অজানা ফুলের গল্প - পর্ব ০১
রিমার ছোট্ট বাগানে হরেক রকমের ফুল ফোটে। রিমা প্রতিদিন ওই বাগানে যায়, নতুন নতুন ফুল গাছ এর খোঁজ করে, আর ওর বাগানের রোপন করে। নতুন নতুন ফুলের নেশার রিমাকে অনেক আনন্দিত করে। নতুন কোন ফুল গাছের খোঁজ পেলেই সে সেটাকে নিয়ে আসবেই। এরকম কত শত রকমের ফুলের গাছ যে তার বাগানে আছে বলে শেষ করা যাবে না।
একদিন রিমা তার বান্ধবীর সাথে বেড়াতে গেল তার বান্ধবীর মামার বাড়িতে। সীমা যদিও যেতে রাজি হয়নি তার বান্ধবী তাকে জোর করে নিয়ে গেল। তার মামার বাড়ি অনেকটা গ্রামের মধ্যে। তারা সকালবেলা বের হয় এবং পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়ার পরে ওরা একটু বাইরে বেড়াতে বের হয়। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রিমা হঠাৎ করে লক্ষ্য করে রাস্তার পাশে একটি অন্যরকম ফুল। ফুলের গাছটি পাতাগুলো কিছুটা সাদাটে, আর সেখানে ছোট্ট ছোট্ট কমলা রঙের ফুল ফুটে আছে। রিমার দেখে অনেক ভালো লাগলো। সে তার বান্ধবীকে দেখে বলল এটা তার লাগবেই।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | কক্সবাজার, বাংলাদেশ |
আসলে এটি ছিল একটি বাড়ির উঠোনের চারপাশে। হয়তো এটি সেই বাড়ির লোকদের গাছ। তাই না বলে গাছে হাত দেওয়াটা উচিত হবে না। রিমার বান্ধবী তার মামার বাড়িতে অনেকবার এসেছে তাই আশেপাশের লোকজনদের ভালোভাবেই চেনে। রিমা তার বান্ধবীকে বললো তুই এখানে একটু দাঁড়া আমি ভেতর থেকে ওনাদের বলে আসি। তারপর বা বান্ধবী এসে বলল তুই এখান থেকে দুই একটা ডাল ভেঙে নে। রীমা তো খুশি হয়ে গেল। আসলে নতুন কোন ফুলের খোঁজ পেলেই রিমা যেন খুশিতে পাগলের মত হয়ে যায়। সে সাথে সাথে দুইটি ভালো তাল ভেঙ্গে নিল। সে গাছের ডাল থেকে কিভাবে গাছ জন্মানো যায় বা কলম করা এইসব বিষয়ে খুবই দক্ষ। সে সুন্দর করে দুটি ডাল ভেঙ্গে নিল। দুটি ডালে ফুল ফুটন্ত অবস্থায় ছিল। তারপর খুশি মনে সে ডাল দুটো নিয়ে প্রস্থান করল। তার মনের মধ্যে ফুসফুস করছে কখন বাড়িতে গিয়ে ডাল দুটি রোপন করবে তার বাগানে।
চলবে...