঙ্গিত ৫০ পয়সা দিয়ে দাঁড়ায়। মার্কেট অনুযায়ী জিনিসের দাম কম বেশি হয়ে থাকে।

IMG_20250921_094302.jpg

  • পিয়াজের দাম:-
    আমরা যেটাই রান্না করি না কেন পেঁয়াজ ছাড়া রান্না করা সম্ভব হয় না প্রতিটি তরকারিতে পেঁয়াজ দিতে হয় আজকে মালয়েশিয়াতে এক কেজি পেঁয়াজের দাম এক রিঙ্গিত ৭৫ পয়সা। কোন কোন জায়গায় আবার ৩ টাকাও নিয়ে থাকে সেগুলো আবার একটু ভাল মানের পেঁয়াজ। তবে আমি যে ছবিগুলো উঠেছি এগুলোর প্রতি কেজি দুই টাকা 50 পয়সা।

IMG_20250921_094258.jpg

  • শুকনা মরিচ:-
    শুকনা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেট করা রয়েছে এগুলো একেবারে ফ্রেশ এই প্যাকেটের মূল্য ৬ টাকা ৪৭ পয়সা যা বাংলা টাকা এসব করলে দাড়াই তিন ২০০ টাকা প্লাস।

IMG_20250921_094255.jpg

  • আদার দাম;-
    আদা একটি মসলা জাতীয় খাবার মাংসের তরকারি অথবা মাছের তরকারিতে আমরা আদা ব্যবহার করে থাকি তবে বেশি অংশ সময় মাংসের তরকারিতে আদা ব্যবহার করা হয় বাংলাদেশেও আদার দাম অনেক বেশি মালয়েশিয়াতেও তার চেয়ে বেশি এখানে ১ কেজি আদার দাম ২৫ রিঙ্গিত যা বাংলা টাকায় ৭০০ টাকা প্লাস।

IMG_20250921_094248.jpg

তো বন্ধুরা এই ছিল কিছু বাজার সংক্রান্ত আপডেট যেহেতু আমি মালেশিয়াতে থাকি তাই মালয়েশিয়ার জিনিসপত্র সম্পর্কে হয় বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়েছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

I'm a Bangladeshi, so articles are always written in Bangla. I'm not very good at English, so I feel more comfortable writing in my mother tongue.

Thank you very much for visiting my writing.

Sort:  

Congratulations @mdsahin111, your post was upvoted by @supportive.

 5 days ago 

Thanks

There are many fresh vegetables in the Bazaar, Beautiful photography.

$upvote30%

 5 days ago 

Thank you so much for supporting me