The tea shop is a mini parliament (blog-2)
আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন,
আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা আজ আমি মানুষের আড্ডারত স্থান চায়ের দোকান নিয়ে কথা বলবো।আমি এর আগে চায়ের দোকান নিয়ে লিখেছিলাম,বলেছিলাম চায়ের দোকান একটি ছোট সংসদ বা মিনি সংসদ।আপনারা চাইলে আমার আগের পোষ্টটি এই লিংকে যেয়ে দেখতে পারেন।আমি এর আগের পোষ্টে বলেছিলাম যে,চায়ের দোকান হলো একটি ছোট সংসদ বা মিনি সংসদ,আজকেও বলতেছি চায়ের দোকান একটি আসলেই ছোট সংসদ বা মিনি সংসদ।
আজকে আমি আবার আমার ভাইদের নিয়ে চায়ের দোকানে চা খেতে বসেছিলাম এবং সেখানে দেখলাম সবাই উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতেছে আর চা খাচ্ছে।আমিও চা খেলাম আর রাজনৈতিক আলাপ শুনলাম।চায়ের দোকানে আড্ডারত অবস্থার কিছু ছবি তুলে আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।
বন্ধুরা চলুন জানি কি কারণে চায়ের দোকানকে একটি ছোট সংসদ বা মিনি সংসদ বললাম,
আপনারা হয়তো চায়ের দোকান সম্পর্কে কমবেশি সবাই জানেন,বিশেষ করে আমার বাংলাদেশী ভাইয়েরা চায়ের দোকান সম্পর্কে বেশি বলতে পারবে,কারণ আমার বাংলাদেশে দেখা যায় চায়ের দোকান হলো একটি ছোট সংসদ।
চায়ের দোকানকে আমি ছোট সংসদ বলতেছি এ কারণেই যে,চায়ের দোকানে যখন একত্রে অনেকগুলা মানুষ চা খেতে বসে তখন তারা সবাই দেশের পরিস্থিতি ও দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে।সেজন্যই আমি চায়ের দোকানকে মিনি সংসদ নাম দিয়েছি।
এটা একটি খুবই মজার বিষয় আমরা যখন চায়ের দোকানে চা খেতে বসি তখন অনেক পরিচিত লোক আর অপরিচিত লোক সেখানে চা খেতে বসে,সবাই সবার সাথে কথা বলতে থাকে,বিশেষ করে লক্ষ করে দেখি রাজনৈতিক বিষয়ে এখানে বেশী কথা হয়,এটা আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি।তাই এই বিষয়ে আমি আজ এখানে পোস্ট করলাম।
চায়ের দোকানকে একারণেই মিনি সংসদ বলতেছি যে,যখন সবাই একত্রে চায়ের দোকানে চা খেতে বসে সবাই রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা শুরু করে,বিভিন্ন তর্ক বিতর্ক শুরু করে,পুরো সংসদের মত তর্ক বিতর্ক শুরু হয়ে যায়,তাই সবশেষে বলা যায় এটা আসলেই একটা মিনি সংসদ।
আমার বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত যতগুলো চায়ের দোকান আছে সব চায়ের দোকানে একই অবস্থা,সব চায়ের দোকানে দেখি রাজনৈতিক সম্পর্কে,দেশের পরিস্থিতি সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে,তর্ক বিতর্ক হচ্ছে,বিশেষ করে আমার দেশের নির্বাচনের সময় চায়ের দোকানগুলোতে শুধু নির্বাচনের কথা শুরু হয়,কে ভোটে জিতবে কে সংসদে যাবে এইগুলো নিয়ে সবাই মাতামাতি শুরু করতে থাকে।তাই আমি চায়ের দোকানকে বলতেই পারি চায়ের দোকান হলো একটি মিনি সংসদ,একটি ছোট সংসদ।
আজকে আবার আমি ও আমার এক ভাই আমার শহরের একটি চায়ের দোকানে বসে চা খেয়েছি এবং অনেককেই রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করতে দেখেছি,তাদের সাথে আমিও রাজনৈতিক আলাপ আলোচনায় মেতেছিলাম।চায়ের দোকানে আড্ডারত অবস্থার কিছু অংশের ছবি তুলে আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম,আপনারা সবাই ছবিগুলো দেখবেন,আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন,ধন্যবাদ।
@mdaminulislam ভালোবাসার সাথে।
Join esteemapp discord server
to get support.
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!
You said it very correct. All the news can be get from a tea stall.
Posted using Partiko Android