আব্বার মৃত্যু
২২ বাইশে রমজান রাত তিনটায় ভাইয়ার ফোনে ঘুম ভেঙ্গে যায় । ওই প্রান্ত থেকে ভাইয়া কেঁদে কেঁদে বলছিল জানিস আব্বা মারা গেছে। আমি বললাম কখন, তখন বলে রাত ৩ টায়। তখন আমার মনে হল মাথার উপর থেকে যেন আকাশটা সরে গেল ,পায়ের নিচ থেকে মাটি সরে গেল নিঃস্ব মনে হলো। বাবার মৃত্যুতে মনে হয় সকলেরই এমন হয়। বাবা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অবলম্বন। এই কষ্টের অনুভূতিটা বুঝানোর কোন উপায় নাই। যারা বাবা হারিয়েছে শুধু তারাই অনুভব করতে পারবে ।কতটা কষ্ট কতটা অসহায় হয়ে পড়তে হয় পিতা না থাকলে। ভালোবাসার অপর নাম আব্বা । রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগিরা।