বাগান
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা,আজ আমি আমার নিজের হাতে তৈরি করা বাগানের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো।আমার জিবনে খুব শখ ছিলো যে নিজে প্রতিষ্ঠিতো হয়ে কোনো এক সময় নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিজের হাতে খুব সুন্দর একটি বাগান তৈরি করবো নিজের ইচ্ছে মতো আর এই সপ্ন টা আমার ছোটবেলা থেকেই। আর আজ আপনাদের দোয়াই সফল হতে চলেছে।আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজ আমি অনেক বড় হয়েছি।নিজের কাদের উপর সংসারের দায়িত্ব তুলে নিয়েছি। এখন সব সময় নিজের কর্ম ব্যস্হতার মাঝে সারাক্ষণ থাকতে হই। তার পরও আমি আমার সপ্ন টাকে ভুলে যাই নি। যে আমি আমার মতো করে একটি ফুলের বাগান তৈরি করবো।শত কর্ম ব্যস্হতার মাঝেও ভাবতাম উপর ওয়ালা কোন সময় আমার সপ্ন টাকে পূরন করবে।এক কথাই আমি সারাক্ষণ এটা নিয়েই ভাবতাম আমার নিজের মতো করে কবে একটি ফুলের বাগান করবো। আজ আমি সত্যি সফল।এখন আমার বাগানে প্রায় চল্লিশ প্রজাতির ফুলের গাছ রয়েছে। শীত এলে শীতের ফুল গুলো সুন্দর করে ফুটে থাকে।আর গরম এলে গরমের ফুল গুলো সুন্দর করে ফুটে থাকে। এখন সারাদিন কাজ শেষ করে যখন দিনের শেষ বেলায় বাষাই যাই তখন সবার আগে নিজের তৈরি করা বাগানের দিকে তাকাই। যেনো মনে হই বাগানের ফুলের মাঝে হারিয়ে যাই।এখন সবচেয়ে ভালো লাগার বিষয় টা হলো।আমাদের বাড়ির আশে পাশে সবার বাড়িতে রাএের বেলা ফুলের সুভাস ছরিয়ে থাকে, সবাই এখন আমাকে নিয়ে খুব ভালো প্রশংসা করে, বলে আমার বাগানের ফুলের সুভাস নিয়ে কখন যে ঘুমিয়ে যাই মনেই থাকে না, আর ভুর বেলা যখন পাখির কলোরব শুনে ঘুম থেকে উঠি তখন মন ভালো হয়ে যাই, এখন আমি সত্যি সফল, শুধু আপনাদের দোয়াই।