"Failure is the pillar of success"

in #fathihalast year

জীবনে সফলতা অর্জন করা সহজ নয়।সাফল্য অর্জন করার জন্য দরকার কঠোর পরিশ্রম, সততা,ধৈর্য্য।অনেক কষ্টের পর যে সাফল্য আপনি অর্জন করবেন তার মধ্যেই থাকে অনেক সুখ আর শান্তি। গোলাপ সুন্দর কিন্তু নিতে গেলে কাটা লাগবে ঠিক তেমনি জীবন টা এমন।অনেক চরাইউতরাই পেরিয়ে জীবনের লক্ষ্য অর্জন করতে হয়।নিরাশ হলে চলবে না অনেক সবর করতে হবে। মহান আল্লাহ পাক প্রত্যেক সবরকারীকে তার উত্তম প্রতিদান দিবেন।. যুগে যুগে যে সকল মনীষীরা সাফল্য অর্জন করেছেন।তাদের সফলতার পিছনে রয়েছে অনেক সাধনা,ধৈর্য্য।মানুষ
সৃষ্টির সেরা জীব।ছোট মাকড়শা তার জাল বুনতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছে তারপর ও সে নিরাশ হয়নি। চেষ্টা করতে করতে একসময় সে সাফল্য অর্জন করে তার ঘর বুনতে পারে সে জয় লাভ করে। তাই আমাদের কে নিজের কাজে সফলতা অর্জন না করা পযন্ত লেগে থাকতে হবে।
FB_IMG_1701860781453.jpg

Sort:  
Loading...