শখের বাগান

in #garden16 days ago

শখের বাগান,নিজের হাতে লাগানো জিনিসের মায়ায় যেন আলাদা সেটা হোক অল্প। যেহেতু কাজে সূত্রে আমাদের ঢাকাতে থাকা হয়। তো ওইখানে তো আর গ্রামের মত এমন জায়গা পাওয়া যায় না বাড়ির ভিতর বা বারান্দা অনেক বড় হয় না। তো আমি যে বাসায় ভাড়া থাকি ওইখানে ছোট্ট চিকন একটা বারান্দা। একটা মানুষ দাঁড়াতেই কষ্ট হয় আর একটা মানুষ যদি দাঁড়াতে যায় তাহলেই মারামারি বাধার মতো অবস্থা।

1000056631.jpg

তো যাই হোক ওর মধ্যেই সবকিছু করতে হবে কারণ লিমিটেড জায়গা। তো আমার খুব শখ হয়ে গাছ লাগানোর কিন্তু কি করার জায়গা স্বল্পতা। তারপরেও নিজের শখ পূরণ করার জন্য বাড়ি থেকে মাটি নিয়ে গিয়েছিলাম। এত কষ্ট করে সেই মাটি আবার পাঁচতলায় তোলা। বাড়িতে কিছু মাটির পাতিল ছিল বড় বড়। ওই মাটিগুলো দিয়ে ওই পাতিলে গাছ লাগানোর জন্য রেডি করলাম। চারটা পাঁচ টা বাদ দিলে এর মধ্যে মাটি দিয়ে পানি দিয়ে রেডি করে রাখলাম। বাড়িতে কিছু করলার বীজ ছিল ওইটাই ওই মাটিতে পুতে দিলাম। আর পাশের বাড়ি থেকে কিছু মানিপ্লান্ট এনেছিলাম মানিপ্লানগুলো লাগিয়েছে। আমার ছোট্ট একটা তুলসী গাছ।

তুলসী গাছ সবসময়ই লাগে আমার তো একটু কয়দিন পরপরই ঠান্ডা লেগে যায়। তার জন্য পাতা চা বানিয়ে খাই বেশ কাজে লাগে। তো যাই হোক করলা গাছ লাগানোর কিছুদিন পর করলা চারা বের হল। আস্তে আস্তে হয়ে বড় হতে লাগলো। তো আমি আসলে এই গাছ থেকে কোন এক্সপেক্টেশন রাখিনি যে এখান থেকে করলা হবে তারপর আমি খাব। লাগিয়েছি শখের বসে ভালো লাগে তাই। কিছুদিন পরে আমি হঠাৎ একদিন সকালে গিয়ে দেখি গাছে ফুল এসেছে কিছু।

তো আমি ভাবছিলাম ফোন এসেছে হয়তো এখানে এত বড় হবে না ফুল ঝরে যাবে। কিন্তু না কিছুদিন পর দেখি ছোট্ট একটা করলাও হয়েছে। দেখে তো আমার মন খুশি হয়ে গেল। এটা দেখে আরো গাছের যত্ন নেয়া শুরু করলাম দুবেলা করে পানি দেওয়া শুরু করলাম। যাই হোক এই ভাবেই আমার শখের বসে একটা লাগানো গাছ থেকে সেটা আমি রান্না করেও খেয়েছিলাম। যত্নই রত্ন যত্ন করলে মরা গাছেও পাতা গজায়।