মানসাঙ্ক - Manosanko Shamsul Arefin PDF Download

in #ebook3 years ago

images - 2022-05-18T165003.883.jpeg

প্রতি যুগে যে গোষ্ঠীর মানুষ যে যে বিষয়ে উৎকর্ষের অহঙ্কার করেছে, নিজ প্রেরিত নবীদের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাদের সেই সর্বোচ্চ পারফর্মেন্সকে চ্যালেঞ্জ করেছেন। একে মুজিযা বলে। মুসা আলাইহিস সালামকে দিয়ে ‘যাদুবিদ্যা’কে চ্যালেঞ্জ করিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়ে ‘চিকিৎসাশাস্ত্র’কে।

সব যুগের উৎকর্ষকে চ্যালেঞ্জ করে বোদ্ধাদের অবাক করে দেবে। আরবে প্রথম যুগ ছিল কাব্যসাহিত্যের, কুরআন এসে সেই সর্বোচ্চ পারফর্মেন্সকে চ্যালেঞ্জ করেছে— পারলে এরকম একটা কিতাব, নয়তো একটা সূরা, নয়তো একটা আয়াতই লিখে নিয়ে এসো। আরবি স্বভাবকবিরা হয়রান হয়ে ঘোষণা করে দিয়েছে— এটা কোন মানুষের রচনা নয়।

ডা. শামসুল আরেফিন শক্তি, একজন শক্তিশালী মানুষ, দৈহিক শক্তির কথা বলছি না, ইসলামের দৃষ্টিকোন থেকে দেখলে তিনি সত্যি একজন শক্তিশালী মানুষ । প্রতিকূল পরিবেশে অবস্থান করার পর ও নিজের দ্বীনকে এখনো আকড়ে ধরে রেখেছেন ,যে ব্যক্তি হাজার প্রতিকূলতার পরও নিজের রব কে ভুলে যায়নি বরং প্রতি মুহুর্তে তাকে স্মরণ করেছে তিনিই তো সত্যিকারের শক্তিশালী মানুষ।

ডা. শামসুল আরেফিন শক্তি জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে, সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

I am Malala - The Story of the Girl PDF Download

জানা যায় , সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে থাকাকালীন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তাবলিগে গিয়ে তার জীবনের গতিপথে অনেক বড় পরিবর্তন আসে, হয়ে ঊঠেন ছাত্রলীগের কর্মী থেকে তাবলীগের মোখলেছ দায়ী, বর্তমানে, পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার সাথে বিসিএস ক্যাডার। তিনি মুলত জনপ্রিয়তা অর্জন করেছেন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও আলোচনা নিয়ে এবং বিভিন্ন ইসলামি আদর্শ ও মতবাদমূলক বই রচনা করে।

Book Name: মানসাঙ্ক
Writer: শামসুল আরেফিন
File Size: 2 MB
Format: PDF
Location: Google Drive

Download Now

Sort:  

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/somland/