গোপনীয় এক জটিল রোগ গনোরিয়া ! জেনে রাখুন লক্ষণ, চিকিৎসার উপায় !

in #health7 years ago

গনরিয়া একটি যৌনবাহিত সংক্রামন (STI) যা নাইসেরিয়া গনোরিয়া অথবা গনোকক্কাস নামক ব্যাকটেরিয়া থেকে হয়। এটা “আঘাত” হিসেবে পরিচিত। এই ব্যাকটেরিয়া প্রধানত পুরুষদের লিঙ্গ এবং মহিলাদের যোনীর নিঃসরন থেকে হয়।
গনোরিয়া খুব সহজেই মানুষের মধ্যে যেভাবে যেতে পারেঃ
– অনিরাপদ যোনী , মুখ অথবা পায়ুপথে সেক্স ।
– কম্পন সৃষ্টিকারী অথবা অন্যান্য সেক্স পুতুল যা ধৌত করা হয়েছে এবং নতুন কনডম দিয়ে ব্যবহার করা হয়েছে।
এই ব্যাকটেরিয়া সারভিক্স বা ডিম্বাশয়ের প্রবেশপথে সংক্রামন করতে পারে, মূত্রনালী (একটি টিউব যা শরীরের মূত্র বহন করে), পায়ুপথ এবং খুব কমভাবে গলা অথবা চোখে সংক্রামন করে। এই সংক্রামন একটি গর্ভবতী মা থেকে তার বাচ্চার কাছে যেতে পারে।
গনোরিয়া চুম্বন, আলিঙ্গন, একসাথে গোসল, একই তোয়ালে, সুইমিং পুল, টয়লেট সিট, অথবা কাপ, প্লেট, এগুলো ভাগ করার মাধ্যমে ছড়ায় না, কারন ব্যাকটেরিয়া মানুষের শরীরের বাহিরে বেশিক্ষন টিকে থাকতে পারেনা।
লক্ষন এবং উপসর্গঃ
গনোরিয়ার স্বাভাবিক উপসর্গ হল যোনী অথবা লিঙ্গ থেকে মোটা সবুজ অথবা হলুদ তরল নিঃসরন হওয়া , মূত্রত্যাগের সময় ব্যাথা এবং মহিলাদের মাসিকের সময় রক্তপাত হওয়া। তবে, ১ থেকে ১০ জন আক্রান্ত মানুষ এবং প্রায় আক্রান্তদের অর্ধেক কোন উপসর্গের অভিজ্ঞতা পায়না।
পরীক্ষা করাঃ
যদি আপনার গনোরিয়ার কোন উপসর্গ থাকে অথবা আপনি যদি চিন্তিত থাকেন আপনি STI নিতে পারেন , আপনার খুব শীঘ্রই চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। গনোরিয়া নিঃসরনের কিছু নমুনা হাতলের সাহায্যে নিয়ে সেটা পরীক্ষা করার মাধ্যমে খুব সহজেই নির্নয় করা যায়। মূত্রের নমুনা পরীক্ষা করেও মানুষের মাঝে এটা নির্নয় করা যায়।এটা যত দ্রুত সম্ভব নির্নয় করা উচিৎ কারন গনোরিয়ার চিকিৎসা যদি না করা হয় তবে তা স্বাস্থ্যে আরো সমস্যার সৃষ্টি করতে পারে, এমনকি মহিলাদের পেলভিক ইনফ্লামেটরী ডিজিজ (PID) বা বন্ধাত্বও সৃষ্টি করতে পারে।
গনোরিয়ার চিকিৎসাঃ
গনোরিয়া সাধারনত একটি এন্টিবায়োটিক ইনজেকশন এবং একটি এন্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে ভাল করা যেতে পারে। কার্যকরী চিকিৎসার সাথে, আপনার বেশীরভাগ উপসর্গ কিছুদিনের মাঝে উন্নতি করা উচিৎ।
সাধারনত এক বা দু সপ্তাহের একটি তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়, তাই আপনি যদি সংক্রামনের ব্যাপারে নিশ্চিত থেকে থাকেন তবে অন্য পরীক্ষাও করানো উচিৎ।
আপনার সেক্স উপেক্ষা করা উচিৎ যতক্ষন না পর্যন্ত আপনি সবকিছু সম্পর্কে নিশ্চিত হউন।
কারা আক্রান্ত?
যৌনক্রিয়ায় সক্রিয় যে কেউ গনোরিয়ায় আক্রান্ত হতে পারেন, বিশেষ করে যারা নিয়মিত পার্টনার পরিবর্তন করে থাকেন অথবা জন্মনিয়ন্ত্রনের বাধা হিসেবে সেক্সের সময় কনডম ব্যবহার করেন না। গনোরিয়ার অতীত সফল চিকিৎসা পুনরায় সংক্রামিত হওয়া থেকে আপনাকে বিরত রাখবেনা।
গনরিয়া প্রতিরোধঃ
গনোরিয়া এবং অন্যান্য STIs সফলভাবে প্রতিরোধ করা করা হয়েছে সঠিক জন্মনিয়ন্ত্রন ব্যবহার এবং অন্যান্য সতর্কতা মেনে যেমনঃ
-আপনার প্রত্যেক যোনী সেক্সে এবং পায়ুপথে সেক্সের সময় কনডম ব্যবহার করা
-যদি আপনি মুখে সেক্স করে থাকেন তবে লিঙ্গকে কনডম দিয়ে ঢেকে দিন
-সেক্স পুতুল ভাগ না করা, অথবা তাদের কে পরিষ্কার করা এবং কেউ ব্যবহার করার আগে তাদের কে কনডম দিয়ে ঢেকে দেওয়া ।
সবাই এখন যা পড়ছে :-
রোগ নিরাময়ে মুলার ভূমিকা, দারুন সব উপকারিতা
মুলার ঝাঁঝ ওয়ালা গন্ধের কারণে অনেকে নাক কুঁচকে ফেলেন। তাই আর খাওয়া হয়ে ওঠে না। অথচ এই সবজিটি হতে পারে আপনার অসংখ্য রোগ থেকে মুক্তির উপায়।
সহজলভ্য এবং পর্যাপ্ততা থাকায় আপনিও অনায়াসে খেতে পারেন অসাধারণ উপকারী এই সবজি। প্রতি ১০০ গ্রাম মুলাতে প্রোটিন আছে ০.৭ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.৪ গ্রাম, ভিটামিন ‘এ’ ০.০ আইইউ, ফ্যাট ০.১ গ্রাম, আঁশ ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, ফসফরাস ২২ মিলিগ্রাম, লৌহ ০.৪ মিলিগ্রাম, পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম, ভিটামিন ‘সি’ ১৫ মিলিগ্রাম।
বাজারে পাওয়া সাদা ও লাল দুই ধরনের মুলাতে আছে সমান পুষ্টিগুণ। মজার বিষয় হল, মুলার চেয়ে এর পাতার গুণ অনেক বেশি। কচি মুলার পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং খুবই মজাদার।
পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি পাওয়া যায়। খাবার উপযোগী ১০০ গ্রাম মুলাপাতায় আছে আমিষ ১.৭ গ্রাম, শ্বেতসার ২.৫ গ্রাম, চর্বি ১.০০ গ্রাম, খনিজ লবণ ০.৫৭ গ্রাম, ভিটামিন সি ১৪৮ মিলিগ্রাম, ভিটামিন এ বা ক্যারোটিন ৯ হাজার ৭০০ মাইক্রোম ভিটামিন বি-১০.০০৪ মিলিগ্রাম, বি-২০.১০ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩০ মিলিগ্রাম, লৌহ ৩.৬ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৪০ মিলিগ্রাম, পটাসিয়াম ১২০ মিলিগ্রাম।
এসব উপাদান আপনার সুস্থতায় কী ধরনের ভূমিকা রাখতে পারে তা জেনে নেয়া যাকঃ
মুলার হজমকারী ক্ষমতা কোষ্ঠকাঠিন্য দূর করে। পাইলস রোগে আরাম হয়। পাইলসের কারণে রক্ত পড়া পর্যন্ত বন্ধ হয়। মুলা রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। লিভার এবং পাকস্থলীর সমস্ত দুষণ এবং বর্জ্য পরিস্কার করে থাকে। মুলা কিডনি রোগসহ মূত্রনালির অন্যান্য রোগে উপকারী। কাঁচা মুলা খাওয়ার অভ্যাস থাকলে হজম হয় দ্রুত এবং রুচি বাড়ে। কচি মুলার সালাদ ক্ষুধা বৃদ্ধি করতে সহায়ক। জ্বরে ভুগলে বা মুখের রুচি নষ্ট হয়ে গেলে মুলা কুচি করে কেটে চিবিয়ে খেলে উপকার পাবেন। জ্বর কমবে, মুখের রুচিও বাড়বে। পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা হলে মুলার রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খেলে ভালো ফল পাবেন। শ্বেত রোগের চিকিৎসায় মুলা দারুণ উপকারী। এন্টি কারসেনোজিনিক উপাদান সমৃদ্ধ মুলার বীজ আদার রস এবং ভিনেগার একসঙ্গে ভিজিয়ে রেখে আক্রান্ত স্থানে লাগাতে হবে। কাঁচা মুলা চিবিয়ে খেলেও কাজ দেবে। ত্বক পরিচর্যায়ও মুলা ব্যবহৃত হয়, কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। কাঁচা মুলার পাতলা টুকরা ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয়। এছাড়া কাঁচা মুলা প্যাক এবং ক্লিনজার হিসেবেও দারুন উপকারী নিয়মিত মুলা খাওয়ার অভ্যাস থাকলে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে।

Sort:  

Very nice post brother I m voted on all your posts and commented that you voted and commented on all my posts, please follow me .https://steemit.com/@mdjony/

ami apnake upvote disi, apnio amake den,,,

Hello Steemit all
\Friends//
Kamon asen apnara
asa korry valo https://steemit.com/@hapijul33
apnara.jara...amake follow korn....
Tader sobaike bolce.je...
apnara..steemit a kesh neom.meney kajkorry.mase 300$ dolar incam korun....
1>>pote din 3ta korry pist korben2>>Pote bin 6pm//10// ar vetorry post gulo korben
3>>apnara 300 jon ke jode follow koren...tader sobai ke vot deben.and.comment korben4>>apnara jode pote din jode karo poste vot. comment.. naden..tobe apnake..unfollow kora hobey...
``5>>amra pote bin sobai sobar poste vot... comment korbo...
"""""Sobai amake follow korben...ame... jara.jara..amake follow korben...ame kotha desce potebin...apnader poste vot.. and... comment. korbo...

https://steemit.com/@hapijul33<<<<<<

Congratulations @bangladeshi! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes received

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!