ফ্রীলাঞ্ছিং কি ? বাংলাদেশে কেমন করে ফ্রীলাঞ্ছিং করা যাই ।

in #freelanching7 years ago

শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা, আশা রাখি সবাই ভাল আছেন।
আজকে আপানাদের সাথে শেয়ার করব কেমন করে ফ্রীলাঞ্ছিং করা যাই।

ondemandmotor.jpg

তার আগে সবাইকে জানতে হবে ফ্রীলাঞ্ছিং কি ?

ফ্রীলাঞ্ছিং মানে হল স্বাধীনভাবে কাজ করা। স্বাধীনভাবে কাজ করা মানে হল কারো অধিনস্ত না হয়ে নিজের মত করে নিজে কাজ করাকে ফ্রীলাঞ্ছিং বলে।

বিগত কয়ক বছর আগেও বাংলাদেশে ফ্রীলাঞ্ছিং বলতে কোন কাজ আছে বা এর মাধ্যমে টাকা উপার্জন করা যাই তা কেউকে বললে বুজত না। তবে এখন সময় এর অনেক পরিবর্তন এসেছে। এখন ফ্রীলেঞ্ছিং মাধ্যমে অনেক বাংলাদেশি বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, আমাদের দেশের অর্থনৈতিকে করছে সম্রিদ্ধ।

মজার ব্যপার এই যে এখন আমাদের দেশেও ফ্রীলাঞ্ছিং করার মত অনেক পথ সৃষ্টি হয়েছে-
উবার বা পাঠাও এর মাধ্যমেএখন অনেকে উপার্জন করছে। পাঠাও বা উবার কিন্তু কোন ফিক্সড জব বা চাকরি নয়। নিজের গাড়ি বা বাইক শেয়ার বা রাইড দিয়ে স্বাধীন ভাবে উপার্জন করতেছে অনেকে। এই ফ্রীলাঞ্ছিং এর সুবিধার ফলে শিক্ষিত যুব সমাজ তার মুল্যবান সময়টাকে নষ্ট না করে কাজে লাগিয়ে প্রতিনিয়ত উপার্জন করে যাচ্ছে।

আমার আজকের পোস্ট যদি পাঠকদের ভাল লেগে থাকে তাহলে ভোট বা কমেন্ট করুন।