অন্যায় অত্যাচার।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় অত্যাচার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের সমাজে আমরা বিভিন্ন স্তরের লোক বসবাস করি। অর্থাৎ সমাজে কেউ গরিব, কেউ আবার মধ্যবিত্ত এবং কেউ আবার ধনী। আসলে এই তিন শ্রেণীর লোকেদের নিয়ে আমাদের বসবাস। এই পৃথিবীতে কেউ সুখের দিন যাপন করে আবার কেউ অনেক বেশি কষ্টের দিন যাপন করে। আসলে সবার সময় এবং দিন কিন্তু কখনোই ভালোভাবে যায় না। যদিও সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু এই কঠোর পরিশ্রমের মাঝেও মানুষের অনেক প্রকারভেদ এর জন্য কেউ বেশি ইনকাম করে আবার কেউ কম ইনকাম করে। আসলে এই পৃথিবীতে যারা উঁচু শ্রেণীর লোক রয়েছে তারা সবসময় নিচু শ্রেণীর লোকেদের উপর অত্যাচার করে।

আসলে পৃথিবীতে যারা উঁচু শ্রেণীর লোক তারা কখনো মানুষকে মানুষ বলে গণ্য করে না। তাদের কাছে মনে হয় যে এই পৃথিবীতে ধনী লোক ছাড়া বাকি সব লোক কোন সময় সম্মান পায় না। এছাড়াও তারা নাকি সম্মান পাওয়ার যোগ্য নয়। কেননা তাদের কাছে প্রচুর অর্থ নেই। এই সমাজে যাদের কাছে যত বেশি অর্থ আছে তারা সমাজ থেকে তত বেশি সম্মান পেয়ে থাকে এবং তারাই সমাজ শাসন করে। আসলে সম্মান জিনিসটা কখনো অর্থ দেখে বিচার করা উচিত নয়। আর মানুষকে যদি মানুষ অত্যাচার করে তাহলে সেই সব অত্যাচারী মানুষ কখনো মানুষ হিসেবে গণ্য হয় না।

আসলে প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি যে বিভিন্ন রাজারা তাদের প্রজাদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালায়। আসলে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কি করে অত্যাচার চালাতে পারি। আর এসব কঠিন মনের মানুষগুলোর জন্য আজ পৃথিবীতে গরিব লোকেরা অত্যাচারিত। আসলে গরীব মানুষের জীবনে তেমন বেশি কোন প্রয়োজন থাকে না। তাদের একটু মাত্র প্রয়োজন থাকে যে তারা কি করে একটু ভালোভাবে চলাফেরা করবে এবং কি করে তাদের ভালো দিনযাপন করতে পারবে। যদিও তারা কঠোর পরিশ্রম করে কিন্তু সেই কঠোর পরিশ্রমের মূল্য এসব ধনী শ্রেণীর লোকেরা কখনোই দেয় না।

আসলে ধনী শ্রেণীর লোকেদের কাছে এই সব নিচু শ্রেণীর লোকেদের মনে হয় যে কোন সম্মানই নেই। আসলে একটা জিনিস কি কখনো খেয়াল করে দেখেছেন যে পৃথিবী থেকে যদি এসব নিচু শ্রেণীর লোকেরা তাদের কাজকর্ম করা বন্ধ করে দিত তাহলে এইসব ধনী শ্রেণীর লোকেদের কি অবস্থা হতো। অর্থাৎ আমরা দেখতে পাই যে বিভিন্ন ধনী লোকের কলকারখানাতে বিভিন্ন গরীব লোক কাজ করে। আর এসব গরিব লোকেরা কখনো এসব লোকেদের কাছ থেকে কোন সম্মান পায় না। যদি কখনো এসব ধনী শ্রেণীর লোক এদের কাজ এসব গরীব শ্রেণীর লোকেরা বন্ধ করে দেয় তাহলে পৃথিবী থেকে ধনী নামক নামটি উঠে যাবে।

তাইতো আমরা কখনোই এইসব নিচু এবং গরিব শ্রেণীর লোকেদেরকে অসম্মান এবং অত্যাচার করব না। কারণ এই পৃথিবীতে তাদেরও কিন্তু বাঁচার অধিকার রয়েছে। আর সমাজের যেসব উঁচু ধনী শ্রেণীর লোকরা রয়েছে তারা যেন এইসব গরীবদেরকে সম্মান করে এবং তাদের পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যেন তাদেরকে দিয়ে দেয়। আসলে আজ পৃথিবীর এত উঁচু অট্টালিকা এবং উঁচু বিল্ডিং গুলো তৈরি হচ্ছে এসব গরিব লোকেদের কঠোর পরিশ্রমের ফলে। আসলে আপনার কাছে যদি অর্থ থাকে কিন্তু আপনার কাছে যদি জনবল না থাকে তাহলে আপনি কিন্তু দুর্বল লোক।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 11 months ago 

বর্তমান সময় দুনিয়ার মানুষগুলো হয়ে গেছে টাকা কেন্দ্রিক। যার যত বেশি টাকা পয়সা ধন দৌলত সে তত বেশি সম্মানী ব্যক্তি। আর তাদের কাছে নিচু প্রজাতির লোকেরা মানুষ বলতে কিছুই না। আসলে কি বিষয়টা এমন হওয়া উচিত? কখনোই না। কেননা সবার প্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। তাই আমাদের সকলের এই পৃথিবীতে সমান ভাবে বাঁচার অধিকার রয়েছে। গরিব শ্রেণীর লোকেদের উপর সর্বদা উচ্চ পরিবারের লোকেরা অত্যাচার করে আসছে। আমাদের সকলেরই স্বস্থান হতে এই বিষয়টার প্রতি সোচ্চার হওয়া উচিত। যেন এই সামাজিক দৃষ্টিভঙ্গিকে পাল্টানো যায়। কেননা এর থেকে গরিবরা হয় শোষিত আর ধনীরা হয় আরো ধনী। আপনি বর্তমান সময়ের গঠনমূলক একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে ধন্যবাদ।

 11 months ago 

অন্যায় অত্যাচার শিরোনামে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ভালো হয়েছে পোস্টটি। আপনার লেখায় আপনি মুলতঃ আমাদের সমাজে ধনী গরীবের যে বৈষম্য ও গবীবের উপর ধনীদের জুলুম অত্যাচারের কথা তুলে ধরেছেন। ধনী গরীবের বৈষম্য নিরসনে একমাত্র সমাধান ধনী গরীবের বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা- সাম্যবাদী সমাজ ব্যবস্থা, তাহলেই গরীবের উপর থেকে ধনীদের জুলুম, নির্যাতন-অত্যাচার থাকবেনা। এমন দিনের অপেক্ষায়। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 

তিক্ত হলেও সত্যি যে বর্তমানে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। যারা গরীব, তারা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ধনীদের দ্বারা অত্যাচারিত হয়ে থাকে। কিন্তু এটা মোটেই উচিত নয়। কারণ মানুষকে কখনো অর্থ দিয়ে বিচার করা ঠিক নয়। মানুষকে অবশ্যই মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। আসলে আল্লাহ তায়ালা আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করে থাকেন। তিনি কিন্তু চাইলে সবাইকে ধনী বানাতে পারতেন অথবা গরীব বানাতে পারতেন। যাইহোক অত্যাচারীকে আল্লাহ তায়ালা কখনোই পছন্দ করেন না। তাদেরকে আল্লাহ তায়ালা ইহকাল এবং পরকালেও শাস্তি দিয়ে থাকেন। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহ্ আপনি দারুন একটি পোস্ট করেছেন।আমাদের সমাজে তিন শ্রেনীর লোক রয়েছে যারা একটু বৃত্তবান তারা কখনোই মানুষকে মানুষ মনে করেন না।এগুলো সেই প্রাচীন আমল থেকেই হয়ে আসছে।অথচ সৃষ্টিকর্তা এই সম্পদ দিয়েছেন শুধু মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে।বাস্তবিক একটি পোস্ট ছিল,ধন্যবাদ আপনাকে।