বন্ধুর আমন্ত্রণে বাংলা কলেজের তারুণ্য উৎসবে ঘুরতে এলাম।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
বন্ধুর আমন্ত্রণে বাংলা কলেজের প্রাণবন্ত "তারুণ্য উৎসব" ঘুরে দেখার সুযোগ হলো। কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবের এক অন্যরকম আবহ, যেন তরুণদের প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে চারপাশ।
প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল নানান রঙিন স্টল। বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ছিল সাংস্কৃতিক প্রদর্শনী, বইয়ের স্টল, ফটোগ্রাফি গ্যালারি ও খাবারের আয়োজন। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশের জন্য নাচ, গান, আবৃত্তি ও নাটকের আয়োজন করেছে, যা দর্শকদের বেশ উপভোগ্য মনে হলো।
তারুণ্যের এ উৎসবে বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড সংগীতের পরিবেশনা। কলেজের নিজস্ব ব্যান্ড দল ছাড়াও অতিথি শিল্পীরা তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিলেন।
এর আগে কখনো এখানে আসা হয়নি, বন্ধুর আমন্ত্রণে এখানে এসে খুব সুন্দর একটি দিন উপভোগ করলাম। বন্ধুর সাথে সারাদিন তারপরও ক্যাম্পাস করে দেখলাম। সবকিছু মিটিয়ে অনেক সুন্দর একটি দিন অতিবাহিত হয়েছে। ধন্যবাদ প্রিয় বন্ধুকে তার এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |