বাসার ছাদে সুন্দর বিকাল উপভোগ।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৮ ই আগস্ট, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে বাসার ছাদে গিয়ে বিকালের দিকে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম সেই মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো
আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ। সবসময়ই প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসি। গ্রামের প্রকৃতি, সবুজ মাঠ, আকাশের খোলা রূপ সবসময়ই আমাকে টানে। তবে কয়েক বছর আগে লেখাপড়ার জন্য ঢাকায় আসতে হয়েছে। শহরের ব্যস্ততা, শব্দ আর ভিড়ের মধ্যে থেকেও আমি প্রকৃতিকে খুঁজে ফিরি।
ঢাকায় আসার পর যে বাসায় উঠেছি তার ছাদটি অনেক সুন্দর। শুরুতে যখন নতুন এসেছিলাম, প্রায়ই ছাদে গিয়ে সময় কাটাতাম। বিকেলের বাতাস, দূরের আকাশ আর শহরের দৃশ্য আমাকে ভীষণ আনন্দ দিত। মনে হতো যেন এই ব্যস্ত শহরের মাঝেও ছোট্ট করে প্রকৃতির ছোঁয়া মিলে গেছে।
আমাদের বাসার ছাদে অনেক গাছপালা রয়েছে। টবে লাগানো ফুলের গাছ, শাকসবজি কিংবা পাতাবাহার—সব মিলে ছাদ যেন এক ছোট্ট বাগান। প্রতিদিন পানি দেওয়া আর গাছের যত্ন নেওয়া আমার কাছে ভীষণ আনন্দের। এই গাছপালা ছাদকে শুধু সুন্দরই করে তোলে না, বরং আমাকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে আসে।
কিন্তু সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়ে গেল। পড়াশোনা আর অন্যান্য কাজের চাপে ছাদে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। প্রতিদিনের রুটিনের মধ্যে ছাদের সেই সৌন্দর্য আর প্রকৃতির ছোঁয়া যেন হারিয়ে যেতে বসেছিল। তখন বুঝতে পারিনি, কতটা শান্তি আর প্রশান্তি আমি হারিয়ে ফেলেছি।
কয়েকদিন আগে হঠাৎ বিকেলের দিকে মনে হলো ছাদে গিয়ে একটু ঘুরে আসি। অনেকদিন পর যখন ছাদে উঠলাম, মনে হলো যেন পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হলো। বাতাসের শীতল ছোঁয়া, গাছের সবুজ আর সূর্যের শেষ আলো আমাকে মুহূর্তেই মুগ্ধ করে দিল। তখনই বুঝলাম, প্রকৃতির সৌন্দর্য খুঁজে নিতে দূরে যেতে হয় না, নিজের ছাদের বাগানেই পাওয়া যায় সেই প্রশান্তি।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1959128871560708491?t=nGSpuGznXAeGG2II1vheKw&s=19
https://x.com/aongkonbd/status/1959128329581109438?t=DUOWHWpI1Cvd5eQrTydA2g&s=19
https://x.com/aongkonbd/status/1959129557488771358?t=TulaGVhe64CsvxA_w5PrZg&s=19
বিকেলের সময়টা সত্যি দারুন। বিশেষ করে বিকেল বেলায় দারুন সময় কাটাতে অনেক ভালো লাগে। বাসার ছাদে সুন্দর বিকাল উপভোগ করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া।
Greetings, @aongkon! Your post is radiating positivity and community spirit – it’s wonderful to see your enthusiasm for "Amar Bangla Blog" and your dedication to enriching it with your creative content. The cover photo is beautifully crafted, and those snapshots you've shared give a glimpse into your world. The clarity of the images captured with your Samsung Galaxy F-54 is remarkable!
It's great to see you sharing your passions – from your love for your motherland to your diverse interests like photography and cooking. Your commitment to your studies and your community is truly admirable. We eagerly await the completed post and look forward to seeing more of your unique perspective. Keep up the fantastic work! কিপ ইট আপ!