হাঁটছি... রাস্তার ধারে জিনিসের কার্টন ভর্তি ভ্যান দাড়
হাঁটছি... রাস্তার ধারে জিনিসের কার্টন ভর্তি ভ্যান দাড় করিয়ে একজনের বাড়িতে কার্টন নামাচ্ছে ভ্যানের লোকটা,
বাড়ির একটা লোক বেড়িয়ে এসে বলল.. "কোথায়?"
আমি হাঁটার স্পিড বাড়িয়ে সামনে হাঁটা আরেকটি লোককে ওভারটেক করলাম.. হঠাৎ সামনে রাসমণির একটা মেয়ে কমলা সাদা ইউনিফর্ম পরে হেঁটে যাচ্ছে, দৃষ্টিগোচরে এল।হঠাৎই সেই সময় ভ্যানের লোকটি কার্টন নামাতে নামাতে জিঞ্জাসু বাড়ির লোককে উত্তর দিলঃ "এই তো মাল চলে এসেছে... " আমার চোখ বড় বড় হল কিন্তু থামা যাবেনা, দুপুর হয়েছে.. পা চালিয়ে বাড়ি ফিরতে হবে। অন্যদিকে "মাল" শব্দটার সাথে চির শত্রুতা থাকা সোশ্যাল জাস্টিস ওয়ারিয়ররা এখন আমার দিকে তাকিয়ে। 😳🥴🤔😏