নীল আকাশে পাখির ঝাক - নিজ লেখনী: ০২

in #fly7 months ago

আমার লেখনী: ০২
"নীল আকাশে পাখির ঝাক"

নীল আকাশে বসে আছে এক ঝাঁক পাখি, যেন তারা এক মুক্ত স্বাধীনতার প্রতীক। তাদের ডানায় আনন্দের উচ্ছাস আর ছন্দময় উড়ার ঢং আশপাশের প্রকৃতিকে যেন আরও জীবন্ত করে তোলে।

20240906_175630.jpg

পাখিরা সবে মিলে একসাথে দিগন্ত পানে উড়ে যায়, এক অদ্ভুত সুর তালের মূর্চ্ছনা তৈরি করে। যেন মুক্ত বিহঙ্গ নিয়ে ওরা চিন্তাহীন এক সুখের আকাশে ডানা মেলে সীমাহীন প্রান্তে ছুটছে। দূর থেকে যেন মনে হয় ওই দূর আকাশে কোনো চিত্রশিল্পী তার তুলির আঁচড় দিয়েছে একেছে এই নিদারুণ শীল্প।

তাদের এই মিলিত ছন্দে উড়ান আমাদের মনে করিয়ে দেয় ঐক্য, স্বাধীনতা, সাম্য আর অসীমের প্রতি আকর্ষণের এক সুখের পৃথিবীর কথা।

Sort:  

A rare portrait, it is rare to find birds lined up neatly like that. If you have the chance, visit my page, where I have a portrait with a beautiful view of the sky.

Thank you, okay I will