কুকুর উপকারী প্রাণী
কুকুর হল উপকারী প্রাণী। কুকুর আমাদের অনেক উপকার করে৷ কুকুর বাড়ি পাহাড়া দেয়৷ কুকুর থাকলে চোর চুরি করতে আসতে পারে না৷ রাতে লর বেলা চোর সন্দেহ করলে কুকুর চিল্লা চিল্লি করে৷ তখন মানুষ এমনিই বুঝতে পারে যে এলাকায় হয়তো চোর ঢুকছে৷
কুকুর সব ধরণের খাবার খেয়ে থাকে৷ কুকুর খারাপ ভালো সব ধরণের খাবার খায়৷ আমাদের দেশীয় কুকুরের কোন খাবারের বাদ বিচার থাকে না৷ এরা সামনে যা পায় তাই খেয়ে থাকে৷ ময়লার মধ্যে গিয়েও এরা খাবার খুঁজে বেড়ায়।
কুকুরের ৪ টি পা থাকে৷ এরা দ্রুত দৌড়াতে পারে৷ এরা বন্ধুও হয়৷ আবার শত্রুও হয়৷ এদের আদর করলে এরা বন্ধুর মত পাশে থাকে৷ মারধোর করলে কাছে ভিরে না৷ কুকুর এলাকাকে সুরক্ষিত রাখে৷ কুকুর আমাদের চারপাশে থাকা ভালো।
কুকুরকে মারা বন্ধ করুন৷ ওদের আদর করুন৷ ভালোবাসা দিন৷ অবলা প্রাণী।