নিশির শহরে
শহরে জেগে থাকা প্রতিটি খোলা জানালাই একেকটি গল্প বলে!
হিমালয় ছুঁয়ে আসা হিমেল হাওয়া সেই গল্পগুলিকে একটু হলেও নাড়িয়ে দেয়!
কেউ কেউ জানালার পাশে এসে দাঁড়ায়,
খুঁজে ফিরে ফেলে আসা শৈশবের স্মৃতিগুলোকে!
সেই মোয়া মুড়ির দিনগুলিকে!
আমি নির্বাক দাঁড়িয়ে আছি খোলা ছাদে!
ঠাঁয় দাঁড়িয়ে থাকা দালানসব ঝিমুচ্ছে!
এই নিশির শহরে।
সেই হিমেল হাওয়া আমার হৃদয়কে শিহরিত করছে!
আমি ভাবছি,
আর কতটা রাত এমন আছে আমার অপেক্ষায়?
এই নিশির শহরে।
Hi LOVE YOUR POST MAN!!! LIKE MY POST TOO!!!!! HERE IS THE LINK: https://steemit.com/bots/@abusereports/last-minute-upvote-list-2018-05-02