তো, ব্যাপারটা নিয়ে একটু বলি.. গত দু'দিন আগে ট্রেনে বসে
তো, ব্যাপারটা নিয়ে একটু বলি.. গত দু'দিন আগে ট্রেনে বসে ফেরার পথে হোঅ্যা আর ফেবু ব্যবহার করতে না পেরে বাড়ি ফিরে শুনলাম ফেবুর সব ডাউন, প্রথমে মনে হয়েছিল হয় ডাইন ঘোট পাকিয়েছে অথবা ফেবুর সিডিএন সিস্টেমে কোন গন্ডগোল পাকিয়েছে, কিন্তু সিডিএন ডাউন হলে ত অন্তত ওয়েবসাইটটা লোড হয়ে ক্র্যাশ করত! এ তো লোডই হচ্ছেনা, সোজা রিফিউজ 🤔। আর ডাইন (পরে অরাকল নিজের নামেই পুরোটা করে নেবে) বিশ্বের ইন্টারনেটের বেশীরভাগ গেটওয়েগুলো কন্ট্রোল করে, তাই ডাইনের কথা মনে হয়েছিল, কিন্তু অন্য বড় সাইটগুলো আপ থাকায় সন্দেহ হল, সে সম্ভবনা একপ্রকার খারিজ করলাম। তারপর টুইটারে গিয়ে যা সব মশকরা ট্রোল দেখলাম ভাইরেভাই 😆😆... ওখানেই প্রথম দেখলাম একজন মজার ছলে লিখেছে যে.. খবর পাওয়া যাচ্ছে যে কোন এক অপ্রশিক্ষিত নুব কর্মীকে ওভারসিয়িংয়ের কাজ দেয়া হয়েছিল, নেটওয়ার্ক রাউটারে ভুলভাল ডিএনএস কনফিগার করার ফলেই এই হাল! ..সেটার রিপ্লাইতে আরেকজন লিখেছে এরমটা হতেই পারে। পরে এই রাউটার আর ডিএনএসের তত্ত্বগুলো একপ্রকার স্বীকার করে নিয়েছে ফেসবুক নিজেদের স্টেটমেন্টে! তারা নিজেদের ভিক্টিম বলছে। 😆 তাইলে বাকি মশকরা কথাগুলো গুজব বলে ফেলে দি কিকরে?🤔 একজন তো বলল, পুরো সার্ভার ডাউন থাকার সময়, যে সব প্রোগ্রামার সাহায্য করার জন্য ক্যালিফোর্নিয়া আর অন্যান্য হেডকোয়ার্টারে এসছিল তারা বিল্ডিংয়েই ঢুকতে পারেনি, বিল্ডিয়ের পুরো সিকিউরিটি মেন্টিনেন্স সিস্টেম একই সার্ভারে থাকায়।😆 তখন পুরো ক্লাউড নেটওয়ার্ক ডাউন, সব সার্ভার কাজ করা বন্ধ করেছে। এবার বুঝতে পারছিস তো, আমি কেন সবকিছু ডিজিটাল করার বিরোধী? কেন আমি সবসময় একটা ম্যানুয়াল ওভাররাইড সিস্টেম বা ব্যাকডোর রাখতে বলি? বোঝ এবার ঠ্যালা! আরেকজনকে আরো এক সাংঘাতিক কথা বলতে শুনেছি, তার মতে.. আবার ডেটা লিক হয়েছে, ইউজারদের ফোন, ইমেল, পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। জিরোডে ডিডঅস্ অ্যাটাক হয়েছিল, তাই পুরো সিস্টেম বিকল হয়ে পড়েছিল ওদের.. আর এখন ফেসবুক পুরো বিষয়টা চেপে যাচ্ছে.. ধামাচাপা দিতে চাইছে। 😏 #Facebook #Facebookdown 2days ago.