বিলাই ❤️

in #fantastic4 months ago

FB_IMG_1720838197692.jpg
পোষা কুকুর-বিড়ালের চরিত্র নিয়ে একটা রসিকতা খুব জনপ্রিয়। একটা পোষা কুকুর মনে করে যে, যেহেতু তার মনিব তাকে খাওয়ায়, যত্ন নেয়, আদর করে; তাহলে মনিবই তার প্রভু। আর বিড়ালের ভাবনাটা ভিন্ন। সে ভাবে যেহেতু 'হুম্যান' তাকে খাওয়ায়, পরায়, যত্ন নেয়, আদর-আপ্যায়ন করে, সেহেতু সে নিজেই প্রভু।

বিড়াল বাস্তবেও এমন। তার মেজাজ-মর্জিটাই একেবারে আলাদা। মন চাইল তো আদর পাওয়ার জন্য লেজ নাড়াবে, আবার বেশিক্ষণ আদর করলে তার ভালো লাগবে না খামচে দিবে। রাত-বিরেতে ঘোর মাথায় তুলে ফেলবে খেতে চেয়ে। আবার ঘুম ভেঙে বিড়ালকে কিছু খেতে দিলেন, দেখবেন খাবারে মুখ দিয়েই চলে যাবে। হাজারো ডেকেও সাড়া পাওয়া যাবে না, অথচ যখন তার মন চাইবে তখন কোলে এসে বসে থাকবে। এত সব জটিলতার পরেও স্তন্যপায়ী প্রাণীদের মাঝে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদরই সবচাইতে বেশি। এক আমেরিকাতেই পোষা বিড়ালের সংখ্যা প্রায় ৮কোটি। বন্য বিড়াল, এদিক সেদিক ঘুরে বেড়ানো বিড়াল, আর পোষা বিড়াল মিলিয়ে পৃথিবীতে বিড়ালের মোট সংখ্যাটা ৬০কোটিও হতে পারে। আজ eআরকিক পাঠকদের জন্য থাকছে বিড়াল নিয়ে খুঁজে বের করা এমন অনেক ফ্যাক্টস, যা হয়ত আপনি জানতেন না।