Misti
আমি তেমন মিষ্টি পছন্দ করি না কিন্তু কোথায় যেন এই মিষ্টির খুব নাম শুনেছিলাম।তাই এইবার খেয়েই দিলাম। ছানা দিয়ে তৈরী এই মিষ্টির নাম ছানা আমিত্তি। নরম,মোলায়েম,রসে টসটসে এই খাদ্য মুখে দিতেই সুরুৎ করে গলা দিয়ে নেমে যায় আর শরীরে আসে অন্যরকম এক প্রশান্তি।যারা মিষ্টি খুবই কম খান তাদের একটা শেষ করতে কষ্ট হয়ে যাবে।
নাম- ছানা আমিত্তি
টেস্ট-৭.৫/১০(আমার জন্য অনেক মিষ্টি)
দাম-প্রতিটা ৩৫ টাকা
প্রাপ্তিস্থান- জগদ্বন্ধু মিষ্টান্ন ভান্ডার,নরসিংদী রেলওয়ে স্টেশন।
পাশের রমেশ পোদ্দার মিষ্টান্ন ভান্ডার(নরসিংদীর অন্যতম নামকরা মিষ্টির দোকান) ও বি-বাড়ীয়া মিষ্টান্ন ভান্ডারেও পাওয়া যায় । তবে দুপুরের পরে গেলে না পাওয়ার সম্ভাবনাই বেশী