অভাব মানুষকে শেখায়।

in আমার বাংলা ব্লগyesterday

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অভাব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17528129509948251823341376454637.jpg



সোর্স


এই পৃথিবীতে যদি আমরা অভাবে না পড়তাম তাহলে কিন্তু আমরা কোন কিছু শিখতে পারতাম না। আমার কাছে মনে হয় যেন অভাবই মানুষের উদ্ভবের একটা প্রধান চাবিকাঠি। অর্থাৎ মানুষের যদি কোন কিছুর প্রয়োজন হয় তখন সেই জিনিসটা মানুষ নিজের প্রয়োজনের জন্য তৈরি করে এবং এর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। এই পৃথিবীতে অভাব একটা মানুষকে বিভিন্ন জিনিস সম্পর্কে যেমন শিক্ষা দেয় ঠিক তেমনি তাদেরকে বিভিন্ন জিনিস সম্পর্কে সতর্ক করে দেয়। অর্থাৎ মানুষ মানুষকে জানতে পারে এই অভাবের কারণে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন অভাবে থাকবেন তখন কোন মানুষ আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে না।


এছাড়াও বেশিরভাগ মানুষ কিন্তু কখনো আপনাকে পাত্তা দেবে না এবং সবাই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এভাবে যদি সবাই অভাবের সময় আমাদেরকে কষ্ট দিয়ে দূরে সরে যায় এবং এই অভাবের থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো তখন দেখবেন যে তারাই আপনার সব থেকে বেশি আপনজন হবে। এজন্য অভাবের সময় যারা আপনার পাশে থাকবে তারাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু এবং যারা আপনার থেকে দূরে থাকবে তারা কিন্তু কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। এই সব মানুষ অনেকটা সুবিধাবাদী মানুষ হয়ে থাকে এবং এদের থেকে সবসময় আমাদের দূরে থাকাই সবথেকে বেশি দরকার। আসলে এরা আবার সুযোগ পেলে আমাদের ক্ষতি করবে।


কিন্তু কষ্ট হলেও সত্য এই যে বর্তমানে এই পৃথিবীতে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। কেননা তারা কখনো আমাদেরকে সাহায্য করে না বরং আমরা কি করে আরো অভাবে পড়ি এজন্য তারা সবসময় চেষ্টা করে। আসলে নিজেদের জীবনের অভাবকে দূর করার জন্য অবশ্যই নিজেদের পরিশ্রম করতে হবে এবং একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে বড় হতে পারি এবং ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে ভালোবাসবে। নতুবা কেউ কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সবাই আমাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মানুষকে ভালবাসবো তাদের অর্থ সম্পত্তি দেখে নয় তাদের মন মানসিকতা দেখে।


এই পৃথিবীতে একশ্রেণীর লোক আছে তারা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষকে বিপদে ফেলা যায়। আর এই শ্রেণীর মানুষ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এবং নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমরা যদি আমাদের জীবনের অভাব থেকে শিক্ষা পেয়ে সেই শিক্ষাকে জীবনে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারে তাহলে আমাদের জীবনে আর কখনো কোনো ধরনের অভাব আসবে না এবং আমরা সবাই মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীটা কিন্তু সবার জন্য সমান নয় এবং সবাই অনেক বেশি কষ্ট করে নিজেদের জীবন থেকে এই অভাব দূর করার জন্য।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

当一个人贫穷的时候,别说朋友会远离伤害了,就连自己的亲人也会从后面捅一刀。

 21 hours ago 

ভালো এবং খারাপ দুটো নিয়েই আমাদের সমাজ গঠিত। তবে খারাপ পরিস্থিতিতে না পড়লে ভালো জিনিসটার কদর বোঝা যায় না। আপনি সঠিক বলেছেন আপনার আজকের পোষ্টের কথা বলি। আমাদের সমাজে কিছু শ্রেণীর লোক থাকেই যারা সর্বদা অন্যের ভালো চায় আবার কিছু লোক থাকে যারা সর্বদা অন্যের ক্ষতি চায়। প্রত্যেকের উচিত সেই খারাপ চাওয়া লোকগুলো থেকে দূরত্ব বজায় রাখা।

 21 hours ago 

আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আসলে ভাইয়া অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। এটা সব সময় থাকবে অন্যকে বিপদে ফেলার জন্য। তবে আমাদের সব সময় সবার মনযোগা চলার চেষ্টা করতে হবে। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 17 hours ago 

অভাব যখন জীবনে আসে তখন অনেক কিছু শেখা যায়। কাছের মানুষদের সম্পর্কে বোঝা যায়। আসলে অভাব শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক বেশি।