Dad, you are truly unimaginable! I'm so blessed.

in #father6 years ago (edited)

fathers.jpg

বাবা, তুমি তো আসবেনা জানি। অন্তত স্বপ্নে হলেও আজ একবার দেখা দিও প্লিজ। জানো বাবা, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা হয়। ইচ্ছা হয় তোমার কোলে শুয়ে থাকি আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। তুমি মারা যাবার পর থেকে কেউ কোনদিন আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি বাবা। তুমি খুব নিষ্ঠুর বাবা। তুমি......

বাবাদের শার্ট গুলো বেশির ভাগ সময় মা-দের শাড়ি থেকে দামী হয় না।বাবাদের ওয়ারড্রব ভর্তি প্যান্ট-শার্ট থাকে না, বাবাদের জুতা চলে বছরের পর বছর, মোবাইল বা ঘড়ি যতই বৃদ্ধ হোক না কেন, একেবারে অচল না হলে বদলান না। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে, একা কোথাও্র গেলে বাসে চড়ে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করেন।অথচ স্ত্রী সন্তানকে সবচেয়ে দামী জিনিসগুলো কিনে দেয়। বাবারা একান্ত বাধ্য না হলে কখনো না বলে না।নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা, তার স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেশি বেহিসাবী।

বেশিরভাগ বাবাই ভালবাসি শব্দটা বলতে জানেন না, করতে জানে।তারা আজীবন নিজের বিলাসীতাকে বিসর্জন দিয়ে স্ত্রী সন্তানকে ভালবেসে যায়। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে,অসংখ্য খারাপ
জন্মদাতাও আছে কিন্তু একটাও একটাও খারাপ বাবা নাই।

জীবনের সবচেয়ে দুরূহ সময়ে বাবাই একমাত্র ভরসা, তিনিই একমাত্র বন্ধু। বাবা তুমি সত্যিই অতুলনীয়.......বাবা তুমি সন্তানের জন্য আল্লাহ-তায়ালার অশেষ নিয়ামত...... আসুন সবাই বাবা-মার জন্য দোয়া করি ( রাব্বির হাম-হুমা কামা রাব্বায়ানি সাগিরা )।

-হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া,মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।

Dad,you wil never return back, Itis known to me. At least in the dream, but please meet once today. Do you know, I have a lot of desire to see you. Wish I lie in your embrace and you put your hand on my head as blessings. Since you died, somebody never touched my head. You are very brutal father, you......

Father's shirts are not expensive for most of the time. Wardrobes never filled with his garments, He does not change his shoes even, year after year, Mobile or the clock as old as it is, if not completely stagnant. If he desired to eat alone, he always found the cheapest hotel, when he alone, prefer ride on the bus. He saved money over crossing hot sunshine & the rain on the head. On the contrary, wife here gives her child the most expensive things. If the parents are not obliged, never say no. The most miserable father for the groom, the most unaccountable for his family(wife & child.
Most of the father does not know the word ‘love’, only know to do it. They love their family by sacrificing their luxuries. There are innumerable bad men in the world, many are bad progenitor
There is also a born father but no one is a bad dad.

Father is the only hope for the most difficult situation of life, he is the only friend. Dad, you are truly unimaginable. Dad, you are the blessings of God for us(the children). Let us pray for our parents (Rabbir Hum Huma Kama Rabba Yani Sagiraon) My Lord! Please show kindness to my parents, as they cared for me in my childhood with kindness and compassion.

Sort:  

আমার বাবা বেচে থাকতে যেমন আমি এমন করে বুঝিনি যে, বাবা কি । আমার সন্তানেরা ও আমাকে বুঝবে না, যেমনটা এখন আমি আমার বাবাকে অনুভব করি। আমাকে বুঝতে হলে আমার সন্তানদেরকে আমার মৃত্যু পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এটাই বাবাদের উপহার......

Do you want me resteem your post to over 72,500 followers? Go here: https://steemit.com/@a-0-0