।।নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। পর্ব-১১
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ১১ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২২+ মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
শুরুতেই দেখতে পারবেন সুলতানা যখন সোহাগের বাসায় গিয়ে সোহাগ এবং রিমার বাসায় আসার জন্য অপেক্ষা করছিলো তখন সোহাগের বাড়ির সবাই সুলতানার অনেক বেশি যত্ন করছিলো। এরই মাঝে রিমা এবং সোহাগ চলে আসে বাসায়। তারপর সোহাগের বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসে সুলতানা কে রান্না করে খাওয়াবে বলে। এরপরের চিত্রে দেখতে পারবেন মাস্টার মশাই মাথায় পানি ঢালছিলো রিমা কে সোহাগের বাড়ির ঠিকানা দিয়েছিলো বলে। এই বিষয় নিয়ে কথা হচ্ছিলো রিমার ছোট ভাবি এবং মাস্টারমশায়ের মধ্যে।
এদিকে সোহাগ যখন রাত্রিবেলা তার ঘরের বাইরে বসে চিন্তা করছিলো তখন সুলতানা সুযোগ বুঝে সোহাগের গলায় ছুরি ঠেকিয়ে দেয়। আর বলে একদম নড়বিনা। তুই আমাদের মোড়ল বাড়িতে আগুন লাগায় দিছিস ।তোকে খুন করে আমার মনের কষ্ট নিবারণ করবো। তারপরে রিমা,সোহাগের মা এবং বাবা সকলে মিলে অনুরোধ করাতে সুলতানা সোহাগকে ছেড়ে দেয়। এদিকে মোড়ল মশাই অপেক্ষা করে কখন সুলতানা ফিরবে। সুলতানা বাসায় আসা মাত্রই মোড়ল মশাই বলে সোহাগকে মারতে পারছে কিনা। পরের দিন সোহাগ এবং তার পরিবার সবাই একসাথে খেতে বসলে একটি ডিম চারজনে ভাগ করে খায়। এভাবে চলতে থাকে সোহাগদের সংসার।
এদিকে আবার মোড়ল মশাই তো রাগে জলে যাচ্ছিল। তার ছেলে রতনকে পরের দিন পুনরায় রিকশাওয়ালাকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য পাঠায়। আমি আগেই বলেছিলাম এই নাটকের হাস্যকর চরিত্র হলো মাস্টারমশাইয়ের। আবারো মাস্টারমশাই আর সুলতানার মধ্যে দেখা হয়ে যায় রাস্তায়। তখন মাস্টার সুলতানা কে খ্যাপাছিল সোহাগকে মারতে পারেনি বলে। এসব শুনে সুরুজ মাস্টার মশাই কে কঠিন ধমক দেয় আর মাস্টার মশাই সেখান থেকে চলে যায়। এদিকে সোহাগের বাবা সোহাগের বউকে একাই মার্কেট করে দেয় বলে সোহাগ মন খারাপ করে।
পরের দিন রাস্তায় সোহাগের বোনকে রতন দেখে রাস্তা আটকে তার সাথে কথা বলে ভাব জমানোর জন্য। রিমা তার শ্বশুরের সাথে মার্কেটে যাওয়ার পথে রাস্তায় রিমার ভাবির সাথে দেখা হয়ে যায়। কিন্তু রিমার ভাবি জব্বার মিয়াকে অপমান করে কথা বলে। সোহাগের বন্ধু সুলতানার সাথে প্রেম করার জন্য রাস্তায় দেখা করার অপেক্ষায় থাকে। কিন্তু সুলতানা অপমান করে তাদের। এবার রাস্তায় রিমার সাথে সুলতানার দেখা হয়ে যায়। সুলতানা রীতিমতো অপমান করে। কিন্তু এইবার রিপন জব্বার মিয়াকে দেখে গাড়িওয়ালা কে বলে এই রিক্সাওয়ালা কে যেন গাড়ি চাপা দেয়। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
নাটকের এই পর্বটিতে লক্ষ্য করা যায় মোড়ল মশাই এর ছেলে রতনকে বলে সে যেনো রিক্সাওয়ালা জব্বার মিয়াকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর রতন তাই করার জন্য গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। তখন সোহাগের বোনের সাথে রতনের দেখা হয়ে যায় এবং রতন সোহাগের বোনের সাথে ভাব জমায় যাতে প্রেম করতে পারে। আবার জব্বার মিয়া তার ছেলেকে বাদ দিয়ে শুধুমাত্র বৌমা রিমাকে মার্কেট করে দিচ্ছিলো জন্য সোহাগ মন খারাপ করে বসে থাকে। তবে আমার ব্যক্তিগত দিক থেকে আমি এই নাটকের নায়ক কে বাজে ছেলে বলে অভিহিত করছি। কেননা সে বিয়ে করে এত বড় হয়েও বাপের উপর দিয়ে চলছিলো। যেটা সত্যিই খুব খারাপ। দেখা যাক পরবর্তী পর্বে আরো কি ঘটতে চলেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Deily task:-
দেখতে দেখতে ধনী গরীব নাটকের ১১ পর্ব রিভিউ করে ফেললেন। নাটক যদিও এত দেখা হয় না তারপরও এত সুন্দর নাটকের রিভিউ পড়ে আশা করি আর নাটক দেখা প্রয়োজন হয় না। আপনি নাটকটির রিভিউ চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। সবাই গল্প বলতে পারে কিন্তু গল্পের পরিপূর্ণতা সুন্দর করে তুলে ধরতে পারেনা। কিন্তু আপনি দেখছি এ বিষয়ে অনেক দক্ষ। নাটকের রিভিউ খুব সুন্দর করে লিখেছেন।
ধনী গরিবের লড়াই নাটকটার ১১ তম পর্বের কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। ধনী গরিবের লড়াই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধনী গরীবের লড়াই নাটকের চমৎকার একটি পর্ব আজ আপনি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। এই নাটকের রিভিউ এর আগেও করেছি। অসাধারণ একটি নাটক। আপনি এই নাটকের ১১ তম পর্ব আজ আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ কয়েকটি পর্ব আমার দেখা হয়েছে। সবগুলো পর্ব দেখা হয়নি। এই পর্বটি বেশ ভালো লাগলো ভাইয়া। চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ধনী গরীবের লড়াই নাটকের চমৎকার একটি পর্ব আজ আপনি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। এই নাটকের রিভিউ এর আগেও করেছি। অসাধারণ একটি নাটক। আপনি এই নাটকের ১১ তম পর্ব আজ আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ কয়েকটি পর্ব আমার দেখা হয়েছে। সবগুলো পর্ব দেখা হয়নি। এই পর্বটি বেশ ভালো লাগলো ভাইয়া। চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকে দেখতে দেখতে আপনি গরিবের লড়াই নাটকের ১১ তম পর্ব শেয়ার করলেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল এই নাটকের কাহিনী অনেক সুন্দর এবং অনেক রোমাঞ্চকর।এ ধরনের নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। সর্বোপরি ধন্যবাদ আপনাকে
ধনী গরিবের লড়াই নাটকটার আমি বেশ কিছু পর্ব দেখেছি। আমার কাছে এ নাটকটা অনেক ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর করে এই নাটকের একটি পর্ব রিভিউ করে দেখালেন। রিভিউ পড়ার পাশাপাশি নাটকের কিছু অংশ দেখার সুযোগ পেলাম আমি। অনেক ভালো লাগলো আপনার সুন্দর রিভিউ উপস্থাপনা।
ধনী গরিবের লড়াই নাটকের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো ভাই। নাটকটি বেশ সুন্দর সমাজের কিছু বাস্তব চিত্র নাটকের মাঝে তুলে ধরা হয়েছে। আজকের পর্ব খুবই দারুন। আমাদের মাঝে আমাদের মাঝে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো দুর্দান্ত নাটক রিভিউ করার জন্য।
https://x.com/mdetshahidislam/status/1886115783920787503?t=TtGcJw4UvsB15vj3qk-szQ&s=19
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বটা কিন্তু অনেক দারুন ছিল। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে নাটকটার রিভিউ পড়তে। এই নাটকটা আমি সবসময় দেখে থাকি। নাটকটা আমার অনেক বেশি পছন্দের। এখন অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউর জন্য।
ভাইয়া আপনি ধনী গরীবের লড়াই নাটকের প্রতি সপ্তাহে একটি একটি পর্ব শেয়ার করতে করতে আজ ১১ তম পর্বে চলে এসেছেন দেখে খুব ভালো লাগলো। এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেকটা দেখা হয়ে গিয়েছে। এই ধরনের বাংলা নাটক দেখতে খুব ভালো লাগে আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।