Forever Freedom for Helps In Relieving Arthritis Pain

in #forever3 years ago (edited)

Forever-Freedom-bdshoppings.png
অ্যালাে ভেরার
সমস্ত গুণসম্পন্ন ফরএভার ফ্রিডম অ্যালাে ভেরার সাথে অন্যান্য উপাদানের মিশ্রণে। তৈরী যা শরীরের প্রতিটি জয়েন্টকে স্বাবলীল রাখতে প্রয়ােজনীয় উপাদানের সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক সংমিশ্রন। ফরএভার ফ্রিডম সুস্বাদু কমলার স্বাদ ও গন্ধযুক্ত ফর্মুলায় তৈরী।

Forever Freedom দুটি উপাদান জয়েন্ট এর মধ্যে কে পিচ্ছিল রেখে মসৃণভাবে জয়েন্টের এক উপরিভাগ থেকে । অন্য উপরিভাগে চলাচল করে। পরিণত বয়সের পর প্রাকৃতিকভাবে Cartilage এর উপাদান। সমূহের তৈরী কমতে থাকে তখন এই দুটি উপাদান Cartilage কে সুস্থ রাখে।

উপকারিতা :

বাতের ব্যথা উপশমে সহায়ক।
জয়েন্ট এর ব্যথায় দ্রুত কার্যকর।
বয়সজনিত হাড়ের ক্ষয়রােধে সাহায্য করে।
জয়েন্ট সুরক্ষায় প্রতিরােধক হিসাবে কাজ করে।
সুস্থ জয়েন্ট ও সচলতা বজায় রাখতে কাজ করে।
এটি জয়েন্ট এর আর্দ্রতা ধরে রেখে এর কর্মক্ষমতাকে স্থায়ী করে ।
সুস্থ পরিপাকতন্ত্র ও হজম প্রক্রিয়ার এবং শরীরের শক্তি বৃদ্ধি করে।
প্রতিটি জয়েন্টের কার্টিলেজ এর সঠিক অবস্থান, গঠন এবং প্রয়ােজনীয় লালা ধরে রেখে এর কর্মক্ষমতাকে স্থায়ী করে।
ভিটামিন সি, MSM এবং Organic Sulfur যা কানেক্টিভ টিস্যুকে সুস্থ ও জয়েন্টকে কার্যকরী রাখতে সাহায্য করে।
Forever Freedom আছে Glucosamine Sulfate (1500mg), Chondroitin Sulfate (1200mg) plus 750 mg of MSM and 250mg of Vitamin C Per serving. যা দেহের প্রতিটি জয়েন্টকে স্বাবলীলভাবে কাজ করতে সহায়তা করে।