ডাই এন্ড পেইন্টিং||~~

in আমার বাংলা ব্লগ5 months ago

আস্সালামুআলাইকুম /আদাব
সকলকে 🥀শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕

1000022170.jpg

বন্ধুরা আজ আমি "এসো নিজে করি" প্রজেক্টে ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই নতুনত্ব আপনাদের মনে স্থান করে নেবে।


1000022147.jpg

DIY প্রোজেক্ট-ও অনুভূতি

আজকের তৈরি করা মনোরম দৃশ্যটি সত্যিই একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। যখন আমি টিস্যু দিয়ে গোলাপি রঙের ফুলগুলো তৈরি করছিলাম, তখন মনে হচ্ছিল যেন ফুলগুলো জীবন্ত হয়ে উঠছে। তাদের নরম পাপড়িগুলো আমার হাতের স্পর্শে কোমলভাবে টলে উঠছিল। প্রতিটি ফুলের মাঝে আমি স্নিগ্ধতা ও কোমলতার একটি অনুভূতি খুঁজে পেয়েছিলাম, যা আমার মনকে শান্তি দিচ্ছিল।

কাগজ দিয়ে বানানো গাছগুলো যখন তৈরি করলাম, তখন তাদের শাখা-প্রশাখা সাজিয়ে গাছের রঙ করাতে খুব আনন্দ লাগছিল। সবুজের মাঝে আমি যেন প্রকৃতির একটি টুকরো নিয়ে এসেছি। সেই সবুজ গাছগুলো যেন আশপাশের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলছে। আমি ভাবছিলাম, প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের প্রতিদিনের জীবনে কতটা গুরুত্ব রাখে।

সবুজ ক্লে দিয়ে ঘাস বানানোর সময় মনে হচ্ছিল, যেন আমি প্রকৃতির স্নিগ্ধতা ও সতেজতা তুলে ধরছি। যখন আমি হালকা নীল ক্লে দিয়ে মেঘ তৈরি করলাম, তখন মনে হলো, আকাশে সাদা মেঘগুলো যেন আনন্দের বার্তা নিয়ে আসছে। কালো রঙ দিয়ে পাখি বানানোর সময় মনে হচ্ছিল, এই পাখিগুলো আকাশে উড়ে বেড়িয়ে যেন আমার সৃষ্টির মধ্যে এক মুক্তির প্রতীক হয়ে দাঁড়াচ্ছে।

সবকিছুকে সাদা রঙের কাগজের গোল বৃত্তের মধ্যে সাজিয়ে রাখার পর, আমার মনে হল যেন আমি একটি নতুন পৃথিবী তৈরি করেছি। এই বৃত্তের মধ্যে প্রকৃতির সব সৌন্দর্যকে বন্দী করেছি। প্রতিটি উপাদান, প্রতিটি রঙ যেন একত্রিত হয়ে একটি নতুন জীবন লাভ করেছে।

এই দৃশ্যের প্রতি আমার আবেগ, আমার চিন্তা, সবকিছু মিলে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করেছে। যখন আমি এই সৃষ্টিকে দেখি, তখন মনে হয়—আমি এক নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে উপলব্ধি করছি। এই নির্মাণের মাধ্যমে আমি বুঝতে পারলাম, শিল্প শুধু একটি সৃষ্টিশীল প্রক্রিয়া নয়, বরং এটি আমাদের অনুভূতির এক গভীর রূপায়ণ।

1000022146.jpg


☆꧁ DIY প্রোজেক্ট- টিস্যু ক্লে ও রঙ দিয়ে একটি মনোরম দৃশ্য꧂


💞

প্রয়োজনীয় উপকরন

1000015651.jpg

  • বিভিন্ন রঙের ক্লে

siam 2.png


1000015651.jpg
ক্লে

1000022182.jpg
টিস্যু

1000022184.jpg

1000022183.jpg
রং ও কাগজ

siam 2.png

১ম ধাপ
প্রথমে আমি সাদা কাগজ দিয়ে একটি গোল বৃত্ত ও একটি গাছ এভাবে কেটে নিলাম।

1000022161.jpg

1000022160.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ
এবার গাছটিতে ভালোভাবে রং করে এরপর বৃত্তের মধ্যে লাগিয়ে দিলাম আঠা দিয়ে।

1000022159.jpg

1000022158.jpg

siam 2.png

তৃতীয় ধাপ

এবার একটি টিস্যুতে গোলাপি রং করে ছোট ছোট করে কেটে নিলাম। এবং গোলাপি রঙের ক্লে গোল করে গাছে লাগিয়ে দিলাম এভাবে।


1000022157.jpg

1000022155.jpg

1000022156.jpg

1000022154.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার আমি টিস্যু গুলো দিয়ে এভাবে ফুল বানিয়ে নিলাম এবং সবুজ রঙের ফেলে দিয়ে গাছের নিচে ঘাস বানিয়ে নিলাম।

1000022153.jpg

1000022152.jpg

1000022151.jpg

1000022150.jpg

siam 2.png

পঞ্চম ধাপ

এবার ঘাস গুলোর মধ্যে ছোট ছোট ও ফুল এবং মেঘ ও পাখি বানালাম।


1000022148.jpg

1000022149.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
  • এবার আগে থেকেই একটি দৃশ্যের পেইন্টিং করে রেখেছিলাম, সেই পেইন্টিং এর উপরে এই দৃশ্যটি রেখে ছবি তুললাম।

1000022179.jpg

1000022170.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট

1000022177.jpg

1000022144.jpg

1000022148.jpg

1000022170.jpg

siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

Sort:  
 5 months ago 

আপু আপনার ডাই পোস্টগুলো যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আপনার অনুভূতিগুলো পড়ে। পোস্ট করার সময় অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি তৈরি করেন ডাই গুলো। খুবই সুন্দর একটি গাছ তৈরি করেছেন আপু দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু ‌।

 5 months ago 

অনুভূতিগুলো মন দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি চেষ্টা করি আমার ডায়েট প্রজেক্ট কিংবা অন্যান্য প্রজেক্ট নিয়ে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

সাথী নতুন জল রং পেয়ে তুমি কিন্তু বেশ সুন্দর কেরামতি দেখিয়ে চলেছ। দিনকে দিন ভালো থেকে আরও ভালো হয়ে উঠছে তোমার আর্টের কাজ গুলি। ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় থাকবো।

 5 months ago 

ছোটবেলায় দেখনি নতুন নতুন বই খাতা কলম রং পেন্সিল পেলে শিশুরা কেমন করত। আমার অবস্থাও এখন একই রকমের। চেষ্টা করছি আগামীতে আরও সুন্দর সুন্দর আর্ট চর্চা করার জন্য। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ভালো থেকো সবসময়।

 5 months ago 

অনেক সুন্দর আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার এত সুন্দর আর্ট করতে দেখে মুগ্ধ হলাম। আসলে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করে দেখছি অনেকেই খুব সুন্দর সুন্দর ভাবে আর্ট করে দেখাচ্ছেন এমন ক্লে দিয়ে। বেশ দারুণ হয়েছে আপু।

 5 months ago 

আসলে আমি আর্ট করতে তেমন ভালো পারি না। ইদানিং একটু একটু চর্চা করছি। আর চেষ্টা চলমান থাকলে একদিন অনেক ভালো আর্ট করতে পারব এটা আমার বিশ্বাস।

 5 months ago 

আপু আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে ডাই এন্ড পেইন্টিং পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে হাতের যেকোনো কাজ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই ধরনের পোস্টগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

পেইন্টিং এর বিষয়টি মাত্র শিখতেছি বাসায়। আর ডাই প্রজেক্টগুলো তো আগে থেকেই করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

ডাই ও পেইন্টিং দুটো একসাথে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার প্রতিটি পোস্ট আমার ভীষণ ভালো লাগে। চমৎকার একটি পোস্ট আপনি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।

 5 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি বেশ উৎসাহিত হলাম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 5 months ago 

ডাই এন্ড পেইন্টিং দেখে মুগ্ধ আমি। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। এত সুন্দর ভাবে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। দেখে যেন চোখ ফেরাতে পারলাম না।

 5 months ago 

আমার নতুন প্রচেষ্টায় এত সুন্দর মন্তব্য আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 5 months ago 

ডাই এন্ড পেইন্টিং একসাথে দেখতে সুন্দর লাগছে। খুবই সুন্দর করে আপনি এটি তৈরি করেছেন। আমার কাছে পুরো দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে দেখতে। এই ধরনের কাজগুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই।আকর্ষণীয়ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন পুরোটা।আপনার এরকম সুন্দর হাতের কাজ গুলো প্রতিনিয়ত দেখার জন্য অপেক্ষায় থাকলাম আপু।

 5 months ago 

আপু আপনার সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণায় অংশ। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 5 months ago 

আবার কাগজ এবং ক্লে দিয়ে তোমার একটি অনবদ্য কাজ দেখতে পেলাম। এইসব কাজগুলোর তুলনা হয় না। আর তুমি ভীষণ দক্ষ হাতে এই আর্ট গুলো ডিজাইন কর। আমার তো মনে হয় এমন কাজগুলো অনেক ভ্যালু হতে পারে। তোমার হাতের কাজ আমাকে বারবার মুগ্ধ করে দেয়।

 5 months ago 

এত চমৎকার করে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা। আমি আর্ট করতে পারি না এগুলো হচ্ছে নমুনা। জাস্ট চেষ্টা করতেছি সবে মাত্র। তোমার সুন্দর মন্তব্যে উৎসাহ পেলাম।

 5 months ago 

বাহ আপু একসাথে দুটো জিনিস দেখতে পেলাম।ডাই এবং পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। তবে আপনার এই পেইন্টিং করতে অনেক সময় লেগেছে। এবং আপু এই পেইন্টিং যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে অসাধারণ লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।